রেসিপিঃ অরবড়ই এর মোরব্বা ্তৈরি।

in আমার বাংলা ব্লগ20 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল। ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

w-16.jpg

w-17.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ একটি মোরব্বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর তা তা হলো অর বড়ই এর মোরব্বা। প্রথম বানিয়েছি এই মোরব্বা তবে খেতে বেশ অন্য রকম। সেই সাথে বেশ মজাও। অর বড়ই এ রয়েছে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ করে। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রনেও বেশ কার্যকর এই ফল। রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি অরবড়ই সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা, তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,মোরব্বা তৈরির রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

w-1.jpg

w-2.jpg

r35.jpg

অরবড়ই
চিনি
চুন
তেজপাতা,এলাচ, দারুচিনি

অর বড়ই এর মোরব্বা তৈরির রেসিপি

ধাপ - ১

w-1.jpg

প্রথমে অর বড়ইগুলো পরিস্কার করে বেছে ধুয়ে নিয়েছি।

ধাপ - ২

w-3.jpg

w-4.jpg

কাটা চামচ দিয়ে অর বড়ইগুলো ক্যাচিয়েনিয়েছি।

ধাপ - ৩

w-5.jpg

w-6.jpg

পানিতে কিছুটা পরিমাণ চুন ভালোভাবে গুলে নিয়েছি। চুন গুলানো পানিতে ক্যাচানো অর বড়ইগুলো ৬ ঘন্টা ভিজিয়ে রেখেছি।

ধাপ - ৪

w-7.jpg

অর বড়ইগুলো চুনের পানি থেকে তুলে পরিস্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ-৫

w18.jpg

পরিমাণ মতো পানি দিয়ে অড় বড়ইগুলো সিদ্ধ করে নিয়েছি।

ধাপ-৬

w-8.jpg

w-9.jpg

w-12.jpg

অর বড়ইগুলো সিদ্ধ হয়ে এলে ছেঁকে নিয়েছি। এরপর তাতে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সুগন্ধির জন্য একটা তেজপাতা,দু'টো এলাচ ও এক টুকরো দারুচিনি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষন জ্বাল দেয়ার পর যখন চিনির সিরা আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো অর বড়ই এর মোরব্বা।

উপস্থাপন

w-13.jpg

w-14.jpg

w-15.jpg

আশাকরি, আজকে তৈরি করা অরবরই এর মোরব্বা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাRedmi Note-5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ৬ই ডিসেম্বর, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 19 days ago 

সাইফক্সকে বেনিফিশিয়ারী দেয়া হয় নাই এই পোষ্টে, যত্নশীল হওয়ার অনুরোধ করা হলো।