A দিয়ে লেডিবাগ পোকা আর্ট 🥰

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো,

আমার বাংলা ব্লক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইংরেজি A অক্ষর দিয়ে লেডিবাগ পোকার আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে।

PhotoCollage_1719495127274.jpg

কয়েকদিন থেকে প্রচন্ড গরম। জনজীবন অতিষ্ট হয়ে গেছিল। কাল বিকেলে হঠাৎ করে আকাশ গর্জন শুরু করে দেয় এবং অন্ধকার ও কালো মেঘ নেমে আসে।মনে হচ্ছিল যেন এই বৃষ্টি নামলে রাত-দিন একা কার হয়ে যাবে।মনে মনে খুশি হয়েছিলাম যে গরম তাহলে কমবে। কিন্তু না কই পাবেন বৃষ্টির দেখা।আকাশের তর্জন গর্জনেই শেষ। বৃষ্টির দেখা নেই। তবে অস্বস্তিকর গরমটি কমে গেছে। আগে যেমন ফ্যানের নিচেও গরম লাগতো এখন এই গরমটা লাগছে না। আকাশ কিছুটা মেঘলা আছে রৌদ্রের তাপ নেই তাই হয়তো গরম নেই। তো আজ ভাবলাম আর করব এবং বসে বসে আর্ট করলাম লেডি বাগ পোকা আমার ভীষণ পছন্দের। তাই লেডি বাগ পোকায় আট করে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন দেখা যাক আর্ট পদ্ধতি কেমন ছিলো।

IMG_20240621_195932.png

রং পেন্সিল
জল রং
পেন্সিল
রাবার

InShot_20240627_191343481.jpg

প্রথম ধাপ

দ্বিতীয় ধাপ

প্রথমে আমি ইংরেজির এ অক্ষর লিখেছি।

IMG_20240627_193807.jpg

তৃতীয় ধাপ

এখন A এর মাথায় লম্বা করে দাগ কেটে নিয়েছি ও উপরে এঁকে নিয়েছি D আকৃতির হয়েছে।

PhotoCollage_1719495707375.jpg

চতুর্থ ধাপ

এখন পাখা দুটো এঁকে নিয়েছি লেডিবাগ পোকার।

PhotoCollage_1719496007536.jpg

পঞ্চম ধাপ

এখন লেডিবাগ পোকার বডি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1719496161611.jpg

ষষ্ঠ ধাপ

এখন লেডিবাগ পোকার চোখ ও হুল বানিয়েছি।

PhotoCollage_1719496485454.jpg

সপ্তম ধাপ

এখন লেডিবাগ পোকার পাখায় গোল গোল করে ডিজাই করে নিয়েছি। লেডিবাগ পোকার এই পিঠের কালো গোল বল গুলোর জন্য কিন্তুু কিউটের ডিব্বা হয়ে থাকে দেখতে এই পোকাটি।

PhotoCollage_1719496750439.jpg

অষ্টম ধাপ

এখন পোকার মাথা টি কালো করে নিয়েছি।চোখের মনি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1719496960475.jpg

নবম ধাপ

এখন লেডিবাগ পোকার বডি হলুদ কালার করে নিয়েছি।

PhotoCollage_1719497167990.jpg

দশম ধাপ

এখন লেডিবাগ পোকাটির পাখার গোল গোল করা ডিজাইন টি কালো করে নিয়েছি।

PhotoCollage_1719497554132.jpg

একাদশ ধাপ

এখন লেডিবাগ পোকার পাখা লাল কালার করে নিয়েছি।

IMG_20240627_201733.jpg

দাদ্বশ ধাপ

পুরা লেডিবাগ পোকাটি কালার করা হয়ে গেছে এবং পুরাপুরি ভাবে লেডিবাগ পোকার আর্ট টি সম্পূর্ণ হয়ে গেছে।

IMG_20240627_201733.jpg

ফাইনাল লুক

IMG_20240627_201733.jpg

IMG_20240627_202501.jpg

IMG_20240627_202411.jpg
ইংরেজি A অক্ষর দিয়ে এই ছিল আমার আজকের সুন্দর লেডিবাগ পোকার আর্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। আটটি করতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আজকের মত এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240622_011007.jpg

