৫০ স্টিম পাওয়ার আপ
আজ আমি অনেক খুশি, কারন আমার ১২০০০+ এসপি হয়েছে। নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য নিজের পাওয়ার আপ করা জরুরী। এই কথাটি বিশ্বাস করেই প্রতি সপ্তাহে ৫০ স্টিম করে পাওয়ার আপ করে যাচ্ছি। আজ ৫০ স্টিম পাওয়ার আপ করবো। এই সিজনের টার্গেট আমার বারো হাজার স্টিম পাওয়ার, ইতিমধ্যে আমি আমার টার্গেট পূরন করতে পেরেছি। তাই আমি আরো ৩০০০ টার্গেট বৃদ্ধি করলাম। তাহলে মোট হলো ১৫০০০ এস পি। এই ডিসেম্বর সিজন ৪ এর পাওয়ার আপ প্রতিযোগিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে করছি। এভাবে নিয়মিত পাওয়ার আপের মাধ্যমে আমি আমার অবস্থানকে আরো শক্তিশালী করতে এই ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তাই সমস্বরে বলতে চাই
নিয়মিত পাওয়ার আপ করি
সক্ষমতা বৃদ্ধি করি
আমরা জানি ইতিমধ্যেই টার্গেট ডিসেম্বরে সিজন ৪ চালু হয়ে গেছে। আজ আমি আমার নতুন টার্গেট সেট করতে চাই।। আমি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১৫০০০ স্টিম পাওয়ার বানাতে ইচ্ছুক । ইতিমধ্যে আমি ১২০০০+ এসপি করতে সক্ষম হয়েছি। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করতে না পারলেও ধীরে ধীরে আমার টার্গেটে পৌঁছে যাব ইনশাআল্লাহ।
এসপ্তাহে আমার ওয়ালেটে ১২৬১৬ স্টিম পাওয়ার ছিল। আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।
বর্তমানে আমার ওয়ালেটে ১২৬৬৬ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
নিজের আইডিকে শক্তিশালী করে তোলার এক অন্যতম মাধ্যম পাওয়ার আপ।এই পাওয়ার আপ করে একান্তভাবে নিজেকে এগিয়ে যাওয়া সম্ভব।আশা করছি সব সময় এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক অনেক শুভকামনা রইল।
আজকের প্রমোশন, ডান।
আপনি তো দেখছি বেশ ভালো এমাউন্টের পাওয়ার আপ করেছেন। আপনি ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১২,৬৬৬+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
পাওয়ার আপ মানে দারুন কিছু।
আপনি দেখছি বেশ ভালো এমাউন্টের স্টিম পাওয়ার আপ করেছেন। দেখতে দেখতে বেশ ভালো স্টিম পাওয়ার অর্জন করে ফেললেন। এভাবেই এগিয়ে যেতে থাকুন। দোয়া রইল।
তৃতীয় ডলফিন হওয়ার উদ্দেশ্যে প্রতি সপ্তাহেই দেখছি ৫০ স্টিম করে পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করে চলেছেন আশা করি খুব দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ইনশাল্লাহ এগিয়ে যান আপু শুভকামনা রইল।
আজকে আপনি অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন। আপনার ৫০ স্টিম পাওয়ার আপ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক বড় এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করেছেন আপনি। সব সময় পাওয়ার আপ করতে থাকলে, নিজের স্টিম পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন। আর এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করতে থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পাওয়ার আপ করে নিজের প্রোফাইলকে শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে অভিনন্দন রইল। তোমার পরিকল্পনামাফিক পা ফেলা তোমাকে একদিন অনেক উপরে নিয়ে চলে যাবে। ধীরে ধীরে এগিয়ে যাও নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে।
৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো আপু। সক্ষমতা বৃদ্ধি করা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনিও আপনার ক্ষমতা বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছেন এটা দেখে অনেক ভালো লাগলো।
আপু আপনি দেখে প্রতি সপ্তাহে এখন ৫০ স্টিম করে পাওয়ার আপ করেন। দীর্ঘমেয়াদি কাজ করতে হলে আমাদের সবার পাওয়ার আপ করা দরকার। আপনি আপনার আগের টার্গেট পূরণ করে আবার নতুন ৩০০০ এসপি পাওয়ার আপ করা টার্গেট করেছেন। তবে আশা করি আপনার এই টার্গেট ও খুব সহজে পূরণ করতে পারবেন কাঙ্ক্ষিত সময়ের মধ্যে।