☆꧁সিয়ামের দেয়া ঈদ উপহার꧂☆



আসসালামু আলাইকুম/আদাব

IMG_20240507_210747.jpg

IMG-20240410-WA0026~4.jpg



☆꧁সিয়ামের দেয়া ঈদ উপহার꧂☆


❤️✍️❤️

বন্ধুরা সুন্দর, সতেজ, স্নিগ্ধ লাল গোলাপের শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

IMG20240507171049.jpg


বন্ধুরা - টাইটেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বিষয় নিয়ে ব্লগ লিখতে যাচ্ছি। এবার ঈদে সিয়ামের দেয়া ঈদ উপহার পেয়ে এত বেশি আপ্লুত হয়েছিলাম যে, সেই অনুভূতিটুকু আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবার ঈদে আমার আয় করা টাকা দিয়ে তেমন কোন খরচ হয়নি।
আমাদের বাসায় যাবতীয় খরচ এবং আত্মীয়স্বজনের জন্য যা কিছু উপহার দেয়ার সব সিয়াম দিয়েছে।
আমার জন্য বেশ কিছু উপহার কিনে দিয়েছে তার মধ্যে অন্যতম একটি উপহার আজ আপনাদের সামনে তুলে ধরছি।
Bay শোরুম থেকে কিনে দেয়া এই ভ্যানিটি ব্যাগটি এতটাই নরম কোমল এবং আরামদায়ক।
হাতে নিলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে।
ছেলের দেয়া এই ভ্যানিটি ব্যাগটি আজ বের করলাম।আগামীকাল সকালে পাবনা যাব বলে। পরশুদিন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আর সে জন্যই ভাবলাম সিয়ামের দেয়া উপহারের এই ব্যাগটি সাথে নিয়ে যাই। ছেলেদের উপহার বুঝতে পারছেন অনুভূতিটা একটু ভিন্ন রকমেরই হবে। এটা বলতেই হয় যে আমি অনেক ভাগ্যবতী। এখনই আমার ছেলে আমার জন্য যা যা করছে তা আসলেই মনে রাখার মত। এবার ঈদে ও আমাকে অনেকগুলো উপহার দিয়েছে। এবং বারবার জিজ্ঞেস করেছে আরো কি কি লাগবে। আমার ছেলে যখন আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমার কি কি লাগবে তখন অন্যান্য অনেক মায়ের কথা মনে পড়ছিল আমার।
অনেক সন্তানেরা তাদের বাবা মা এদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। বাসায় জায়গা দেয় না খেতে দেয় না। এরকম অসংখ্য মা-বাবাকে দেখেছি।

IMG_20240507_210747.jpg

মনে মনে দোয়া করছি আল্লাহ যেন সিয়ামের মত সন্তান সকলের ঘরে ঘরে দেন। আসলে সন্তান অনেকগুলি লাগে না মানুষের মত মানুষ হলে একটি অথবা দুটি সন্তানের যথেষ্ট। যদি তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করা যায়। আমি সব সময় চেষ্টা করেছি, ওদের দুই ভাইকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা এখনো প্রচেষ্টা অব্যাহত রয়েছে।প্রত্যেক বাবা-মার প্রতি আমার আকুল আবেদন থাকবে তারা যেন তাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করে, তাদের সাথে পজেটিভ মেন্টালিটি নিয়ে, বন্ধুর মত মিশতে পারলে ইনশাআল্লাহ আপনাদের সন্তান ভালো হবে। অর্থাৎ সন্তানদেরকে বোঝার জন্য মানসিকতা তৈরি করতে হবে আমাদের বাবা মা দেরকে।

IMG-20240410-WA0028~5.jpg

Bay শোরুম থেকে যখন আমাকে ও ব্যাগটি কিনে দিয়েছিল, তখন আমি কোন ভাবেই এই ব্যাগটি নিতে চাইনি। কারন তুলনামূলকভাবে ব্যাগটির দাম একটু বেশি ছিল। আর এমনিতেও অনেক টাকা খরচ করেছিল এবার ঈদে। সে কারণেই বেশ মায়া হচ্ছিল তাছাড়া আমার ভ্যানিটি ব্যাগ আছে অনেক। শেষ পর্যন্ত ওকে মানানো গেল না ও ব্যক্তি আমাকে কিনে দেবেই দেবে। যাই হোক ছেলের দেয়া উপহারটি পেয়ে হাসিমুখে দোকান থেকে বের হয়ে আসলাম। আর ওই শোরুম থেকে সিয়ামের জন্য আগেই আমি একটি জুতা কিনেছিলাম। ছেলেদের উপহার পেয়ে চমৎকার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগলো।

IMG_20240507_190338.jpg

আপনারা সবাই আমার ছেলে দুটোর জন্য দোয়া করবেন। ওরা যেন ভালো মানুষ হয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে। আমাদের এই বন্ধনটা যেন বন্ধনে বন্ধন হয়ে আবদ্ধ থাকতে পারে। পরিশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: অনুভূতি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

বরাবপ্রের মতো বেশ গুছিয়ে আপনার ম এর অনুভূতি প্রকাশ করেছেন আপু। আসলেই সন্তানদের মানুষের মতো মানুষ করার মতো গর্বের যেন আর কিছু নেই। মা হিসেবে আপনি যথেষ্ট স্বার্থক আপু। আমি তো সামনা সামনি কিছু সময়ের জন্যও আপনার ছেলেদের সাথে আপনার সম্পর্ক কেমন, তা দেখেছি, তাই হলপ করেই কথাটা বলতে পারলাম। আপনার এবং আপনার ছেলেদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার পক্ষ থেকে। আপনারা মিলে মিশে আরো ভালো থাকু ন।

 21 days ago 

ঠিক বলেছ তুমি আমার দুটি ছেলে অনেক ভালো।

 25 days ago 

এবার ঈদে সিয়াম ভাইয়ের কাছ থেকে পরিবারের সবাই বেশ দারুন কিছু উপহার দিয়েছিলেন অনেক আগেই জানতে পেরেছিলাম আপু। সিয়াম ভাই আপনাকে Bay শোরুম থেকে একটি ভ্যানিটি ব্যাগটি কিনে দিয়েছিল জেনে বেশ ভালো লাগলো। সত্যি ব্যাগটি দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। ছেলের টাকা খরচ হয়েছিল বলে আপনার বেশ মায়া লেগেছিল জানতে পারলাম পোস্টের মাধ্যমে। বেশ দারুণভাবে আপনি আপনার অনুভূতি পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 21 days ago 

ব্যাগ টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল।

 24 days ago 

আপু আপনি সত্যিই অনেক ভাগ্যবতী। কারণ এত ভালো দুটো ছেলে পেয়েছেন। মায়ের প্রতি তাদের ভালোবাসা দেখে সত্যিই অনেক ভালো লাগে। ভ্যানিটি ব্যাগটি আমার কাছেও বেশ ভালো লেগেছে। যাইহোক আপু আপনি পাবনা যাবেন আর এরপর কলকাতায় যাবেন জেনে ভালো লাগলো। কলকাতা সফর আনন্দের হোক এই প্রত্যাশাই করি।

 21 days ago 

এই আনন্দগুলো ভাষায় প্রকাশ করার মতো নয় আমি অনেক খুশি হয়েছিলাম।।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56