রেসিপি : ( ইলিশ) 🐟 পিঠা“আমার বাংলা ব্লগ” প্রতিযোগিতা -০৮🎉 || ১০% বেনিফিশিয়ারী @shy-fox||🦊

আসসালামু আলাইকুম

dropshadow_1635324520841.jpg

siam,.png

আমার বাংলা ব্লগের সন্মানিত ফাউন্ডার, সন্মানীত এডমিন,, সম্মানিত মডারেটরগণ,, এবং আমার বাংলা ব্লগের সন্মানিত ইউজার বৃন্দ সকলকে জানাচ্ছি
প্রতিযোগিতা ০৮ এর চমৎকার চমৎকার ইলিশ রেসিপি এর পক্ষ থেক এবং আমার বাংলা ব্লগএর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এসপেশালি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত আরিফ ভাইয়া কে।
আশাকরি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।।।


dropshadow_1635324720649.jpg


siam,.png

এবারের প্রতিযোগিতায় মনে হচ্ছে ইলিশ উৎসব।সবারই রকমারি রেসিপি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে তেমনি মনটাও ভরে যাচ্ছে।।
আমার খুব ইচ্ছে ছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। ইলিশ ইলিশ করে প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম।


siam,.png

আমাদের বাড়ির পাশের বাজার থেকে শুরু করে গ্রামাঞ্চলের বাজারগুলো রংপুর বিভাগীয় বাজারে পর্যন্ত ইলিশ খুঁজে পাই নাই। পাশের বাড়ি আত্মীয়-স্বজনের বাড়ি, অনলাইনে আমি সব জায়গায় খুঁজে ও পাই। নাই।এখানে ইলিশ খোঁজার যুদ্ধ।সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা।।অনেক প্রতিক্ষার পর আজ সকালে এক বড় ভাই ফোন করে বলে বাজারে ইলিশ এসেছে।।আমার চোখে মুখে যেন আনন্দ উচ্ছাসে ভরে উঠল।


siam,.png

dropshadow_1635320891645.jpg


siam,.png

আমার জীবনে কোনদিন কখনো বাজারে যাই নাই আজ প্রথম ইলিশ চেনার জন্য বাজারে গিয়েছিলাম।এবং ইলিশের দাম শুনে মাথায় হাত দেওয়ার মত অবস্থা।ইলিশ যখন পেয়েছি তখন দামে আর থাকবে না তাই ওজন করে একটি ইলিশ নিয়ে নিলাম।।ইলিশ নিয়ে বাসায় এসেছে করে একটি এসএমএস দেই সময় প্রার্থনা করে।।আলহামদুলিল্লাহ সে সময়টা আমি পেয়েছি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা ০৮ এ অংশগ্রহণ করতে যাচ্ছি।।তনুজা দিদি সহ সকলে আমার জন্য অনেক দোয়া ও শুভ কামনা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

siam,.png

তো বন্ধুরা অনেকেই তো অনেক কিছু করেছে ইলিশ দিয়ে আমি একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করলাম।
আজ আমি ইলিশ দিয়ে ইলিশ মাছ পিঠা এর আয়োজন করেছি যা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ইলিশ মাছ পিঠা রেসিপি।।



dropshadow_1635324520841.jpg


>

siam,.png

ইলিশ মাছ পিঠা রেসিপি


siam,.png

উপকরণ সমূহঃ


siam,.png

dropshadow_1635320775238.jpg

siam,.png


siam,.png

♦ ইলিশ মাছ

dropshadow_1635323759075.jpg

♦ আটা

dropshadow_1635321243141.jpg

♦ কাঁচা মরিচ কুচি

dropshadow_1635321216574.jpg

♦ পেয়াঁজ কুচি

dropshadow_1635321316792.jpg

♦ সরিষা বাটা

dropshadow_1635328636111.jpg

♦ লং

IMG_20211019_010142.jpg

♦ জিড়া গুড়া

IMG_20211019_010330.jpg

♦সরিষার তেল

♦ হলুদ

♦লবণ

♦ লাল মরিচের গুড়া

♦ চিনি

siam,.png


প্রস্তুত প্রণালী


siam,.png

dropshadow_1635320775238.jpg

dropshadow_1635320946684.jpg

♦প্রথমে ইলিশ মাছ কেটে এরপর পরিষ্কার করে ধুয়ে এভাবে একটি প্রিসের উপরে চারটি পিস তুলে নেই।

