ডাই পোস্টঃ পুরাতন কাঁচের বোতল দিয়ে ফুলদানি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৭ই চৈত্র, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ২১শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। যেহেতু সপ্তাহে একটি করে ডাই পোস্ট শেয়ার করার চেস্টা করি। তা্রই ধারাবাহিকতায় আজও একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। পুরাতন কোন কিছুকে নতুনভাবে সাজাতে আমার বেশ ভালো লাগে। তাই প্রায়ই পুরাতন জিনিস বা ফেলে দেয়া জিনিসকে নতুন রুপ দিয়ে ব্যবহার উপযোগী করে তুলি। তেমনই আজ একটি পুরাতন কাঁচের বোতলকে নতুন রুপ দিয়ে বানিয়ে নিলাম একটি সুন্দর ফুলদানি । আমি এই ফুলদানিটি বানাতে ক্লে ব্যবহার করেছি। আর ক্লে দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর লাগে। ফুলদানিটি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। আমিতো টেবিলে সাজিয়ে রেখেছি। আমি ফুলদামিটি বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি পুরাতন কাঁচের বোতল সহ আরো কিছু উপকরণ। চলুন দেখে নেয়া যাক ফুলদানি তৈরির ধাপসমূহ যা সবিস্তারে নিম্নে প্রদত্ত হলো।
১।পুরাতন কাঁচের বোতল
২।কালো পোস্টার রং
৩।বিভিন্ন রং এর ক্লে
৪।গ্লু
৫।ক্লে টুলস
৬।তুলি
কাঁচের বোতলকে ফুলদানি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে সম্পূর্ণ বোতলটিকে কালো পোস্টার রং দিয়ে রং করে নিয়েছি।
ধাপ-২
বোতলের রং শুকানোর পর সবুজ ক্লে চিকন করে ডাল বানিয়ে নিয়েছি। ডালগুলো গ্লু দিয়ে বোতলে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৩
হলুদ রং এর ক্লে দিয়ে কিছু ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার পাঁচটি করে পাপড়ি বোতলের গায়ে গ্লু দিয়ে লাগিয়ে ফুল বানিয়ে নিয়েছি। একইভাবে কয়েকটি ফুল বানিয়ে নিয়েছি।
ধাপ-৫
একইভাবে কমলা রং এর ক্লে দিয়েও কিছু ফুল বানিয়ে বোতলে গল্ল দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
সবুজ রং এর ক্লে দিয়ে কিছু পাতা বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার বানানো পাতাগুলো গ্লু দিয়ে ডালের সাথে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৮
এবার বোতলের মুখের কিছুটা অংশ ব্রাউন রং এর ক্লে লাগিয়ে নিয়েছি। এবং ক্লে টুলস দিয়ে ডিজাইন করে নিয়েছি।ব্যস তৈরি করে নিলাম বোতল দিয়ে ্ফুলদানি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে্ পুরাতন কাঁচের বোতল দিয়ে তৈরি ফুলদানিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| পোস্ট | ডাই |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Samsung A-10 |
| তারিখ | ২১শে মার্চ, ২০২৫ইং |
| লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।






















একেই বলে ক্রিটিভিটি বা সৃজনশীলতা। আপনি কত সুন্দর ভাবে পুরাতন কাঁচের বোতল দিয়ে ফুলদানি তৈরি শেয়ার করেছেন। আপনার এই কর্মটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
চেস্টা করে যাচ্ছি নিজের সর্বোচ্চ দিয়ে । ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু আপনি তো একদম তাক লাগিয়ে দিলেন। দারুন একটা ফেলনা জিনিস কেউ কাজে লাগিয়ে খুব সুন্দর একটি ফুলদানি তৈরি করে নিলেন। আসলে এরকম পুরনো কাচের বোতলগুলো রং করলে যেমন সুন্দর লাগে তেমনি এটা দিয়ে কোন ডাই প্রজেক্ট করলেও ভালো লাগে। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে ফুল তৈরি করে রেখেছেন যেটা দেখে ভীষণ ভালো লাগছে।
আমার বাংলা ব্লগ এ যুক্ত হবার পর, ফেলনা জিনিসকেও নতুন করা সাজিয়ে ব্যবহার উপযোগি করার চেস্টা করছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
link:
https://x.com/selina_akh/status/1902956917745713327
https://x.com/selina_akh/status/1903076437491585273
পুরাতন কাঁচের বোতল দিয়ে ফুলদানি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পুরাতন জিনিস ব্যবহার করে এই ধরনের নতুন জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরকে সুন্দরভাবে সাজানো যায়।
আমিও সাজিয়ে রেখেছি ভাইয়া। দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।
আপু আজকে আপনি পুরনো কাচের বোতল দিয়ে অনেক চমৎকার ফুলদানি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের ইউনিক আইডিয়াগুলো দিয়ে কিছু তৈরি করতে পারলে ভীষণ ভালো লাগে। ফুল গুলো দেখে ভেবেছিলাম হয়তো অরিজিনাল পরে বুঝতে পারলাম এগুলো করলে দিয়ে তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ক্লের কাজ দেখতে অনেকটা বাস্তবের মতো হয় যথাযথভাবে বানালে। ধন্যবাদ ভাইয়া।
https://x.com/selina_akh/status/1903098416680653260
আপনি অনেক সুন্দর ফুলদানি তৈরি করেছেন। আপনার চমৎকার এ ফুলদানি তৈরি করতে দেখে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমি মনে করি কিছু কিছু জিনিস রয়েছে ফেলে না দিয়ে সেগুলোকে রঙিনভাবে সাজিয়ে তোলা এবং সেটা ব্যবহারের উপযোগ করে তোলা আমাদের দায়িত্ব।
অনেক ধন্যবাদ আপু।
আপু, পুরাতন কাঁচের বোতল দিয়ে ফুলদানি তৈরি করার আইডিয়া সত্যিই অসাধারণ । আপনার হাতে করা কাজ দেখে আমি মুগ্ধ। পুরাতন জিনিস ব্যবহার করে নতুন কিছু তৈরি করা শুধু সৃজনশীলতা নয়, বরং ঘরের সৌন্দর্য বাড়ানোর এক অনন্য উপায়। এমন শিল্পকর্ম ঘরের পরিবেশকে আরও রুচিশীল এবং আকর্ষণীয় করে তোলে। আপনার শেয়ার করা এই আইডিয়া অনেকেই অনুসরণ করতে পারবেন।
ধন্যবাদ আপু।
পুরাতন বোতল দিয়ে যদি দারুণ ফুলদানি তৈরি করা যায় তাহলে তো খুব ভালো। এই ধরনের পুরাতন জিনিসগুলো ফেলে না দিয়ে যদি বিভিন্ন ধরনের মডিফাই করে খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো তৈরি করা যায় তাহলে খুব ভালো। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ফুলদানি তৈরি করলেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে।
পুরাতন জিনিসকে নতুভাবে সাজালে দেখতে বেশ সুন্দর লাগে।