ভিডিওগ্রাফি পোস্ট//আমের মুকুলের ভিডিওগ্রাফি//
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আপনারা সকলেই জানেন বর্তমানে আমের সিজন আসতে চলেছে। ডিসেম্বর মাস থেকেই আমের মুকুল আসা শুরু হয়ে গিয়েছে। আগামী দুই মাসের মধ্যে প্রত্যেকটা আম গাছে ছোট ছোট গুটি আকারের আম লক্ষ্য করা যাবে। গত কয়েকদিন আগে আম গাছের মুকুল থেকে একটি ভিডিওগ্রাফি ধারণ করেছিলাম। সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম।
আমাদের উত্তরবঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের থেকে অধিক পরিমাণে আম উৎপাদন হয়। প্রতি বছরই নভেম্বর বা ডিসেম্বর থেকে আম গাছে মুকুল আসা শুরু হয় আর সেই আম ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিক পাওয়া যায়। কিন্তু এই বছর অনেকটা লেট করে আম গাছে মুকুল এসেছে ।প্রায় ডিসেম্বরের শেষের দিকে আম গাছের মুকুল আসা শুরু হয়েছিল।
যেহেতু দেরি করে আমের মুকুল বের হয়েছে তাই নিয়ম অনুযায়ী এইবার আম চাষিরা আমের দেখাটাও দেরি করেই পাবে। আমাদের দেশে বিভিন্ন রকমের আম পাওয়া যায়। আমাদের রংপুরে বিখ্যাত আম হচ্ছে হাড়িভাঙ্গা। কিন্তু আজকে আপনাদের মাঝে যে ভিডিওগ্রাফিটি শেয়ার করেছি এটি হচ্ছে কাটিমন আমের মুকুলের ভিডিওগ্রাফি।
এই আম বছরে তিনবার হয়ে থাকে। খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে বটে। গত কয়েকদিন আগেই আম গাছে দেখলাম মুকুল এসেছে তাই সেখান থেকেই কয়েকটি আমের মুকুলের ফটোগ্রাফি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে একটি ভিডিওগ্রাফিও ধারণ করেছিলাম। আপনারা সেই দৃশ্যটি ভালোভাবে উপভোগ করুন। নীচে ভিডিওগ্রাফীর লিংক দিলাম। কেমন লেগেছে ভিডিওগ্রাফিটি কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন।
🔗ভিডিও লিংক:🔗
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 👇

আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
















Deily task:-
https://x.com/mdetshahidislam/status/1885602620699795634?t=0sELJHa6Osr9-_hIobSFxQ&s=19
তাইতো বলি আমাদের পাশের বাড়িতে আম গাছটিতে এখনও আমের মুকুল ধরছে না কেন। আপনার পোস্টটি দেখে জানতে পারলাম এবছর সব গাছেই আমের মুকুল দেরি করে ধরেছে। কাঁচা আম সবচেয়ে আমার প্রিয় জিনিস। আমি অপেক্ষা করি কখন বাজারে কাঁচা আম উঠবে। আপনার কথা শুনে বুঝা যাচ্ছে এবার দেরি করে কাঁচা আম বাজারে দেখা যাবে। যাইহোক আম গাছে মুকুল আসার ভিডিওগ্রাফিটি কিন্তু দুর্দান্ত করে ধারণ করেছেন।
আমাদের উত্তর বঙ্গের মধ্যে এই হাঁড়িভাঙ্গা আম অল্প কিছু সময়ের অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এটা আসলেই আমাদের জন্য একটি বড় পাওয়া। যাইহোক, দীর্ঘ এক বছর পর আবারও হাঁড়িভাঙ্গা আমের মুকুল চলে এসেছে, এটা আসলেই আমাদের জন্য খুশির খবর। আপনার শেয়ার করা আমের মুকুলের ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো।
আপনার কাটিমন আমের ভিডিওগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতো বড় বড় মুকুল হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি একদম ঠিক বলেছেন এবার আম চাষীরা দেরীতে আমের মুখ দেখতে পাবে। সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাকে এতো সুন্দর একটি ভিডিওগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ প্রায় অনেকদিন পর আবার আমের মুকুট দেখতে পেলাম। তবে আপনি দারুণ ভাবে আমের মুকুটের ভিডিওগ্রাফি শেয়ার করছেন ভাই। আপনার ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। তার সাথে সুন্দর বর্ণনাও উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমাদের এলাকাতেও আম গাছে আমের মুকুল এখন আসতে শুরু করেছে। অনেকটা দেরিতেই আমের মুকুল আসা শুরু হয়েছে। যাহোক খুবই সুন্দর লিখেছেন আপনি এবং আপনার লেখাগুলো পড়ে বেশ ভালো লেগেছে। একই সাথে আমের মুকুলের দারুন ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে।
কাটিমন আম নামটা আজকে প্রথম শুনলাম। এর আগে অনেক ধরনের আমের নাম শুনেছি তবে আপনার পোষ্টের মাধ্যমে একদম নতুন শুনলাম এই আমের নাম। এখন প্রায় প্রতিটি আম গাছে মুকুল এসেছে। আপনি খুব সুন্দর ভাবে আমের মুকুলের ভিডিওগ্রাফি ধারণ করেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া ভিডিওটা দেখে ধন্যবাদ।
আমের মুকুল দেখছি বের হয়ে গিয়েছে। তবে আপনি বলছেন অনেক দেরিতেই বের হয়েছে। এ সম্পর্কে তেমন একটা ধারণা নেই। যাই হোক ভালো লাগলো আপনার আজকের ভিডিওগ্রাফি দেখে। আশা করছি ভালোই আম ধরবে এই গাছে। সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমের মুকুলের ফটোগ্রাফি ও ভিডিও দেখে অনেক ভালো লাগলো। কাটিমন নামটি প্রথম শুনলাম। যদিও এ ব্যাপারে অতটা ধারণা নেই তবে এই আম বছরে তিনবার হয়ে থাকে জেনে অনেক ভালো লাগলো।আমি এই আম গাছের একটি চারা কেনার চেষ্টা করব। অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এখন গাছে গাছে আমের মুকুল দেখা যাচ্ছে। কিছু দিন পরেই সেই আমের মুকুলে ছোট ছোট আম আসবে। আপনার মাধ্যমে আমের মুকুল দেখে ভালো লাগলো। ধন্যবাদ।