siam,.png

dropshadow_1635320987166.jpg

dropshadow_1635321028711.jpg

♦এবার হালকা হলুদ গুঁড়ো হালকা লাল মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছ গুলো ঠিক এভাবে মেখে নিই।

siam,.png

dropshadow_1635321067530.jpg

dropshadow_1635321104746.jpg

♦এবার একটি করাই চুলার উপর বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিয়ে মাছগুলো হালকা ভেজে নেই।।

siam,.png

dropshadow_1635321143632.jpg

dropshadow_1635321180946.jpg

♦মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একটি প্রিসে তুলে এরপর কাটা গুলো বেঁছে নেই।

siam,.png

dropshadow_1635321355102.jpg

♦আবার একটি কড়াইয়ে তেল গরম করে নেই।

siam,.png

dropshadow_1635321405709.jpg

dropshadow_1635321429268.jpg

♦এবার পেঁয়াজ কুচি ও মরিচ কুচি গুলো তেলে ভেজে নিই।

dropshadow_1635321460529.jpg

♦ভাজা হয়ে গেলে হালকা পানি দিয়ে হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেই।

siam,.png

dropshadow_1635323557648.jpg

dropshadow_1635323600159.jpg

♦এবার সরিষা বাটা ও মাছের মসলা গুড়া হালকা একটু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেই।।

siam,.png

dropshadow_1635321180946.jpg

♦এবার কাটা ছাড়া মাছগুলো মসলার ভেতরে ঠেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেই।।

siam,.png

dropshadow_1635323692662.jpg

♦মাছগুলো ভাজা হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নেব।।

siam,.png

dropshadow_1635323717428.jpg

♦এবার একটি স্টিলের বাটিতে একটু পানি চুলার উপরে গরম করে নেই।।

siam,.png

dropshadow_1635323793263.jpg

♦একটি বাটিতে এভাবে আটা নিয়ে নেই

siam,.png

dropshadow_1635323821954.jpg

dropshadow_1635323857103.jpg

♦এবার গরম পানি দিয়ে আটা গুলিয়ে নিয়ে এভাবে একটি ডো তৈরি করে নেই।।

siam,.png

IMG_20211027_162917.jpg

♦এবার হাতের সাহায্যে আটার ডো থেকে এভাবে গোল করে নেই।

siam,.png

dropshadow_1635323918772.jpg

♦এবার বেলন পিরার সাহায্যে আটার গোল কারটি লম্বা করে বেলে নেই ঠিক এই ভাবে।

siam,.png

dropshadow_1635323943557.jpg

♦এবং মাছের কিমা গুলো এভাবে লম্বালম্বি করে দিয়ে নেই।

siam,.png

dropshadow_1635324005749.jpg

♦এবার একটি ছুরি দিয়ে আটা গুলোকে ঠিক এভাবে কেটে নেই।

siam,.png

dropshadow_1635324052971.jpg

♦রুটির কাটা অংশ গুলোতে পানি লাগিয়ে ঠিক ডান পাস থেকে এভাবে লাগিয়ে নেই।

siam,.png

dropshadow_1635324084653.jpg

♦প্রথমে ডান পাশেরটা এবং পরে বাম পাশেরটা ঠিকই এভাবে লাগিয়ে নিতে হবে। এবং খুব সাবধানতার সাথে।

siam,.png

dropshadow_1635324140508.jpg

♦দেখুন কি সুন্দর মাছ তৈরি হয়ে গেছে। এবার লেজটিতে ন কাটা চামুচ দিয়ে এভাবে দাগ দিয়ে নিব।


