সবাই কে ঈদ মোবারক🌜ঈদুল আজহা উপলক্ষে চাচাতো বোনের হাতে মেহেদী ডিজাইন।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম/ঈদ মোবারক ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাই কে।আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ।

IMG_20240617_201043.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম।আসলে ঈদ আসলে সবাই একটু করে কাজ টা বেড়ে যায়। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে মসলা সব কিছু করতে হয়।তার মধ্যে জিলহজ্জের রোজা রেখে করা টা একটু কষ্ট ছিলও।তবুও সব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ঈদ আসলে আমাদের মেয়েদের যেনও মেহেদি দিতেই হবে। আর সব থেকে বড় কথা হলো ছোট ভাই বোনরা অনেক বেশি।মেহেদি দেওয়ার আনন্দ টা উপভোগ করে।যাইহোক কাল সন্ধায় ইফতার করার আগেই ছোট ছোট চাচাতো ভাই বোন হাজির।বললাম ইফতার করে দিয়ে দিবও । যদিও মেহেদি তেমন একটা দিতে পারি না। ইফতারের পর এক এক করে সবাই কে দিয়ে দিলাম দেওয়ার সময় একজনের টা কিছু ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করবো বলে।সন্ধা থেকে মেহেদি দিতে দিতে আমার রাত ১০ টা বেজে যায়।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মেহেদি ডিজাইন টা। চলুন তাহলে শুরু করি আজকের মেহেদী ডিজাইন পোস্ট।

প্রথম ধাপ

IMG_20240617_200554.jpg

IMG_20240617_200509.jpg

আমি এখানে কাবেরী মেহেদী টা নিয়ে ছিলাম। মেহেদীর রং টা অনেক বেশি সুন্দর ছিলও। তবে এইবার কেমন কেমন জানি লেগেছে রং টা। যাইহোক সাথে চাচাতো বোনের হাত।

দ্বিতীয় ধাপ

IMG_20240617_200616.jpg

সিম্পল একটি ডিজাইন করবো। চাচাতো বোন ফোন থেকে বের করে দিয়ে ছিলও।এমন ডিজাইন নাকি দিবে সে। আর তার জন্য মেহেদি ডিজাইন এর প্রথম স্টেপ গুলো দিলাম।

তৃতীয় ধাপ

IMG_20240617_200633.jpg

এবার তার ওই ডিজাইন অনুযায়ী দ্বিতীয় স্টেপ দিলাম।মেহেদি টা মোটা বের হচ্ছিল তার জন্য দেখতে তেমন ভালো লাগছে না।

চতুর্থ ধাপ

IMG_20240617_200702.jpg

IMG_20240617_200719.jpg

এখন বড় করে একটি ডিজাইন করে ফুল দিলাম।

পঞ্চম ধাপ

IMG_20240617_200736.jpg

এখন বড় ফুলে আর্ট টা সম্পুর্ন করে নিলাম। এখন করবো আঙ্গুলের উপরে ডিজাইন।

ষষ্ঠ ধাপ

IMG_20240617_200812.jpg

IMG_20240617_200831.jpg

একই রকম ডিজাইন প্রতিটি আঙ্গুলে করে নিব।

সপ্তম ধাপ

IMG_20240617_200903.jpg

IMG_20240617_201043.jpg

এখানেই শেষ হলো আমার আজকের মেহেদি ডিজাইন। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আশা করি ভালো লেগেছে আপনাদের কাছেও।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

আজকে এ পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png
আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

Sort:  
 2 years ago 

ঈদুল আজহা উপলক্ষে আপনি আপনার চাচাতো বোনের হাতে অনেক সুন্দর ডিজাইন করেছেন।বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন আপনি। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে।এত চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঈদুল আযহার আপনাকেও শুভেচ্ছা রইল। আশা করছি আজকের দিনটা অনেক আনন্দের সাথে উপভোগ করেছেন। আর এই ঈদ উপলক্ষে আপনার চাচাতো বোনের হাতে খুবই সুন্দর মেহেদী ডিজাইন করেছেন দেখতে পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

ঈদ মোবারক আপু। আপনার প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা। আসলে ঈদ চলে আসলেই মেয়ে মানুষের মেহেদির দেয়ার ভীড় জমে যায়। আপনি দেখছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনার চাচাতো বোনের হাতে খুবই সুন্দর একটি ডিজাইনের মেহেদী দিয়ে দিয়েছেন। খুবই সুন্দর লাগলো আপনার মেহেদী ডিজাইন টি। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে মেহেদী ডিজাইন টি সাজিয়েছেন।

 2 years ago 

ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আপনি আমরা চাচাতো বোনের হাতে অনেক সুন্দর ডিজাইন করেছেন। এই মেহেদি ডিজাইনটি অসাধারণ ছিল।

 2 years ago 

ঈদ আসলে এরকমই হয় আপু বাড়ির পাশের ছোট ছোট ছেলে মেয়েরা সব মেহেদী নিয়ে বসে থাকে হাতে দেওয়ার জন্য। আপনি অনেক সুন্দর ভাবে মেহেদী দিতে পারেন তো আপু দেখছি। আমি এভাবে আমাদের বাড়ির আশেপাশে ছোট বাচ্চাদের হাতের মেহেদি দিয়ে দেই। তবে এ বছর আমার ছেলে অসুস্থ থাকার কারণে তেমন কারোর হাতে মেহেদি দিয়ে দেওয়া হয়নি।

 2 years ago 

চাচাতো বোনের হাতে দেখছি ঈদ উপলক্ষে অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন অঙ্কন করে দিয়েছেন। যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। এই ধরনের মেহেদির ডিজাইনগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। কে বলেছে আপনি সুন্দর মেহেদী দিতে পারেন না। আমি তো দেখছি অনেক সুন্দর মেহেদি দিয়ে থাকেন আপনি। আসলে ঈদের সময়টাতে মেহেদি দেওয়ার ধুম পড়ে যায়। আপনি মেহেদি লাগিয়ে দিয়েছেন অন্যদেরকে এটা শুনে ভালো লাগলো। সুন্দর ডিজাইনটা সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদ উপলক্ষে চাচাতো বোনের হাতে অনেক সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছেন আপু। মেহেদির ডিজাইনগুলো দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি অনেক আকর্ষণীয় হয়েছে। আর সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইনগুলো করেছেন আপু। দেখতেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু মেহেদির ডিজাইন করার মুহূর্তগুলো সবার মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনার মেহেদী ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপু আমরা যতই কাজ করে না কেন একটু মেহেদী না পড়লে ভালো লাগে না।সত্যি আপু মেহেদী ডিজাইন মোটা হলে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঈদের আগের রাতে মেহেদি লাগানোর আনন্দটা সত্যি খুব ভালো লাগে। গ্রামের মানুষ গুলো একে অপরের বাড়িতে গিয়ে থাকে মেহেদি লাগানোর জন্য, এগুলো অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে আপনার চাচাতো বোনের হাতে ডিজাইন করে দিয়েছেন মেহেদীর। ডিজাইন টা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আর আপনার চাচাতো বোনের হাতেও কিন্তু খুব ভালো লাগতেছে। তার নিশ্চয়ই খুব পছন্দ হয়েছিল এই ডিজাইনটা। ঈদের সময়ের আলাদা একটা আনন্দ মেহেদি লাগানোর মধ্যে রয়েছে।