ডাই পোস্টঃ পুরাতন পুথির ব্রেসলেট দিয়ে এক জোড়া কানের দুল তৈরি।

in আমার বাংলা ব্লগlast month

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ শীতকাল । ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d13.jpg

d15.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি পুরাতন ব্রেসলেট দিয়ে এক জোড়া কানের দুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ব্রেসলেটটি নস্ট হয়ে গিয়েছিল। তাই ব্যবহার করা সম্ভব হচ্ছি না। কিন্তু ব্রেসলেট এর পুথিগুলো বেশ ভালই ছিল। তাই ফেলে দিতে ইচ্ছে করেনি। আমি যেহেতু গহনা বানাতে পারি তাই ভাবলাম এক জোড়া কানের দুল বানাই এই ব্রেসলেট এর পুথিগুলো ব্যবহার করে। সেই চিন্তা থেকেই আজ কানের দুলের জোড়াটি বানালাম। আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার বেশ পছন্দ হয়েছে কানের দুলটি বানানোর পর। আর পুরাতন জিনিস ফেলে না দিয়ে কোন কিছু বানাতে আমার বেশ ভাল লাগে। কানের দুলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি পুরাতন পুথির ব্রেসলেট ও হেডপিন সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক কানের দুল বানানোর ধাপগুলো।

প্রয়োজনীয় উপকরণ

d1.jpg

d2.jpg

d6.jpg

১।পুরাতন পুথির ব্রেসলেট
২।কাটার
৩।নোস প্লায়ার
৪।হেড পিন
৫।বর্শিহুক

পুরাতন ব্রেসলেট দিয়ে কানের দুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d3.jpg

d4.jpg

প্রথমে কাটার দিয়ে পুরাতন ব্রেসলেট এর সুতা কেটে পুথিগুলো ছাড়িয়ে নিয়েছি। কানের দুল বানানোর জন্য আমি ব্রেসলেট এর বড় পুথি ও ছোট কাল পুথি ব্যবহার করবো।

ধাপ - ২

d7.jpg

একটি হেডপিনে প্রথমে কালো ছোট পুথিটি ঢুকিয়ে নিয়েছি।

ধাপ - ৩

d8.jpg

কালো পুথির পর বড় ব্রাউন পুথিটি ও সব শেষে ছোট কালো পুথিটি ঢুকিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d9.jpg

এবার নোস প্লায়ার দিয়ে বার্তি হেডপিনের অংশটি দিয়ে একটি লুপ বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d10.jpg

d11.jpg

সবশেষে বর্শি হুকের লুপটি ফাঁক করে তাতে পুথির লুপটি ঢুকিয়ে দিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম একটি সুন্দর কানের দুল। একইভাবে আরেকটি বানিয়ে নিয়েছি।

উপস্থাপন

d12.jpg

d17.jpg

d13.jpg

আশাকরি আমার আজকে পুরাতন পুথির ব্রেসলেট দিয়ে বানানো কানের দুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৯ শে নভেম্বর ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png