লাইফস্টাইল পোস্ট।। রোকনীগঞ্জ ওরস শরীফে কাটানোর মুহূর্ত।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

গত মাসের ২১ তারিখে আয়োজিত হয়েছিলো আমাদের রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ওরস শরীফ। এই ওরস শরীফ আয়োজিত হয়ে থাকে রংপুর শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে রোকনিগঞ্জ নামের একটি জায়গাতে। এটা অনেক পুরনো এবং ঐতিহ্যগত একটি ওরস শরীফ। আমাদের গ্রামীণ এলাকায় যে সকল ওরস হয়ে থাকে সেই ওরস শরীফ গুলির মধ্যে এটি সবথেকে বড়। দূরদূরান্ত থেকে এখানে অনেক মানুষ এসে থাকেন। যদিও বা এখানকার ওরস শরীফ আয়োজনের মূল ব্যক্তি অনেক বছর আগেই ইন্তেকাল করেছেন। তবে তার ছেলে এখন এই রোকনিগঞ্জ মাজারের পীর সাহেব।

গত বছরে, গত সরকারের আমলে এই ওরস শরিফ অনুষ্ঠিত হয়নি। পুলিশ এসে সরকারিভাবে এই ওরসকে বন্ধ ঘোষণা করে দেয়। যার ফলে বহু লোক প্রশাসনের প্রতি ঈর্ষণীয় হয়ে ওঠে। এমনকি এই মাজারের পীর সাহেবও চরম পর্যায়ের মন খারাপ করে। সেই সাথে প্রশাসনকে এবং সরকারকে কঠিনভাবে অভিশাপ প্রদান করে। যাই হোক সে সব বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তবে এইবার অনেকটাই জাঁকজমক ভাবে এই ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছিলো।

দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষ ব্যবসার তাগিদেও এসে থাকে। সেই সাথে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পিরে কামেলের উদ্দেশ্যে এসে থাকে। আমিও গিয়েছিলাম সেখানে একটু ঘোরাঘুরি করার জন্য। সেখানে গিয়ে দেখলাম আমার এলাকার এক আংকেল মনোহরি পণ্যের দোকান দিয়েছে। আমাকে দেখে তিনি তার কাজে তথা তার দোকান সাজানোর জন্য হেল্প করতে বললেন। আমিও তাৎক্ষণিক তার কথায় সায় দিয়ে দোকান সাজানোর জন্য হেল্প করলাম।

এক পর্যায়ে দোকান সাজানোর কাজ সম্পূর্ণ হয়ে যায়। তারপরে কাজ শেষ করে কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে থাকলাম। সেই সাথে বেশ কিছু ফটোগ্রাফিও করে নিলাম। যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে চলে গেলাম খাওয়া-দাওয়া হচ্ছে কোন দিকে তারই অনুসন্ধানে। ওর শরীফের উত্তর পশ্চিম ঈশান কোণে লক্ষ্য কল্যাণ বিভিন্ন খাবারের স্টল বসেছে। দেরি না করে সেদিকেই এগিয়ে গেলাম। তারপরে মোটামুটি নাস্তা করেই আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মোটকথা সেই দিনটি মোটামুটি আনন্দের সাথেই কেটেছিলো।

আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP














Deily task:-
https://x.com/mdetshahidislam/status/1895104157117563135?t=NZCF3T5iRc4k48uqSpv4jQ&s=19
আপনি তো দেখছি রোকনীগঞ্জ ওরস শরীফে কাটানো সুন্দর মুহূর্ত আজকে সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। আপনার কাটানো এই সুন্দর মুহূর্তটা কিন্তু খুবই ভালো লেগেছে দেখে। বিভিন্ন রকম দোকান বসেছে দেখছি ওখানে। এই ব্লগের মাধ্যমে আপনি আপনার অনুভূতিটাও সুন্দর করে তুলে ধরলেন। সব মিলিয়ে পুরোটা ছিল অনেক বেশী সুন্দর।
আমাদের এদিকে মাঝেমধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন হয়ে থাকে। সেখানে আমি খেয়াল করে দেখি বিভিন্ন জিনিস বিক্রয় হয়। ভালো লাগে ইসলামিক জিনিস সহ অন্যান্য জিনিস বেচাক কেনার আয়োজনগুলো দেখলে। ভালো লাগলো আপনি সুন্দর করে আপনাদের এই স্থানের সুন্দর বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন দেখে।