অরিগ্যামিঃক্রিসমাস ট্রির অরিগ্যামি বুক মার্ক তৈরি।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,শীতকাল। ২৫শে ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।তিন রং এর কাগজ।
২।লাল রং এর চুমকি
৩।গ্লু
৪।কাঁচি
ক্রিসমাস ট্রির অরিগ্যামি বুক মার্ক তৈরির ধাপ সমূহ
ধাপ-১
ভিন্ন ভিন্ন সাইজের তিন টুকরো কাগজ কেটে নিয়েছি অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এক টুকরো কাগজ প্রথমে আড়াআড়িভাবে উভয় পাশে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
কাগজের ভাঁজ খুলে যে পাশের আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি, উলটো পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে ভাঁজ করে নিয়েছি। একইভাবে কাগজের অন্য টুকরোগুলোও ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
ছবির মতো করে প্রতিটি কাগজ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
এবার গাম দিয়ে প্রতিটি কাগজ ক্রমনুসারে লাগিয়ে নিয়ে ক্রিসমাস ট্রির পাতা বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার ক্রিসমাস ট্রির ডাল বানানোর জন্য খয়েরি রং এর এক টুকরো কাগজ কেটে নিয়ে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৮
এবার বানানো ডালটি ক্রিসমাস ট্রির পাতার সাথে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৯
ক্রিসমাস ট্রিটিকে সুন্দর করার জন্য গাম দিয়ে কিছু চুমকি লাগিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেলো ক্রিসমাস ট্রির শেপে তৈরি বুক মার্কটি।
উপস্থাপনা
আশাকরি আজকে আমার বানানো ক্রিসমাস ট্রির শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| পোস্ট | অরিগ্যামি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Redmi Note 5A |
| তারিখ | ২৫শে ডিসেম্বর,২০২৫ইং |
| লোকেশন | ঢাকা। |


























https://x.com/selina_akh/status/2004242745280680229?s=20