জেনারেল রাইটিংঃ সাজিদের জন্য গভীর শোক।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ 27২ শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , হেমন্ত-কাল ।১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ। আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করার চেষ্টা করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের বাঙালি জাতির গৌরবের মাস- অহংকারের মাস। আর একদিন পরেই শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের প্রতি অশেষ শ্রদ্ধা। শীত জাকিয়ে বসেছে। পঞ্চগড় জেলার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস চলছে। ঢাকায়ও শীতের পরশ ছুঁয়ে যাচ্ছে। রাতের ঢাকার তাপমাত্রা ১৭/১৮ ডিগ্রি সেলসিয়াস চলছে। এর মাঝেই দেশে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। গতকাল নির্চাচনের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন। আমরা চাই শান্তিপূর্ণ একটা নির্বাচন। বন্ধুরা নির্বাচন বা শীত নিয়ে আমার আজকের আর্টিকেল নয়! আমার আজকের জেনারেল রাইটিং দুবছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘিরে। সাজিদের জন্য গভীর শোক। সাজিদের মা-বাবার প্রতি গভীর সমবেদনা।
১০ তারিখ বিকেল হতে ছড়িয়ে পড়ে দুবছরের শিশু সাজিদের ৩০/৩৫ ফিট গর্তে পড়ে যাওয়ার খবর। মায়ের সাথে বাড়ির পাশে কাটা ধান ক্ষেতের উপর হেটে যাওয়ার সময় সাজিদ গর্তে পড়ে যায়। মা বলে চিৎকার শুনে সাজিদের মা ঘুরে দেখে তার সন্তান নেই! পাশে গর্ত থেকে মা মা আওয়াজ আসছে। অসহায় মা প্রিয় সন্তানের জন্য কিছুই করতে পারছেনা। মায়ের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আছে। সময় গড়ায় সাজিদকে গর্ত থেকে বের করা যায়না। ফায়ারসার্ভিস আসে,পুলিশ,সেনাবাহিনী ও প্রশাসনের লোকজন আসে। চলে উদ্ধার প্রচেষ্টা। সন্ধ্যা ঘনিয়ে আসে,রাত৷ হয়। রাত পেরিয়ে ভোর এভাবে ৩২ ঘন্টা প্রচেষ্টার পর উদ্ধার হয় সাজিদ। কিন্তু মৃত্যু। এই মৃত্যু হৃদয় বিদারক।
সারা দেশের মানুষ সাজিদের জন্য উদ্বেগ উৎকন্ঠায় কাটিয়েছে। দোয়া করেছে। সাজিদ ফিরেছে সারা দেশের মানুষকে শোক সাগরে ভাসিয়ে। রাজশাহীর তানোর বরেন্দ্র এলাকা। মাটি থেকে পানির স্তর অনেক গভীরে। সরকারি ভাবে গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচের ব্যবস্থা করা হয়। ব্যক্তি পর্যায়ে সেচের জন্য গভীর নলকূপ বসানো নিষিদ্ধ। কিন্তু জমির মালিক অবৈধ ভাবে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছে। সফল হয়নি। কিন্তু গর্ত ভালো ভাবে ভরাট করেনি। সেই অবৈধ নলকূপ স্থাপনের জন্য গর্তই কেড়ে নিল সাজিদের প্রাণ। মাত্র ৮ ইঞ্চি গর্ত। জমির মালিক সতর্ক হলেই শিশু সাজিদ অকালে মা বাবার কোল খালি করে চলে যেত না। সাজিদের মা দাবী তুলেছে জমির মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির। সাজিদের মায়ের দাবীর সাথে আমারাও একা্মত। জমির মালিকের শাস্তি চাই। সাজিদের মত আর কোন শিশু যেন অকাল্ব ঝরে না যায়। বরেন্দ্র এলাকার জমিতে এই ধরণের মৃত্যু ফাঁদ গর্ত গুলো ভরাট করে, দোষী জমির মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন প্রশাসন, এই দাবি জানিয়ে আজকের মত এখানেই বিদায়।আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। শুভ রাত্রি।
পোস্ট বিবরণঃ
শ্রেনী জেনারেল রাইটিং
পোস্ট তৈরি @selina75
তারিখ ১২ ডিসেম্বর, , ২০২৫ খ্রিস্টাব্দ।
লোকেশন ঢাকা,,বাংলাদেশ।
আমার পরিচয়ঃ
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 12 days ago

