DIY ||| এসো নিজে করি ||| ক্রিসমাস ডে ট্রি ||| original diy @saymaakter.

in আমার বাংলা ব্লগ14 hours ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে এই শীতের মুহূর্তে সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20241221_165109.jpg


প্রতিদিনের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।ব্লগ লিখতে আমার অনেক ভালো লাগে তবে আজকের ব্লগটি অন্যরকম। পঁচিশে ডিসেম্বর পুরো বিশ্বে উদযাপিত হয় ক্রিসমাস ডে।বড়দিন অনেক আনন্দের একটি দিন। এই দিনে বাচ্চারা অনেক আনন্দ করে গিফট পায় ও একজন আরেকজনকে দেয়। বিশেষ করে ক্যান্ডি কেক ও বিভিন্ন ধরনের লোভনীয় খাবার।বড়দিনে এতো লাইটিং এর ব্যবস্থা করা হয় যা দেখে চোখ জুড়িয়ে যায়।

চারদিকে আলোকসজ্জা ও খাওয়া-দাওয়ার আয়োজন একজন আরেকজনকে উইশ করা। গরিবদের মাঝে দান করা। সবকিছুই অন্যরকম ভালোলাগা কাজ করে এই বড়দিনে।বড়দিনের গাছটি এত লাইটিং এর ব্যবস্থা করে সাজানো হয় যা দেখেই চোখ জুড়িয়ে যায়। আমি আজ আপনাদের মাঝে উপস্থাপন করছি বড়দিন উপলক্ষে একটি ডাই পোস্ট "ক্রিসমাস ডে ট্রি"।চলুন কথা না বাড়িয়ে বড়দিনের সেই সুন্দর ডাই পোস্টটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।কার্ডবোর্ড।
২।ক্লে।
৩। রঙিন কাগজ ।
৪।চুমকি।
৫।গাম।
৬।কলম।
৭।কাঁচি।
৮। কৌটার মুখ।

Messenger_creation_3C1A7BE3-94A2-4145-8098-F0ED6FD0B137.jpegMessenger_creation_F7A48ECE-5E30-4928-93F2-0D5B17B28DC7.jpeg
Messenger_creation_B864C5C6-A2E1-4BDD-925A-C635B09685FA.jpegMessenger_creation_0FE5DD08-06E4-4BD2-8941-473200C3E06A.jpeg
Messenger_creation_6192D4AE-C972-4FFA-8A32-67555789561C.jpegMessenger_creation_B07E28DB-E482-4DD8-A001-CB87CEBE63A9.jpeg

Messenger_creation_5087AC42-73FC-4F58-AE21-A64E6F479322.jpeg

🎄প্রস্তুত প্রণালী🎄

🎄প্রথম ধাপ🎄

Messenger_creation_442350A1-7242-4F7B-A499-B6060BF320A6.jpeg

প্রথমে একটি কার্ডবোর্ড কাগজ কেটে নিয়েছি।

🎄দ্বিতীয় ধাপ🎄

Messenger_creation_97DF2463-B3D2-425A-ACC8-8E2DC6767935.jpeg

এবার সেই কার্ডবোর্ড কাগজে কৌটার মুখ দিয়ে সুন্দর করে কলম দিয়ে এঁকে নিয়েছি।

🎄তৃতীয় ধাপ🎄

Messenger_creation_4AA97FE7-DE8F-455F-849C-0D29AF1F8212.jpeg

এবার কাঁচি দিয়ে গোল করে কার্ডবোর্ডটি কেটে নিয়েছি।

🎄চতুর্থ ধাপ🎄

Messenger_creation_93A76D31-AF69-4B1D-8275-51A1EF98698A.jpeg

এবার সেই গোল কার্ডবোর্ড অনুপাতে একটি রঙ্গিন কাগজ কেটে নিয়েছি।

🎄পঞ্চম ধাপ🎄

Messenger_creation_BDEB2882-AC61-4475-B492-84A15FC2ED31.jpegMessenger_creation_9A4D8AA1-AE4D-4D8C-8FF9-C9B355C67EFC.jpeg

গাম দিয়ে সেই কার্ডবোর্ডে রঙিন কাগজটি লাগিয়ে নিয়েছি।

🎄ষষ্ঠ ধাপ🎄

Messenger_creation_4F72A16F-4BA0-42B9-9803-357591FAE678.jpegMessenger_creation_2A0F5483-3877-4A01-9B09-2714F4DD7279.jpeg

এবার রঙ্গিন কাগজ দিয়ে পানের খিলি বানিয়ে নিয়েছি।

🎄সপ্তম ধাপ🎄

Messenger_creation_5FF39CE0-1213-4975-AC04-5BAE5E76E9AC.jpeg

এবার রঙিন কাগজ লম্বা করে ভাঁজ করে নিয়েছি।

🎄অষ্টম ধাপ🎄

Messenger_creation_7D3C68DE-E811-418B-9A42-66BB55C60759.jpeg

সেই ভাঁজ করা কাগজগুলো আরো ভাঁজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি।

