ডাই পোস্টঃ ওষুধের স্ট্রিপ দিয়ে কানের দুল তৈরি।

in আমার বাংলা ব্লগ8 days ago

শুভেচ্ছা সবাইকে।

<div class"text-justify">কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শীতকাল । ৪ঠা জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

e15.jpg

e16.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ পুরাতন ওষুধের স্ত্রিপ ও কুন্দর দিয়ে বানানো ,একটি সুন্দর কানের দুল তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। এর আগেও আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের বিডস ব্যবহার করে বিভিন্ন ধরনের গহনা বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজই প্রথম আমি ওষুধের স্ট্রিপ ও কুন্দল দিয়ে গহনা বানিয়েছি। বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। বলে না দিলে কেউ বুঝতেই পাওরবে না এটা ওষুধের স্ট্রিপ দিয়ে বানানো। কানের টপটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন পুরাতন ওষুধের স্ট্রিপ সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক,কানের টপ বানানোর কৌশলটি। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

e7.jpg

e13.jpg

১। ওষুধের খালি স্ট্রিপ
২।সাদা কুন্দল
৩।গাম
৪।কানের টপ
৫।শপিং ব্যাগ এর টুকরো
৬।কাটার

ওষুধের স্ট্রিপ ও কুন্দল দিয়ে কানের টপ তৈরির ধাপ সমূহ

ধাপ-১

e4.jpg

প্রথমে ওষুধের স্ট্রিপ এর প্রলেপটি উঠিয়ে নিয়েছি।

ধাপ - ২

e5.jpg

e3.jpg

e2.jpg

e1.jpg

এবার ওষুধের স্ট্রিপ এর উপর গাম দিয়ে কুন্দলগুলো লাগিয়ে দিয়েছি। একইভাবে অন্য আরেকটি বানিয়ে নিয়েছি।

ধাপ - ৩

e14.jpg

এবার কাটার দিয়ে স্ট্রিপ এর অতিরিক্ত অংশটি কেটে নিয়েছি।ব্যাস তৈরি হয়ে গেলো কানর টপটি।

ধাপ - ৪

e13.jpg

e12.jpg

e11.jpg

e10.jpg

এবার এক টুকরো শপিং ব্যাগ কেটে নিয়েছি। শপিং ব্যাগ এর উপর গাম দিয়ে কানের টপটি লাগিয়ে দিয়েছি। এবং বার্তি শপিং ব্যাগ কেটে নিয়েছি।

ধাপ - ৫

e9.jpg

e8.jpg

e15.jpg

এবার গাম দিয়ে কানের টপএর বেজটি লাগিয়ে নিলেই তৈরি কানের টপটি।

উপস্থাপন

e17.jpg

e18.jpg

e19.jpg

<div class"text-justify">আশাকরি, আমার আজকে ওষুধের স্ট্রিপ দিয়ে বানানো কানের টপটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ বিকেল।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ৪ঠা জানুয়ারী, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png