ডাইঃ ক্লে দিয়ে বানানো পুলিপিঠা ।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল । ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে পুলিপিঠা বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো পিঠা গুলো। দেখতে একদম পুলিপিঠা । একেবারেই বাস্তবের মতো লাগছিল।বলে না দিলে কেই বুঝতেও পারবে না। এই পুলিপিঠা গুলো ক্লে দিয়ে বানানো। কুলিপিঠা গুলো বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি সাদা ও কালো রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ । কুলিপিঠা গুলো আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
প্রয়োজনীয় উপকরণ
১। সাদা ও কালো রং এর ক্লে
ক্লে দিয়ে পুলিপিঠা তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে কালো রং এর ক্লে দিয়ে বল বানিয়ে নিয়েছি। বানানো বলটি হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি ঠালা বানানোর জন্য।
ধাপ - ২
এবার কালো কলে চকন করে লম্বা করে নিয়েছি হাতের সাহায্যে। চিকন ক্লেটি চযাপ্টা করা ক্লের চারপাশে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এবং চারপাশটি হাত দিয়ে থালার শেপ করে নিয়েছি।
ধাপ - ৩
এবার সদা রং এর ক্লে দিয়ে বল বানিয়ে নিয়েছি।
ধাপ - ৪
সাদা বলটি চ্যাপ্টা করে রুটির মতো করে নিয়েছি।
ধাপ - ৫
দুভাঁজ করে নিয়েছি সাদা ক্লেটি। এবং দু'প্রান্ত জোড়া লাগিয়ে পুলিপিঠা র শেপ দিয়ে নিয়েছি। একইভাবে বেশ কয়েকতি বানিয়ে নিয়েছি।
উপস্থাপন
আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো পুলিপিঠা গুলো আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ বিকেল।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১৫ই ডিসেম্বর, ২০২৫ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |


















আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। ক্লে দিয়ে তৈরি করা পুলি পিঠাগুলো দেখে আমি সত্যিকারের পিঠে মনে করেছিলাম। শীতের দিনে এই পুলি পিঠাগুলো খাওয়ার মজাই আলাদা। আপনার আইডিয়া দেখে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ওয়াও আপনি তো ক্লে ব্যবহার করে দারুণ দারুণ পুলিপিঠা তৈরি করছেন।দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।