রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ9 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। প্রতি সপ্তাহের ন্যায় আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় আজও একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে এসেছি। এই ফটোগ্রাফিগুলো করেছিলাম আমার বড় বোনের ছাঁদ বাগান থেকে। তাহলে বন্ধুরা, আসুন দেখে নেয়া যাক আমার আজকের ফটোগ্রাফি গুলো।

প্রথম ফটোগ্রাফি

phot6.jpg

আজকাল ছাঁদ বাগানে সকলেই চেস্টা করে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে।আর সেই সকল ফলের মধ্যে আমড়া অন্যতম। দেশী জাতের আমরা হওয়াতে এই সকলে আমড়া তেমন একটা বড় হয় না। তবে স্বাদ বেশ ভালো। আর এই আমড়াগুলো গাছে যখন থোকায় থোকায় ধরে থাকে দেখতে বেশ সুন্দর লাগে। আমড়ায় রয়েছে সি ভিটামিন যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।

দ্বিতীয় ফটোগ্রাফি

phot8.jpg

প্রতিটি ছাঁদ বাগানে জায়গা দখল করে আছে বিদেশী ফল ড্রাগন।পরিচিত ফল ড্রাগনের ফটোগ্রাফি এটি। ছাঁদ বাগান থেকে। গিয়ে দেখলাম বেশ কিছু সব্জি লাগিয়েছেন। সেই সাথে লাগিয়েছেন বিভিন্ন ধরনের শাক।তবে এবার গিয়ে দেখলাম বেশ বড় পরিসরে করেছেন ড্রাগন ফলের বাগান। অনেক ড্রাগন ধরেছে। আর বেশ মজা খেতে। এবার গিয়ে আমিও খেয়েছি এই ছাঁদ বাগানের ড্রাগন ফল।

তৃতীয় ফটোগ্রাফি

phot10.jpg

আর্টিফিশিয়াল লিলি ফুলের ফটোগ্রাফিটি করেছি স্কয়ার হাসপাতাল থেকে। আজকাল আর্টিফিশিয়াল বিভিন্ন ফুলগুলো দেখে বুঝার উপায় নেই যে এগুলো আর্টিফিশিয়াল। দেখতে একেবারে বাস্তবের মতো। বিভিন্ন অফিস ডেকোরেশনে এই সকল আর্টিফিশিয়াল ফুল ও পাতাবাহার বেশ জনপ্রিয়।

চতুর্থ ফটোগ্রাফি

phot3.jpg

এই সব্জিটি সবার পরিচিত ধুন্দল।সদ্য ধুন্দল এর কলি । বেশ সুন্দর লাগছিল দেখতে। তাইত ফটোগ্রাফি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বেশ মজা এই সব্জিটি। মাছ দিয়ে রান্না করলে খেতে যেমন মজা লাগে তেমনই সব্জি করলেও খেতে বেশ মজা লাগে।ধুন্দল স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ভিটামিন, খনিজ এবং ফাইবারের ভালো উৎস। ধুন্দল হৃদরোগ, ডায়াবেটিস এবং ওজন ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে।

পঞ্চম ফটোগ্রাফি

phot11.jpg

পুঁইশাক এর ফুল এর ফটোগ্রাফি এটি। হালকা বেগুনী ও সাদার মিশ্রণে ফুলটি দেখতে বেশ সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করা। পুইঁশাক হজম, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাইলস ও হেমোরয়েডের ঝুঁকি কমায়। এছাড়াও, পুঁইশাক ভিটামিন এ, সি ও বি সমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন রয়েছে।পুঁইশাকে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠনে বেশ কার্যকর।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৭ই ডিসেম্বর ,২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 8 days ago 

ওয়াও আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 7 days ago 

আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে কিন্তু আমার কাছে ভালো লাগলো। আপনি কিন্তু এমনিতে অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন। তবে প্রতিটা ফটোগ্রাফির সুন্দর বননা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।