Sort:  
 2 years ago 

বাহ্ দারুন আইডিয়া তো A অক্ষর দিয়ে খুব সুন্দর লেডিবাগ পোকা আর্ট করেছেন।যেটা দেখতে খুবই কিউট লাগছে। আইডিয়া টা দারুন লেগেছে।ধন্যবাদ আপু অক্ষর দিয়ে সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি পোকাটি অনেক কিউট লাগছে দেখতে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার পোস্টটি খুবই সুন্দর হয়েছে আপু! ইংরেজি A অক্ষর দিয়ে লেডিবাগ পোকার আর্ট পদ্ধতি শেয়ার করার আইডিয়াটি বেশ অভিনব এবং সৃষ্টিশীল। আপনার শিল্পকর্ম সত্যিই প্রশংসনীয়, বিশেষ করে এত গরমের মধ্যে এত মনোযোগ দিয়ে কাজ করা। বৃষ্টির প্রতীক্ষা আর আকাশের পরিবর্তন নিয়ে আপনার অনুভূতিগুলোও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করছি, আপনার লেডিবাগ পোকার আর্ট আরও অনেকের মন জয় করবে। আপনার আগামীর আর্ট এবং পোস্টের জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিরাপদে থাকবেন!

[@redwanhossain]

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি ভিজিট করে খুব সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রথমে আপনার সুন্দর দক্ষতার প্রশংসা করি। দারুন ভাবে আপনি লেডিবার্ড পোকার চিত্র অঙ্কন করেছেন। আমি তো আপনার এই চিত্রাংকন দেখে সম্পূর্ণ মুগ্ধ হলাম। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার চিত্র অঙ্কন করা। এমন সুন্দর চিত্র অঙ্কন করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

এ দিয়ে লেডি বাগ পোকার চমৎকার একটি চিত্র অংকন করেছেন আপনি। খুবই সুন্দর হয়েছে দিদি।ধাপ গুলো সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার আর্টের প্রশংসা করার জন্য।

 2 years ago 

এই গরমে বৃষ্টি হলে সত্যিই অনেক ভালো লাগতো। তবে আপু এখন এমন হয়েছে বৃষ্টি হলেও গরম কমছে না। কয়েকদিন আগে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল তখন গরম খুব একটা কমেনি। A দিয়ে লেডিবাগ পোকা আর্ট করেছেন দেখে ভালো লাগলো। আপনার আর্ট চমৎকার হয়েছে আপু।

 2 years ago 

ঠিক বলেছেন বৃষ্টি হলেও গরম কমে না একটুও। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম পরেছে। তবে আজকে বিকালের দিকে আকাশ বেশ মেঘলা ছিলো যার জন্যে গরম কিছুটা কমেছে। যাই হোক আপনি আজকে লেডি বার্ড পোকার চমৎকার একটি আর্ট করেছেন। আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে কালার কম্বিনেশন ও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বেশ কিছুদিন থেকে বেশ গরম পড়েছে। আমার লেডি বাগা পোকার আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপনি তো জল রং এবং পেন্সিল দিয়ে খুব সুন্দর করে লেডিবাগ পোকা আর্ট করেছেন। তবে আপনি A দিয়ে লেডিবাগ পোকা আর্ট করলেন। তবে আপনার লেডিবাগ পোকা পোকা আর্ট মনে হচ্ছে বাস্তবে বোকা বসে রইলো। সত্যি চমৎকার একটি লেডিবাগ পোকার আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সত্যিই লেডিবাগ পোকাটি বাস্তব পোকার মতোই লাগছে আপু ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

A দিয়ে দারুন একটি লেডিবাগ পোকার আর্ট করেছেন আপু।প্রথমে একটি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছেন।এরপর জল রং ও সাইন পেনের সাহায্যে রঙ করে নিয়েছেন।ভীষণ সুন্দর হয়েছে আপনার করা আর্ট টি।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

A দিয়ে অসাধারণভাবে লেডিবাগ পোকা আর্ট করেছেন আপনি। আমি আপনারা আর্টের প্রতিটি স্টেপ দেখেছি। আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এরকম ক্রিয়েটিভ পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার লেডি বাগ পোকা আর পদ্ধতির পোস্টটি ভিজিট করার জন্যও সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এত বুদ্ধি কোথায় রাখেন আপু। দেখলাম A দিয়ে দুই পাশে কিছু হাতপা দিয়ে কত সুন্দর করে লেডিবাগ পোকা আর্ট করে ফেললেন। মুহর্তের মধ্যে কত সুন্দর একটা পোকা হয়ে গেলো। আপনার আর্টটা জাষ্ট অসাধারন ছিল। ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।