🎄নবম ধাপ🎄

Messenger_creation_E8A23D2E-E8D6-4BFF-89FA-ED630B3B9CFB.jpegMessenger_creation_893BAEF9-95C8-4F98-8CF9-D53C807E5627.jpeg

এবার ছোট কাগজগুলোকে আবারো কুঁচি কুঁচি করে ভাঁজ করে নিয়েছি।

🎄দশম ধাপ🎄

Messenger_creation_02C7D51C-39AE-4742-8189-F82D97BF6663.jpegMessenger_creation_33236AF0-8664-4071-B99C-658F2EAE22FE.jpeg

কুঁচি করে ভাঁজ করে নেওয়া কাগজটিকে কিছু দিয়ে কেটে পাতার সেভ করে নিয়েছি এবং ঘাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

🎄এগারো তম ধাপ🎄

Messenger_creation_0E3A16B6-C373-44BC-9973-DBE191EAB43D.jpeg

পানের খিলি আকৃতির রঙ্গিন কাগজটির ভেতরে ধাপে ধাপে কেটে নেওয়া পাতা সেভ করা কাগজটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

🎄বারো তম ধাপ🎄

Messenger_creation_EEB269DB-BC5D-48A7-97DB-10F19BDDFF59.jpeg

এভাবে নিচ থেকে একদম উপর পর্যন্ত প্রত্যেকটি পাতা লাগিয়ে নিয়েছি।

🎄তেরো তম ধাপ🎄

Messenger_creation_98D7A6EC-BC5E-4A08-BB29-2E2AF74619F8.jpeg

এবার ক্লে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে একটি টুপি বানিয়ে নিয়েছি।

🎄চৌদ্দ তম ধাপ🎄

Messenger_creation_8C86B74C-A07B-4DE8-BF60-23C9294FE52C.jpeg

সাদা টুপির ওপরের অংশে লাগানোর জন্য লাল ক্লে গোল করে নিয়ে লাগিয়ে নিয়েছি।

🎄পনেরো তম ধাপ🎄

IMG_20241221_165104.jpg

Messenger_creation_65B3ABD4-E73E-4BD6-B39D-49584E2FE04C.jpegMessenger_creation_E7899906-E1A2-4B1E-938F-AF3B0DFD8E9C.jpeg

এবার সেই গাছটি লাগিয়ে নিয়েছি এবং তার পাশে টুপি সেট করে নিয়েছি।গাছের উপরে কিছু চুমকি দিয়ে নিয়েছি। আর এভাবে গেলো আমার "ক্রিসমাস ডে ট্রি"।এবার এই "ক্রিসমাস ডে ট্রি" ডাই পোস্টটির একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

2MWgaSqKLy3pDfsFREY5eSiuDG4DkkPi81xbLznftLL8sn8vKK3nujC3w5q6wqVdX98ZDvS76sk9JGP2vfFusPMpjf5HCs1Rif3yHSLxyT...5BqmVQJSeh58vzdE4P5hVq46hve8Xw4i5HZaEF7kw4w4FUWFebMPyiXEgqRTTH7Sm28MSCKDvvvLoGLtGwgBLZmNJyBQu2L9pAtq1wPhFQuQ72W5NMo5E37dK.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 14 hours ago 

Screenshot_2024-12-21-23-56-40-895_com.android.chrome.jpg

Screenshot_2024-12-21-23-55-27-580_com.coinmarketcap.android.jpgScreenshot_2024-12-21-23-40-24-187_com.peak.jpg
 14 hours ago 

খুবই সুন্দর একটি ডাই পোস্ট আজকে তৈরি করলেন। এই পোষ্টটি দেখতে পেয়ে ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন।

 13 hours ago 

অসাধারণ আপু। খুব সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। অনেকটা কৌতুহল নিয়ে পোষ্টের মধ্যে প্রবেশ করলাম পোষ্টের কভার ফটো দেখে আমি বুঝতেই পারিনি এটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। পোস্ট পড়ার পর এবং ধাপগুলো দেখার পরে ব্যাপারটা বুঝতে পারলাম। ক্রিসমাস ট্রি তৈরি ধরন আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার আজকের পোস্টটি অসাধারণ হয়েছে আপু।

 13 hours ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ক্রিসমাস ডে ট্রি বানিয়েছেন। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। ক্লে দিয়ে খুব সুন্দর একটি টুপি বানিয়েছেন। গাছের উপরে চুমকি দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 hours ago 

এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই ক্রিসমাস ডে ট্রি তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ক্রিসমাস ডে ট্রি তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 33 minutes ago 

ক্রিসমাস ডে ট্রি চমৎকার সুন্দর হয়েছে। ক্রিসমাস ডে মানেই আনন্দ। বেশ সুন্দর হয়েছে আপনার ক্রিসমাস ট্রি টি।ধাপে ধাপে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্রিসমাস ট্রি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।