You are viewing a single comment's thread from:

RE: কক্সবাজারে কাটানো বিশেষ মুহূর্তের আরও কিছু অংশ।

in আমার বাংলা ব্লগlast month

বাহ আপু শেষমেষ আপনি সেই চমৎকার একটি মুহূর্ত শেয়ার করে নিলেন। সত্যি আপু সেদিন এতই ভালো লাগছিল আমার আফসোস হলো আরো কেন সময় বেশি পেলাম না। কারণ এত স্বল্প সময়ের মধ্যেই প্রিয় মানুষদের সাথে আলাপ করে শেষ করা যায় না। যদি আপনারা আরো দুই একদিন থাকতেন তাহলে আরো দুই একবার দেখা হতো। তাহলে বেশ ভালোই আড্ডা হতো হা হা হা তাই না আপু? প্রতিটি মুহূর্ত আমার কাছে বেশ স্মরণীয় হয়ে আছে। আমি খাবারের কয়েকটি ফটোগ্রাফি নিয়েছিলাম এখনো শেয়ার করিনি। আমরা প্রথমে গিয়েছিলাম বিজিবি উর্মি ক্যাফেতে। সেখানকার খাবার গুলো সুলভ মূল্যে ভালো খাবার পাওয়া যায়। যেহেতু এই রেস্টুরেন্ট সেনাবাহিনীদের দ্বারা পরিচালিত তাই আমরা প্রায় সময় সেখানে যেয়ে বসে থাকি। যদিও রেস্টুরেন্ট টি এত বেশি ভিআইপি না কিন্তু খোলামেলা বাতাসে বসতে অনেক ভালো লাগে। আর রাজা চা তো খেয়ে বেশ মজাই পেয়েছিলাম আপু। আশা করবো আপনারা আবারও আসবেন হাতে সময় নিয়ে আবার জমিয়ে আড্ডা করবো এমন সুন্দর মুহূর্ত আবার ফিরে পাব এটাই কামনা করতেছি। অনেক ধন্যবাদ আপু আপনি খুব সুন্দর একটি মুহূর্ত স্মৃতিচারণ করলেন।

Sort:  
 last month 

আরে আপু, এবার তো সময় পাই নি থাকার। সামনে ইনশাল্লাহ আবার যাবো হাতে সময় নিয়ে।তবে আপনি কবে আসবেন সেটা তো বললেন না,অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67619.15
ETH 3539.67
USDT 1.00
SBD 3.22