বাপরে বাপ যে আজব কথা বললেন আপু আপনি! কি শুনাইলেন আমি তো আশ্চর্য হয়ে গেছি। একটা ক্লাস সিক্সের ছেলে একটা ক্লাস ফাইভের মেয়েকে বিয়ে করবে এগুলো কেমন ধরনের কথা বুঝতে পারছি না। আর পরিবারের লোকজন কেমন এমন একটা কান্ড ঘটাই ফেললো কোন খবর বার্তা কিছু নেই। যাক কি আর করার ঘটনা যখন রটাই ফেলছে তখন তো রাখতেই হবে তাদেরকে। যেহেতু সুইসাইডের কথা বলতেছে তারা। ককিছুদিন পর দেখবেন একজন আরেকজনকে ছেড়ে চলে গেছে। কারণ এই বয়স হচ্ছে ইমোশনালি বয়স। কিছু দিন ভালো লাগার পরে দুইজন দুই সাইডে হয়ে যাবে হি হি হি।
এজন্যেই আজকের বাচ্চাদের অনেক সচেতনতার সাথে মানুষ করা উচিত।