☆꧁:" 🥲দুঃখিনি মাকে নিয়ে আমার✍🏻 লেখা গানের ভিডিও🥲 ꧂☆

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালে আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।


IMG_20230109_142039.jpg


বন্ধুরা আজ অনেকদিন পর নিজের লেখা গান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই জানি মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউই হতে পারে না। এবং মায়ের এক ফোঁটা দুধের দাম এ জীবনে কোনদিন কেউ শোধ করতে পারেনি পারবেনা। যে মা নয় মাস দশ দিন গর্ভে ধারণ করে, অসহ্য প্রসব যন্ত্রণায় ছটফট করে, নিজের জীবন বাজি রেখে এই পৃথিবীর বুকে সন্তানদের আলো বাতাস দেখান। সেই মাকে যে কুলাঙ্গার সন্তানেরা, অবহেলা করে অবজ্ঞা করে অপমান করে, আমি সেই সমস্ত সন্তানদের প্রতি ধিক্কার জানাতে চাই। সন্তানেরা ছোটবেলায় কত রকমের অন্যায় করে অত্যাচার করেঅন্যায় আবদার করে, মায়েরা কিন্তু সেই সব আবদার, অত্যাচার নিরবে সহ্য করে। সন্তানদের রীতিমতো খাওয়ার পরে অবশিষ্ট টুকু মা খেয়ে থাকেন। কোন কারনে যদি খাবারে কম পড়ে যায়, তবে মায়েরা খুবই চমৎকার করে অভিনয় করে বলে আমার খিদে নেই। তবুও সন্তানদের বুঝতে দেন না। মায়েরা সবসময় সন্তানদের জন্য আপডেট জিনিস গুলো নেয়ার চেষ্টা করে। ভালো খাওয়ানোর পরানোর চেষ্টা করে। অথচ সেই সন্তানেরা যখন বড় হয়ে যায়। ভালো আয় করতে পারে। বিয়ে করে ঠিক সেই সময় মা হয়ে যায় পর। মায়ের ছোট ছোট কথাগুলো তারা সহ্য করতে পারে না। মায়ের সাথে অভিমান করে কথা বলেন না।কিছু কিছু সন্তানেরা আছেন, নিজের বউ বাচ্চা নিয়ে আলাদা পরিবারে থাকেন মাকে ভুলে, মায়ের কখন কি প্রয়োজন তারা একবারও খোঁজ খবর নেয়ার প্রয়োজন মনে করেন না। অনেক সন্তানেরা বড় হয়ে যাওয়ার পর মায়ের সাথে কোন বিষয়ে পরামর্শ করতে চান না। মনে করেন মায়েরা ব্যাকডেটেড। মহান আল্লাহ তায়ালার কাছে এই ধরনের সন্তানদের জন্য হেদায়েত কামনা করছি। কিছু কিছু কুলাঙ্গার আছে মায়েদের মুখে মুখে কথা বলে উচ্চস্বরে। বাবা-মায়ের গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না। সেই সমস্ত বেয়াদব সন্তানদের উদ্দেশ্যে আমার লেখা একটি গান আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। অনুরোধ করবো সবাই মিলে গানটি শোনার জন্য। গানটিতে মানবতার অনেক মেসেজ দেয়া আছে। গানটি শুনেও যদি কারো উপলব্ধি এতটুকু সক্রিয় হয়, তবেই আমার সার্থকতা। এই গানটি প্রথম যেদিন লিখেছি সেদিন আমার এক কবি বন্ধু আলমগীর কবির হৃদয় তার সাথে শেয়ার করেছিলাম। সে আমাকে অনেক উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছে। গানের কথাগুলোর জন্য।এবং নিজেই আগ্রহ দেখিয়ে আমার গানটি নিয়ে তারি এলাকা পাবনা জেলা শহরের জনপ্রিয় কন্ঠশিল্পী ও মিউজিসিয়ান হালিম বয়াতিকে দিয়ে গানটির সুর করে গাওয়ানোর পর আমাকে জাস্ট সারপ্রাইজ দিয়েছেন।কবি বন্ধু আলমগীর কবি হৃদয়ের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।সেই সাথে জনপ্রিয় কন্ঠ শিল্পী হালিম বয়াতির প্রতিও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

♥☆꧁::.:দুঃখিনী মায়ের গান꧂☆♥

গানের কথাঃ সেলিনা সাথী
সুর ও কণ্ঠঃ হালিম বয়াতি

ভিডিও লিংক

ছেলের বাড়ি মস্তবড়
আলোয় ঝলমল,,
আঁধার ঘরে মায়ের চোখে
অশ্রু টলমল।
কষ্ট জমে বুকের ভিতর
ঝরছে চোখের জল,,

কত আদর যত্নে গড়া
সোনা যাদু মনি,
সাত রাজার ধন মানিক রতন
ছেলে হীরার খনি।
সেই ছেলে'ই মাকে ভুলে
গড়ছে রাজমহল-
বউ ছেলে মেয়ে নিয়ে সেথায়
করছে কোলাহল।
আঁধার ঘরে মায়ের চোখে
অশ্রু টলমল।

মায়ের জন্য জোটে না তার
একটি কানা করি,
ভালো-মন্দ পায়না খেতে
আহা মরি মরি,,
তালি দেয়া বিছানা চাদর
ভাঙ্গা ছাদের তল,,
ইচ্ছে গুলো মনের মাঝে
করে ছলছল
আঁধার ঘরে মায়ের চোখে
অশ্রু টলমল।

