ফটোগ্রাফি পোস্ট ||| রেনডম কিছু ফটোগ্রাফি ||| original photography by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "রেনডম কিছু ফটোগ্রাফি" নিয়ে। ফটোগ্রাফি করতে বরাবরই ভালো লাগে।

প্রাকৃতিক সৌন্দর্য ও ফটোগ্রাফি দুটি যেন একে অপরের হাতে হাত রেখে হাঁটে।বাইরে বের হলেই প্রকৃতি তার নিজস্ব আলো ছায়া ও তার সৌন্দর্য দিয়ে আমাদের হৃদয় কেড়ে নেয়।ফটোগ্রাফি শুধু সৌন্দর্যই নয় ফটোগ্রাফিতে লুকিয়ে থাকে এক একটি গল্প।একজন ফটোগ্রাফার সুন্দর ও আকর্ষণীয় কিছু মুহূর্তকে খুঁজে নেয়।যেটা চোখে দেখলে তার সৌন্দর্য অনুভব করা যায় এবং সেই ছবি ও কথা বলে।

নীল আকাশ সবুজ পাতা নদীর ঢেউ বিকেলের সৌন্দর্য ভোরের কুয়াশা এসব ক্যামেরার ফ্রেমে বন্দি করলে যেন জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি ছবি একটি গল্প।প্রকৃতির এমন ভাবে তার সৌন্দর্য বিলিয়ে দেয় সেই সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ফটোগ্রাফি করে থাকি।ফটোগ্রাফি করা এতটাও সহজ নয়। আসলে যারা সত্যি কারের ফটোগ্রাফার বা পারদর্শ্যি তাদের ছবিগুলো যেন কথা বলে।

আমাদের আশেপাশে পশুপাখি ফুল ফল যা আছে সবকিছুর সৌন্দর্য অতুলনীয়। আর এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করতে হয় আবার এমনও কিছু ফটোগ্রাফি আছে যেগুলো শুট করতে গেলে অনেক অপেক্ষা করতে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কষ্ট ছাড়া কোন কিছু সফলতা আসে না প্রতিটি কাজেই কষ্ট আছে।

ফটোগ্রাফির সবচেয়ে বড় জিনিস হলো সেই মুহূর্তটিকে ধরে রাখা। যে মুহূর্ত একবার চলে গেলে আর ফিরে আসে না।আর সেই মুহূর্তগুলো আমরা দেখলে অনুভূতিটা ফিল করতে পারি। সেই মুহূর্তের অনুভূতিগুলো আমরা কোন এক সময় ফিল করতে পারি যেটা কখনো মন থেকে মুছা যায় না। যদিও সেরকম স্পেশাল ফটোগ্রাফার নই আমি।

তারপরও সব সময় আমার চেষ্টা থাকে যে কোন বিষয় সম্পর্কে শেখার এবং সেই বিষয়টা অনুযায়ী কাজ করার। তবে অনেক কিছু শিখতে পেরেছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে। এই কমিউনিটির শিক্ষা থেকে একটু একটু করে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এ যেন আমার কাছে অনেক বিশাল কিছু। তবে এখন যেখানেই যাই চেষ্টা থাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে উপস্থাপন করব সেই জন্য বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে হয়।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব আপনাদের মাঝে নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩





বাহ আজকে তো আপনি ভিন্ন রকম ভিন্ন রকম চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে আজকে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে এবং ভিন্ন রকম হয়েছে। আর প্রতিটি ফটোগ্রাফি দেখে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালো লাগে যখন বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখি। আর রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আপনি কিন্তু ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।