ফটোগ্রাফি পোস্ট ||| প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি ||| original photography by @saymaakter

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনযাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_47290C68-A204-44F5-A3AF-A7212AFDF0FA.jpeg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু "প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি" নিয়ে।

Messenger_creation_C1C76818-BC4B-43E8-8AA5-1E2CFC35C7B9.jpeg

প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। প্রকৃতি যেন তার সৌন্দর্যের নীরব ভাষা আমাদের হৃদয়ের গভীরে পৌঁছে যায়। হৃদয়ের গভীরে পৌঁছে আমাদের অনুভূতি ও আবেগ দিয়ে কিছু লিখার চেষ্টা করি অথবা অনেকেই ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরে, কবি লিখে কবিতা।

Messenger_creation_A4C38BF5-9C32-4424-84B1-7B5C37A2E058.jpeg


গায়ক এই সৌন্দর্য নিয়ে লেখে তার গান। সত্যিই তার সৌন্দর্যের কোন তুলনা নেই। এই সৌন্দর্যের কোন শব্দ নেই। যার হৃদয়ের গভীরে কথা বলে রঙ্গের মাধ্যমে বিভিন্ন আলপনা তৈরি করে রঙিন স্বপ্ন।ভোরের নরম আলো শিশির ভেজা ঘাসে এবং সূর্যের হাসি সকালে পাখির কিচি মিচি,আকাশের অপরূপ সৌন্দর্য, শীতের সকালে কুয়াশা ঘেরা চারপাশ। অনেক দূর দূরান্তে তাকালে যেন মনে হয় আশপাশে কোন বাড়ি নেই চারদিকে শুধু কুয়াশা। যখন তীব্র গতিতে হিমেল বা কুয়াশা পরে তখন সকালে মর্নিং ওয়ার্ক করলে গায়ের চাদরে কুয়াশার ছোঁয়া পাওয়া যায়।


Messenger_creation_F6A981F3-FC66-417A-B14B-A975762539DD.jpeg



এই কুয়াশার ছোঁয়া যেন হৃদয়ের গভীরে অন্যরকম একটি অনুভূতি সৃষ্টি করে। আর এই অনুভূতি সবাই ফিল করে না যারা প্রকৃতি প্রেমিক প্রকৃতিকে ভালবাসে একমাত্র তারাই ফিল করতে পারে।প্রকৃতির সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির মায়া। যা আমাদের মতো মানুষকে বারবার টেনে নিয়ে যায় এবং ক্লান্ত মনকে শান্তিতে ভরিয়ে দেয়। প্রকৃতির সৌন্দর্য আমাদের সকলকে আকৃষ্ট করে। প্রকৃতির মায়া প্রকৃতির অনুভূতি হৃদয় দিয়ে স্পর্শ করতে হয়। প্রকৃতির অনুভূতি এমন যা চোখে দেখা যায় কিন্তু হৃদয়ের চোখ দিয়ে ধারণ করে সেই অনুভূতি নিয়ে লিখা হয় কবিতার ছন্দ। অলস দুপুর বিকেল কখনো সন্ধ্যার আকাশ বিভিন্ন রংগের খেলা করে।

Messenger_creation_1EBA6642-0BEE-4079-B74E-86DC77BB781B.jpeg


এক এক মুহূর্ত এক এক কথা বলে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের মনকে ছুয়ে যায় গভীর ভাবে। প্রকৃতি আমাদের ধৈর্য সরলতা এবং অনেক কিছুই শেখায়। আমরা প্রকৃতি থেকে অনেক কিছুই শিখতে পারি। যদি আমাদের সেই বিবেকবান চোখ থাকে। প্রকৃতি নিঃস্বার্থভাবে ভালবাসতে শেখায়। সবুজ ঘাস চারপাশের নীরবতা এ যেন অন্যরকম সৌন্দর্য। আর এই সৌন্দর্য কাছাকাছি যেতে পারলে মনে হয় মনের সব কষ্ট দূর হয়ে যায়। প্রকৃতির সৌন্দর্যের অনুভূতিগুলো ধরে রাখা প্রধান মাধ্যম হল ফটোগ্রাফি।

Messenger_creation_63AEEE12-0AD4-4912-B89D-B1C169D83146.jpeg



প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো শুধু দৃশ্য নয় রাতের আবেগ অনুভূতি এবং গল্প সময়কে বন্দী করে ক্যামেরার ফ্রেমে ধরে রাখা হয় এ যেন অন্যরকম অনুভূতি। এক একটি সময়ের গল্প। পৃথিবীটা সত্যিই অনেক সুন্দর যদি আমরা হৃদয়ের চোখ দিয়ে এবং মানবিকতার মন দিয়ে সবকিছু দেখি তাহলে সবই ভালো লাগে।


Messenger_creation_E425252C-36EB-4D25-BE9F-C3416C65B4BF.jpeg

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



















































Sort:  
 12 days ago 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা এত সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 12 days ago 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা এত সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 11 days ago 

বাহ আপনি তো খুব চমৎকার কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য এমনিতে অসাধারণ লাগে। সত্যি বলতে আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। চমৎকার ফটোগ্রাফি সুন্দর বননা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।