꧁::. সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻"কাব্যে বলে যাই:"꧂☆
☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆
꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻কাব্যে বলে যাই:꧂
বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।
প্রিয় কবিতা প্রেমী বন্ধুদের জন্য আবারও একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম। আমার বাংলা ব্লগ পরিবারে খুবই চমৎকার প্রেমময় রোমান্টিক একটি কবিতা। প্রেমিক প্রেমিকা কিংবা হাজব্যান্ড ওয়াইফ এর চিরন্তন ভালবাসার চাওয়া পাওয়ার আকুতিগুলো ফুটে উঠেছে এই কবিতায়। যখন স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকারা এই কবিতাটি পড়বে
তখন তাদের চাওয়া পাওয়ার সাথে কবিতাটি কমন পড়ে যাবে। কেউ যদি মনে করে তার অন্তর্যামীর সাথে তার আত্মার সম্পর্কটি যেমন হবে এই কবিতাটায় ঠিক তেমনটি ফুটে উঠেছে। অর্থাৎ কবিতাটি পড়ে যে যেমন ভাববে তেমনটাই মনে হবে তার কাছে।খুবই চমৎকার প্রেমময় একটি কাব্য।খুবই সহজ সরল ও মধুরতায় ভরা কাব্যের কথা গুলো। আমি নিজেও যখন লিখছিলাম তখন সত্যিই আমার মনটা ভরে উঠেছিল।এবং কবিতার প্রত্যেকটা শব্দ যেন যথার্থ অর্থবহুল।আশা করি কবিতাটি সকলের কাছে সমাদৃত হবে। পাঠক মহলে মুগ্ধতা ছড়াবে কবিতার লাইনগুলো।শ্রুতি মধুর এই কবিতাটি সকলকে পড়ার আহ্বান জানিয়ে শুরু করছি। কবিতার শিরোনাম "কাব্যে বলে যাই" কবিতার নামটাতেই চমক রয়েছে। আশা করছি সকলে মনোযোগ সহকারে কবিতাটি পড়ে সুন্দর মতামত কিংবা উৎসাহ অনুপ্রাণিত করতে ভুলবেন না।কারণ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কবিতা লেখার অনুপ্রেরণা যোগায়।
"কাব্যে বলে যাই"
🥀সেলিনা সাথী🥀
মন আকাশে সারাটি দিন
করে ছিলে খেলা,
তোমায় ভেবে আনমনে আজ
কেটে ছিল বেলা।
মায়ায় ভরা মুখটি তোমার
চোখে শুধু ভাসে,
এই হৃদয়ে ফুলের কলি
ফোটাও বারো মাসে।
কেমন করে এত আপন
কি করে যে হলে,
মন মাঝারে সারাটিক্ষন
থাকো তুমি জ্বলে।
জ্যোৎস্না রাতের আলো তুমি
তুমি পথের দিশা,
তুমি আমার স্বর্গ সুখের
চিরদিনের ভিসা।
এপার ওপার দুই পারেতে
শুধু তোমায় চাই,
প্রাণের চেয়ে প্রিয় তুমি
কাব্যে বলে যাই।
তুমি ছাড়া কোন কিছুই
ভাবতে পারি না,
তোমার মাঝেই খুঁজে পাই
আমার ঠিকানা।
.................................
৮ জুলাই ২০২৩
সময় রাত ১২:২৪
কবিতা কুটির, নীলফামারী।
বন্ধুরা আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আর আপনাদের ভালোলাগাই আমার পরম পাওয়া।একরাশ মুগ্ধতা জানিয়ে আজকের মত এখানেই ইতি টানছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সব সময়।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: স্বরচিত কবিতা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......




কবি কিংবা লেখকরা পাঠকের হৃদয় বুঝতে পারে। তাই তো সবসময় হৃদয়ের কথা লেখার চেষ্টা করে। তেমনি আপনার কবিতা পড়েও সবার কাছে ভালো লাগে। আপু আপনি দারুন কবিতা লিখেন। আপনার লেখা কবিতা গুলো সত্যি চমৎকার হয়। আজকের কবিতার লাইন গুলো দারুন হয়েছে আপু।
একদম ঠিক বলেছেন আপু কবি এবং সাহিত্যিকরা অন্যের হৃদয় বুঝেই লিখে থাকেন কখনো কখনো। এমনকি নিজের জীবন নিয়ে লিখলেও অনেকের সাথে মিলে যায়।এটা একটা দারুণ ব্যাপার।♥♥
আপু ঠিকই বলেছেন আপনার প্রেমময়ী কবিতার প্রেমে তো পড়েই গেলাম। কি দারুন ছন্দের মিলন ঘটিয়েছেন আপনি কবিতাটির। আমার তো সম্পূর্ণ কবিতাটি পড়ে মনে হচ্ছে এটা মনে হয় আমার জন্যই লিখেছেন। সত্যি কি তাই। প্রতিটি কথা আর শব্দ যেন হৃদয়ের কথা বলছে আপু। কি করে আপনি এত সুন্দর করে আমাদের হৃদয়ের কথা গুলো লিখে দিলেন কবিতার মাঝে। সত্যি জিনিয়াস আপু।
আপু আমার প্রেমময় কবিতার প্রেমে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ♥♥