siam,.png

dropshadow_1635324171605.jpg

♦এবার লং এভাবে ঢুকিয়ে দিয়ে চোখ তৈরি করে নেব।


siam,.png

dropshadow_1635324207848.jpg

dropshadow_1635324279240.jpg

dropshadow_1635324246610.jpg

♦দেখুন ইলিশ দিয়ে কি চমৎকার ইলিশ মাছ তৈরি হয়ে গেল।


siam,.png

dropshadow_1635324322782.jpg

dropshadow_1635324347519.jpg

♦এবার চুলার মধ্যে কড়াই দিয়ে তেল গরম করে মাছগুলো এভাবে ভেজে নিব।


siam,.png

dropshadow_1635324455724.jpg

♦প্রথম পাশে ভাজা হয়ে গেলে এরপর খুব সতর্কতার সাথে উল্টে দিয়ে অপরদিকে ভেজে নিতে হবে।


siam,.png

dropshadow_1635324569000.jpg

dropshadow_1635324520841.jpg

♦আমার ইলিশ মাছ পিঠা গুলো ভাজা হয়ে গেছে এবং দেখতে ভীষণ আকর্ষণীয় ও সুন্দর হয়েছে। খেতেও তেমনি সুস্বাদু ও অনেক মজাদার।


siam,.png

dropshadow_1635332580767.jpg

♦এবার আমার বাগানের পেঁপে গাছ থেকে একটি পেঁপে কেটে সেটিকে সুন্দরভাবে ডিজাইন করে পিঠা গুলো পরিবেশন করব।


siam,.png

dropshadow_1635324684744.jpg

dropshadow_1635324720649.jpg

♦ইলিশ মাছ পিঠা গুলো গরম গরম খেতে খুব মজাদার ও টেস্টি হয়ে থাকে।


siam,.png

dropshadow_1635324851855.jpg

♦তাহলে চলুন এবার টেস্ট করে দেখা যাক। আসলেই কি টেস্টটি হয়েছে ??
ওয়াও অসাধারন!!!!


siam,.png

dropshadow_1635324802341.jpg

siam,.png

বন্ধুরা আশাকরি আমার ইলিশ মাছ পিঠা আপনাদের ভাল লেগেছে। আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। আর তাই অনেক যুদ্ধ করে ইলিশ জোগাড় করে খুব ধৈর্য্য সহকারে সময় নিয়ে, যত্ন করে এই পিঠাটি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।।

আর হ্যাঁ ইলিশ দিয়ে আরও অনেক চমৎকার চমৎকার রেসিপি আমি বানাতে পারি জানিয়ে রাখলাম কিন্তু।।সময় সুযোগ পেলে আবারো সেগুলো উপস্থাপন করে আপনাদের সাথে ভাগ করে নেব।


siam,.png

আজকের মত এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন শুভকামনা সবসময় । রেসিপিটি ভালো লাগলে আপনার চমৎকার এবং সুচিন্তিত মতামত দিয়ে আমাকে আরো বেশি উৎসাহী করে তুলবেন এ আমার বিশ্বাস

আপনাদের নিবিড় ভালোবাসায় সিক্ত

সেলিনা সাথী


siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

ইলিশ মাছের পিঠা রেসিপি আমার কাছে অনেক নতুন মনে হয়েছে। এই রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে।মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ইলিশ পিঠা মন কেড়েছে
দেখছি আমি সবার
যেভাবেই হোক খাওয়াটা
সবাইকে দরকার♥♥

 3 years ago 

আপু ইলিশ পিঠা আমি আজ প্রথম নাম শুনলাম। খুব সুন্দর করে ধাপে ধাপে পিঠা বানিয়েছেন। আমাকে একটু দাওয়াত দেন পিঠা খাওয়ার😋😋😋😋ধন্যবাদ আপু।

 3 years ago 

চলে আসুন নীলফামারী
ইলিশ পিঠা খেতে

এসেই দেখো আর কখনো
দেব না কিন্তু যেতে ♥♥

@tipu curate

Deliciuos!!!

