Sort:  
 11 months ago 

তাইতো বলি আমাদের পাশের বাড়িতে আম গাছটিতে এখনও আমের মুকুল ধরছে না কেন। আপনার পোস্টটি দেখে জানতে পারলাম এবছর সব গাছেই আমের মুকুল দেরি করে ধরেছে। কাঁচা আম সবচেয়ে আমার প্রিয় জিনিস। আমি অপেক্ষা করি কখন বাজারে কাঁচা আম উঠবে। আপনার কথা শুনে বুঝা যাচ্ছে এবার দেরি করে কাঁচা আম বাজারে দেখা যাবে। যাইহোক আম গাছে মুকুল আসার ভিডিওগ্রাফিটি কিন্তু দুর্দান্ত করে ধারণ করেছেন।