ক্রিয়েটিভ রাইটিং পোস্ট ||| হাতের কাজের প্রশিক্ষণ ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলেই সুস্থ আছেন ও সুন্দর সময় অতিক্রম করছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আপনারা সবাই অবগত আছেন আমার ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। যেখানে বেশ কিছু কর্মী কাজ করে, সেই কর্মীদের নিয়ে আজকের আমার ব্লগ।আজকে আমি "হাতের কাজের প্রশিক্ষণ" নিয়ে কিছু কথা বলব।
আমাদের কাজই বায়ার নির্ভর বায়ারকে সন্তুষ্ট করাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের কাজগুলো হতে হয় কোয়ালিটি সম্পন্ন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। তাই কাজের কোয়ালিটি ঠিক রাখতে গেলে মাঝে মধ্যে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরী হয়ে পড়ে। তাই আজকে আমরা এরকম একটি প্রশিক্ষণশালার কিছু কাজকর্ম ও সুবিধা-অসুবিধা নিয়ে আপনাদের সাথে কথা বলবো।
আমাদের কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেলাই নতুনভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ করে আর নতুনভাবে প্রশিক্ষণ নেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ট্রেইনার দিয়ে ট্রেনাপ করতে হয়। যাতে কাজগুলো সুন্দর এবং নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয় কারণ বায়ারদের কাজে তো কোয়ালিটির কোন বিকল্প নেই।কোয়ালিটি, কোয়ালিটি এবং কোয়ালিটি। তাই কাজকে ভালোবাসি বিদায় প্রত্যেকটি কর্মী প্রশিক্ষণ নিতে আগ্রহী থাকে অনেকে দেখা যায় ৮-১০ বছর হলেও এই কাজই করে এরপরও নতুন কোন সেলাই আসলে তারা প্রশিক্ষণ নিতে কখনো অনিহা প্রকাশ করে না বরং তারা খুব উৎসাহিত থাকে কারণ তারা আরেকটি নতুন সেলাই শিখতে যাচ্ছে।
তাই তাদের আগ্রহের কথা বলে শেষ করতে পারবো না তবে আমি খুবই খুশি, যে আমার প্রত্যেকটি কর্মী আমি যে ভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে চাই এবং যে ভাবে তাদেরকে কাজ করাতে চাই, সেই বিষয়গুলো তারা খুব সাবলীলভাবে গ্রহণ করেন।এজন্য সব সময় তাদের কে নিয়ে আমি অনেক বেশি আনন্দিত এবং খুশি থাকি।
আমাদের কর্মীরা কখনো কোন কাজকে ছোট মনে করেন না তারা সব সময় প্রত্যেকটি কাজ সুন্দর ভাবে গ্রহণ করে থাকেন। এতে দেখা যায় যে প্রত্যেকটি কাজ তারা অনেক সুন্দর ভাবে শেখে এবং বাস্তবে রূপ দেয় যেটি বায়ারেরা সবসময় আমাদেরকে সুন্দর ফিডব্যাক দিয়ে তার প্রশংসা করেন।
আজকের মত চলে যাচ্ছি আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।




