একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"আমি সফলতা খুঁজি"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগlast year

জুম্মা মোবারক,

আসসালামুয়ালাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা আজকে আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভিন্ন ধারাবাহিকতায় পোস্টগুলো শেয়ার করে নিতে। তবে প্রতি সপ্তাহে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। তাই আজকে আমি আবারও সেই ধারাবাহিকতা অনুযায়ী একটি অনু কবিতা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি।

vecteezy_beautiful-female-autumn-woman-with-camera-in-park_29560414.jpg
Image Source Location

সফলতা এবং ব্যর্থতা সবকিছু মিলিয়ে হচ্ছে মানবজীবন গঠিত। মানুষ কখনো সফলতা অর্জন করে আবার কখনো ব্যর্থ হয়। মানুষ বারবার ব্যর্থ হয়ে সফলতার সন্ধান পায়। তাই মানুষকে সফলতার দিকে এগিয়ে যাওয়াই উচিত। প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থানের দিক থেকে সফল। কারণ এই সফলতা গুলো একমাত্র সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন। তাই যার যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। সৃষ্টিকর্তা সফলতার মাঝে আমাদের কে বাঁচিয়ে রেখেছেন। সব মানুষই স্বপ্ন দেখে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। কারণ কোন মানুষ স্বপ্ন ছাড়া সফলতা অর্জন করতে পারে না এবং এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। স্বপ্ন মানুষকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়ে থাকেন।

এই ভিন্ন ধরনের অনুভূতি দিয়ে আমি পাঁচটি অনু কবিতা লেখার চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার। বন্ধুরা সময় দিয়ে আমার কবিতাগুলো পড়ার চেষ্টা করবেন। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে শুরু করে নেওয়া যাক বন্ধুরা---

(১)
আবার আসিবো ফিরে জীবন নদীর তীরে
যত স্বপ্ন আর যত আশা সব তোমাকে ঘিরে
তুমি করিওনা পর প্রিয় কোনদিন আমারে
আমি অনেক ভালোবাসি শুধু তোমারে।

(২)
রাতে ঘুম আসেনা রাত জেগে স্বপ্ন দেখি
তোমাকে নিয়ে জীবনের যত স্বপ্ন আঁকি
তুমি কখনো আমাকে দিয়োনা ফাঁকি
এই বিশ্বাস টুকু আমি তোমার কাছে রাখি।

(৩)
হাঁটতে যেয়ে বার বার হোচট খেয়েছি
স্বপ্ন দেখতে যেয়ে বার বার নিজেকে ভেঙে গড়েছি
আবারও নিজেকে আবিষ্কার করেছি
তবুও নিরাশ হয়নি সফলতার সুখ খুঁজে পেয়েছি।

(৪)
আমি এক ভালোবাসার ভিখারি
আমি এটাও বুঝেছি আমি ছিলাম
তোমার ছলনাময়ী প্রেমের শিখারী
বার বার টকেছি বার বার ফিরেছি
তবুও মনে আমার নতুন প্রেমের আশা।

(৫)
আমি আশায় বাঁচি আমি স্বপ্নে হাসি
আমি শত ব্যর্থতার মাঝেও সফলতা খুঁজি
আমি জানি বার বার চেষ্টা করলে সফলতা পাই
তাই আমি কষ্টের মাঝে সফলতা খুঁজে বেড়াই।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লেখা সবগুলা কবিতা অসাধারণ হয়েছে। কবিতাগুলো পড়ে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর অনু কবিতা লিখে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

প্রশংসা করার জন্য অনেক খুশি হলাম আপু।

 last year 

ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনারা লেখা ছোট ছোট এই প্রেমের কবিতা গুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপু। আপনি বেশ চমৎকারভাবে কবিতা গুলো লিখেছেন। যেখানে ভালোলাগা ও ভালোবাসার অন্যরকম অনুভূতি ফুটে উঠেছে।

 last year 

অনেক ভালো লাগলো আপনি সবসময় আমার শেয়ার করা কবিতাগুলো পড়েন।

 last year 

আমার আজকের টাস্কঃ-

Screenshot_20241129-225143.png

Screenshot_20241129-190022.png

Screenshot_20241129-185849.png

 last year 

একটির বিপরীত আরেকটি রয়েছে জন্যই সেগুলো সুন্দর। যদি মানুষের জীবনে ব্যর্থতা নাই থাকতো তাহলে সফলতার এত কদর হত না। দুটি মিলেই মানুষের জীবন। যাই হোক আপন আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 last year 

ধন্যবাদ আপু সময় দিয়ে কবিতাগুলো পড়ার জন্য।

 last year 

মানুষের জীবনে সফলতা আর ব্যর্থতা দুটোই আসে। জীবনে অনেক কিছুই আমাদেরকে দেখা লাগে। আপনি ভিন্ন কিছু অনুভূতিকে তুলে ধরে আজকের এই অনু কবিতা গুলো লিখেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার অনু কবিতা গুলোর প্রত্যেকটা লাইন খুব সুন্দর ছিল। অনেক সুন্দর অনুভূতি ফুটে উঠেছে অনু কবিতাগুলোর লাইন গুলোর মধ্যে।

 last year 

ঠিক বলছেন আপু সফলতা এবং ব্যর্থতা সবকিছু মিলেই হচ্ছে মানব জীবন গঠিত।

 last year 

ঠিক বলেছেন স্বপ্ন মানুষকে খুব বেশি অনুপ্রেরণা দিয়ে থাকেন। আজকে আপনি অসাধারণ পাঁচটি অণু কবিতা লিখেছেন। আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখা পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে অনু কবিতার মধ্যে নিজের ছোট ছোট মনের অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ পাঁচটি সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার অনেক ভালো লাগে আপনাদের কাছ থেকে এত সুন্দর অনুপ্রেরণা পেলে।