 3 years ago 

রাশি রাশি শুভেচ্ছা আপনার জন্য♥♥

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম আপনার কাছ থেকে। আমি আগে কখনো এই ধরনের রেসিপি দেখতে পাইনি। আপনার রেসিপিটি আমার কাছে ইউনিক রেসিপি মনে হচ্ছে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনও করেছেন। শুভকামনা আপনার জন্য ভাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেবার জন্য। সত্যিই আমি একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি মাত্র♥♥

 3 years ago 

আপু আমি অনেক রকমের পিঠা দেখেছি কিন্তু আজ প্রথমবার ইলিশ পিঠা দেখলাম। আপনার এই ইলিশ পিঠা তা দেখে আমার খুবই ভালো লেগেছে। ইচ্ছে করতেছিল একটু খেয়ে দেখি কেমন হয়। কিন্তু খেতে তো পারব না। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পিঠার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকে খাওয়াতে পারলে আমি অনেক বেশি খুশি হতাম। যেহেতু এত দূর থেকে খাওয়াতে পারছি না সেহেতু রেসিপি টা দেখি খেয়ে নেবেন। আর চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ♥♥

বাহ আপু ইলিশের রেসিপি ফাটিয়ে দিয়েছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপু আপনার রেসিপিটি। সবচেয়ে বিষয় হচ্ছে এর আগে আমি কখনোই নাম শুনিনি এবং দেখিনি। একেবারে নতুন ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া আমি ইউনিক করার চেষ্টা করেছি। যেটা কেউ করেনি সেটা আমি করতে চেয়েছি। তাই আইডিয়া করে এই রেসিপিটা তৈরি করে পিঠাটি টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে। জাস্ট ওয়াও!!♥♥

 3 years ago 

বাহ চমৎকার একটা রেসিপি তো দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের রেসিপি এর আগে কখনো দেখি নাই। কেতে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। এতো সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ইলিশ পিঠা এর আগে আমার বাংলা ব্লগে কেউ খেয়েছে কিনা আমি জানিনা তাই সবাইকে খাওয়ার আমন্ত্রণ জানালাম অবশ্যই খেয়ে দেখবেন কেমন হলো।।ইলিশের স্বাদ তেসবখানেই অটুট থাকে♥♥

 3 years ago 

ইলিশ পিঠা এর আগে আমার বাংলা ব্লগে কেউ খেয়েছে কিনা আমি জানিনা তাই সবাইকে খাওয়ার আমন্ত্রণ জানালাম অবশ্যই খেয়ে দেখবেন কেমন হলো।।ইলিশের স্বাদ তোসবখানেই অটুট থাকে।!♥

অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু।আমার দেখা সব থেকে সেরা একটি রেসিপি হয়েছে এটা।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো আপু।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য♥♥

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মনে করেছেন সবার চেয়ে আমার পোস্টটি আপনার কাছে সেরা মনে হয়েছে তাই। শুভকামনা জানাচ্ছি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥

 3 years ago 

আজকের ইলিশ পিঠার রেসিপি অনেক ভালো লেগেছে। আসলেই সুন্দর হয়েছে। ব্যাতিক্রমী একটি বিষয় দেখলাম আজকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আমাকে এত চমৎকার করে উৎসাহিত করার জন্য♥♥

 3 years ago 

সত্যিই মুগ্ধ হয়ে গেলাম আপনি ইলিশ পিঠা তৈরি করেছেন। যা দেখে আমি অবাক হলাম। সকলের চেয়ে একদম আলাদা এবং ইউনিক ছিল বিষয়টি পিঠা খেতে এমনিতেই অনেক ভালো লাগে। ইলিশ মাছ এত সুন্দর ভাবে রান্না করেছেন এবং আমাদের মাঝে পরিবেশন করেছেন। সর্বশেষে পিঠা তৈরি করলেন খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনারা সবাই আমাকে খুব সুন্দর ভাবে উৎস দিয়ে যাচ্ছেন। আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে আমি বেশ উৎসাহ বোধ করছি। শুভ কামনা আপনার জন্য। ভালো থাকবেন সব সময়♥♥

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66222.23
ETH 3563.16
USDT 1.00
SBD 3.10