শোল মাছের ঝাল রেসিপি ❤️

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো শোল মাছের ঝাল রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250328_214450.jpg

IMG_20250328_212827.jpg

IMG_20250328_212718.jpg

শোল মাছ আমার খুবই প্রিয় একটি মাছ।বড়ো সাইজের শোল মাছের রসা বা এভাবে ঝাল খেতে আমার খুবই ভালো লাগে।আমার বাবার বাড়ির পুকুরের বড়ো বড়ো শোল মাছ আছে আর সেই পুকুরের যতো গুলো শোলমাছ হয় সব গুলো আমরা খেয়ে থাকি।বড়ো বড়ো শোল মাছের ঝাল বা রসা খেতে দারুণ লাগে।

এই শোল মাছটিও বাড়ি থেকে পাঠিয়েছে বাবা আর শোল মাছ দেখেই মনে পড়লো শোল মাছের ঝালের কথা আর রান্না করে ফেল্লাম মজাদার শোল মাছের ঝাল।কিছু কিছু রেসিপিতে ঝাল কম দিলে ভালো লাগে আর কিছু কিছু রেসিপিতে ঝাল বেশি দিয়ে খেতে খুবই ভালো লাগে যেমন এই শোল মাছের ঝাল টি।ঝাল বেশি দিয়ে রান্না করেছিলাম এক কথায় যেমন নাম তেমনি খেতে।খুবই ভালো লেগেছিল খেতে শোল মাছের ঝাল রেসিপি টি একদমই মুখে লেগে থাকার মতো রেসিপিটি।

তো চলুন দেখা যাক শোল মাছের ঝাল রেসিপিটি কেমন

IMG_20250328_184406.png

১.শোল মাছ
২.আলু
৩.আদা বাটা
৪.জিরা বাটা
রসুন বাটা
৫.পেঁয়াজ কুচি
৬.পেঁয়াজ বাটা
৭.লবন
৮.হলুদ
৯.ভোজ্য তেল

PhotoCollage_1743167592461.jpg

IMG_20250328_191229.jpg

প্রথম ধাপ

শোল মাছ কেটে ছাল ছাড়িয়ে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি।

InShot_20250328_191922451.jpg

দ্বিতীয় ধাপ

এখন লবন হলুদ দিয়ে মাছ গুলো মেখে নিয়েছি।

PhotoCollage_1743168100285.jpg

তৃতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবং আগে থেকে লবন হলুদ মেখে রাখা মাছ গুলো উলটপালট করে ভেঁজে নিয়েছি।

PhotoCollage_1743168214909.jpg

চতুর্থ ধাপ

এখন মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচি দিয়েছি ও অল্প পরিমাণ ভেঁজে নিয়েছি ও তাতে কেটে রাখা আলু দিয়েছি ও একটু ভেজে নিয়েছি। এরপর ভাজা আলুতে সব গুলো বাটা উপকরণ দিয়ে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1743168459473.jpg

পঞ্চম ধাপ

এখন কষানো আলুতে পরিমাণ মতো জল দিয়েছি ও একটু ফুটিয়ে নিয়ে তাতে শোল মাছ ভাজা গুলো দিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1743168699909.jpg

ষষ্ঠ ধাপ

কিছু সময় রান্না করে ঝোল কামিয়ে ফেলেছি এবং গরন মসলা দিয়ে নারাচারা করে গায়ে মাখা ভাব চলে আসলে নামিয়ে নিয়েছি মজাদার সুস্বাদু শোল মাছের ঝাল রেসিপি গুলো

PhotoCollage_1743175562278.jpg

পরিবেশন

IMG_20250328_212827.jpg

IMG_20250328_212814.jpg

IMG_20250328_212753.jpg

IMG_20250328_212733.jpg

IMG_20250328_212718.jpg
এই ছিলো আমার আজকের মজাদার শোল মাছের ঝাল রেসিপি। নাম যেমন ঝাল তেমনি ঝাল ঝাল রেসিপির খেতে অসাধারণ সুন্দর। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250328_214046.png

IMG_20250328_214038.png

Sort:  
 9 months ago 

দিদি এত সুন্দর শোল মাছের ঝাল রেসিপি দেখেই তো ওকে দিতে ইচ্ছা করছে। বাবার পাঠানো শোল মাছ দিয়ে দারুণভাবে রেসিপি করেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 9 months ago 

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।

 9 months ago 

ওরে বাবা! এ তো মনে হচ্ছে বড় শেফ বানিয়েছে! কবে যে খাবো তোমার হাতে৷ কী লোভনীয় দেখতে হচ্ছে। শোল মাছ আমি খুব একটা খাইনি কোনদিন। বা আগে খেয়েছি বলে মনে পড়ছে না৷ তোমার রান্না খুব আকর্ষণীয় হয়েছে। মনে হচ্ছে হাত ঢুকিয়ে একটু তুলে খাই।

 9 months ago 

চলে এসো বাংলাদেশে খাওয়াবো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 9 months ago 

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।

 9 months ago 

শোল মাছের বেশ লোভনীয় ঝাল রেসিপি তৈরি করেছেন আপু আপনি। দেখতে অনেক বেশি সুস্বাদু লাগছে। এছাড়াও ঝাল ঝাল হওয়ার কারণে খেতে আরো বেশি মজাদার হয়েছিল হয়তো ছবি দেখে বোঝা যাচ্ছে। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 9 months ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 9 months ago 

রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না দিদি। এত সুন্দর পরিবেশন দেখেই লোভ লেগে গেল। শোল মাছ আমার খুব একটা খাওয়া হয় না। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এবার খেতে হবে। কি দারুন রান্না করেছেন। শোল মাছের ঝাল রেসিপি রান্না করার সম্পূর্ণ প্রসেস দারুন ভাবে উপস্থাপনা করেছেন ‌। আপনাকে ধন্যবাদ দিদি।

 9 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।