,

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

জনম দুখিনী মাকে নিয়ে লেখা আপনার এই গানটি নিঃসন্দেহে অসাধারণ হয়েছে। তবে আপনার এই ভিডিওতে আমাদের মায়েদের প্রতি সন্তানের বিভিন্ন ধরনের অবজ্ঞার ভিডিও গুলো দেখে সত্যিই মনটা আমার খুবই খারাপ হয়ে গেল। আমাদের সকলের উচিত আমাদের জন্মদাতা মাকে সব সময় সকলের ঊর্ধ্বে রাখা। আমাদের মাকে যথার্থভাবে সম্মান করা ও সেবা-যত্ন করা আমাদের একান্তই দায়িত্ব ও কর্তব্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনার সাথে সহমত পোষণ করছি আমাদের সকলের উচিত আমাদের জন্মদাতা পিতা মাতা কি যথাযথ সম্মান পরিদর্শন করা।এবং আমরা ছোটবেলার থেকে যেভাবে মায়েরা আমাদেরকে আগলে রেখেছিল তার আঁচলে।ঠিক সেভাবেই বৃদ্ধ বয়সে বাবা-মায়েদের কে আগলে রাখা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য।♥♥

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দুখিনী মাকে নিয়ে একটি লেখা গান ও তার ভিডিও। আসলে আপু গানটি বেশ দুঃখের একটি গান। একদম ঠিক আপু একজন মা তার ছেলেকে বেশ আদর যত্নে অনেক বড় করে তুলে। ধন্যবাদ এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে পৃথিবীতে মায়ের ঋণ কোনদিন কখনোই কোনোভাবেই শোধ করা যাবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত মায়ের যথাযথ সম্মান দেয়া।
♥♥

 2 years ago 

ছেলের বাড়ি মস্তবড়
আলোয় ঝলমল,,
আঁধার ঘরে মায়ের চোখে
অশ্রু টলমল।
কষ্ট জমে বুকের ভিতর
ঝরছে চোখের জল,,

চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। দুঃখিনি মাকে নিয়ে আপনার লেখা গানটি সত্যি অসাধারণ হয়েছে। গানের ভিডিওটি দেখে চোখ দিয়ে পানি চলে আসলো। আমাদের সকলেরই মা বাবার যত্ন নিতে হবে। পৃথিবীর সকল মায়ের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। ভালো থাকুক সব সময়ই এই কামনাই করি।

 2 years ago 

বাস্তব ভিত্তিক এই গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।আসুন আমরা সকলেই আমাদের পিতা-মাতাকে যথাযথ সম্মান প্রদর্শন করি।
♥♥

 2 years ago 

এত সুন্দর লেখা সত্যি বর্তমান প্রেক্ষাপটের অহংকার, কুৎসিত অন্ধকার থেকে বের হয়ে আসার উওম দিকনির্দেশনা।

 2 years ago 

আসলে সমাজ পরিবর্তনের জন্য আমরা যে, যে অবস্থানে আছি, সেখান থেকেই আমাদের প্রতিবাদ করতে হবে। এবং প্রতিরোধ করে তুলতে হবে। এটাই হচ্ছে মুখ্য বিষয়। অনেক অনেক শুভকামনা তোমার জন্য♥♥

 2 years ago 

অসাধারণ

 2 years ago 

বাহ অসাধারণ আপু গানটি শোনতে বেশ ভালো লাগলো। আপনি অনেক মূল্যবান কিছু কথা লিখেছেন আসলে প্রত্যেক কথা বাস্তব প্রেক্ষাপটে। আমাদের সমাজে যেগুলো হচ্ছে সেই কথাগুলো আপনি তুলে ধরেছেন। আপনার গানটি আমার অনেক ভালো লেগেছে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে আমি বাস্তব ভিত্তিক লেখার'ই চেষ্টা করি। বর্তমান সমাজের চোখ রাখলেই যে যে বিষয়গুলো আমার হৃদয়ে দাগ কাটে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, আমার লেখার মাধ্যমে। ♥♥

 2 years ago 

আপনার লেখা প্রতিটি কথাই বাস্তব।আসলেই বর্তমানে এইসব অহরহ ঘটে চলেছে।মায়ের ঋন কখনো শোধ করা যায় না।আপনার লেখা গানটি হালিম বয়াতি খুব সুন্দর করে গেয়েছেন।গানের কথাগুলি সত্যিই ভালো ছিল যেটা আমার কাছে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।অনেক অনেক শুভকামনা।♥♥

 2 years ago 

আপনার গানটি একদম বাস্তবধর্মী আসলে এরকম বাস্তব চিত্র নিয়ে গান লেখা অনেক কঠিন আর এই কঠিন কাজটি আপনি অনেক সহজ ভাবে সুন্দরভাবে সম্পন্ন করেছেন এজন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন এরকম বাস্তববাদী গান লেখা অনেক কঠিন কাজ। হৃদয় স্পর্শী এই গানগুলো জীবনের কথা বলে বাস্তবতার কথা বলে।সমাজ পরিবর্তনের জন্য কথা বলে।♥♥

 2 years ago 

অসাধারণ লেখা হয়েছে আপু