স্বরচিত কবিতা পোস্ট ||| ‎হৃদয় ভাঙ্গার গল্প ||| original poem by @saymaakter

in আমার বাংলা ব্লগ7 days ago


আসসালামু আলাইকুম। আশা করছি এই প্রচন্ড কনকনে ঠান্ডায় আমার প্রিয় কমিউনিটির সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

dandelion-4129621_1280.jpg
source

বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে। কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে প্রতিটি মানুষ যদি যে কোনো বিষয় পড়ে এবং লিখে তাহলে সেই জিনিসগুলো আরো উন্নত হয় এবং ভালো হয়। কবিতার কেন জানি প্রেমে পড়ে গেছি।তাই চেষ্টা করি আমি কিছু শেখার জন্য।আসলে শেখার কোন শেষ নেই। লিখছি দুই এক কলম এবং শিখছি।আবেগ অনুভূতি আনন্দ সবকিছু মিলিয়ে যখন একটি কবিতা লিখতে বসি তখন এত সুন্দর ছন্দ বাক্য মনের মধ্যে চলে আসে যা এক নিমিষে একটি কবিতা লিখা হয়ে যায়। আর এই লিখাটা আমি মনে করি বিশাল পাওয়া। কারণ এত বড় একটি কমিউনিটিতে আমার লেখাগুলো যাচ্ছে আমার মনের আবেগ অনুভূতি সবার মাঝে প্রকাশ করতে পারছি এটাই বা কম কিসের।

ছোটবেলায় প্রতিটি বাচ্চাদের মন থাকে কমল তারা সবসময় আনন্দ খুশিতে মেতে থাকে। যখনই বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখনই দায়িত্ব বেড়ে যায় টেনশন চিন্তা না বলা কিছু কথা মনের ভেতর বাড়তেই থাকে। যে কথাগুলো বলার মত এই সময়ে একটি লোকও নেই।কিন্তু একটা সময় আগের দিনের মানুষ একজন আরেকজনের সঙ্গে কথা শেয়ার করত। কষ্টের কথাগুলো শেয়ার করার পর একটু হলেও স্বস্তি পাওয়া যায়। বর্তমান সময় হয়েছে তার উল্টো।চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতাটি দেখে নেওয়া যাক।

হৃদয় ভাঙ্গার গল্প

সায়মা আক্তার


নিরবতা খুব ভারী,
‎শব্দহীন আনমনা
‎আবেগ অনুভূতি
‎যেন নিজেই নিজের
‎কাছে হেরে যাওয়া।


কথা বলতে চাইলেও
‎নেই তার শব্দ,
‎শুধু দীর্ঘশ্বাস
‎হয়ে কিছু অব্যক্ত কথা
‎রয়ে যায় হৃদয়ে,
‎কেন জানি খুব
‎আকাশ দেখতে ইচ্ছে করছে
‎আকাশেরও আজ মন খারাপ
‎পুরো আকাশ মেঘে ঢাকা
‎ঠিক আমার মনের মতো
‎ভিতরে জমে আছে কত কষ্ট,
‎কষ্টগুলো যাচ্ছে না
‎তেমনি আকাশ হতে বৃষ্টি হয়ে নামতে চায়,
‎তবু নামে না।


কারণ কিছু কষ্ট আছে
‎যা কাউকে বলা যায়না
‎কান্না করলেও হালকা হয় না
‎শুধু নীরবতায় গভীর হয়।


‎নদী নীরবতায়
‎বয়ে যায় দূরে বহুদূরে
‎কেউ জানে না
‎তার ভাঙ্গনের ব্যথা
‎কত না বলা ব্যথা নিয়ে
‎সে চলছে তার মত,
‎ঠিক তেমনি প্রতিটি হৃদয়ে আছে
‎জমানো কিছু ব্যথা
‎বাইরের দিক থেকে শান্ত
‎ভেতরে ঘুনে জর্জরিত,
‎এ এক হৃদয়ের নীরবতা
‎ভাঙ্গনের গল্প।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


rz7B1G1WqnyUHBsWzhkPCVvQMev4E5JtAs43LCxSLBzjtcArQXFuLZThWF1FU2NZbvjRcJscw355e5vcMHUJLNewxdRzQPYYvR7Ywb8WLi...JjaVGxD7spooPTwoNanpkAAd7kwDMAijp3ooqF6V7QNxnMC8KXpGXy7jRqcuKav69aDG3TEGCjUqnCfQuJvP7bR5Qo2MDuamKHHk8CYMwPGGKkwx9HZqhRycqT.png

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png


































































Sort:  
 6 days ago 

আজকে আপনি খুবই সুন্দর একটি হৃদয় ভাঙ্গার গল্প কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার কবিতার নাম পড়ে প্রথমেই ভেবেছিলাম হয়তো গল্প। কিন্তু পরবর্তীতে পোস্টের ভিতরে ঢুকে কবিতা পড়ে অনেকটাই ভালো লাগলো। এভাবেই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।