গ্রামীণ প্রাকৃতিক ফটোগ্রাফি( প্রথম পর্ব)। (১০%আমার প্রিয় শাই ফক্স এর জন্য।)

আসসালামু আলাইকুম ।আমার বাংলা ব্লগের বন্ধুরা।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।করোনার এই সময় সবাই সুস্থ এবং সুরক্ষিত আছেন। আমিও ভাল আছি ।আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের সঙ্গে গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। এই ছবিগুলো কিছুদিন আগে তোলা । গ্রামীণ প্রকৃতির কাছে গেলে মন অন্যরকম প্রশান্তিতে ভরে যায়।আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

1644934872764.jpg


ফটোগ্রাফি ১:

IMG-20211222-WA0033.jpg

এই ছবিটি গ্রামের একটি রাস্তার ছবি রাস্তার দু'পাশ দিয়ে গাছের সারি ।মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা ।গ্রামের শান্ত প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগছে।

ফটোগ্রাফি২:

IMG-20211202-WA0019.jpg

আর পরের ছবিতে রাস্তা দিয়ে একটি ঘোড়ার গাড়ি যাচ্ছে ।আগে ঘোড়ার গাড়ি গ্রামে প্রায় চোখে পড়ত। এখন তেমন দেখা যায় না বললেই চলে ।এই ঘোড়ার গাড়ি মাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়।

ফটোগ্রাফি৩:

IMG-20211222-WA0025.jpg

ছবিতে দেখা যাচ্ছে চাষীরা তাদের ক্ষেতের সবজি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য।গ্রামে সাধারণত সকালে চাষীরা তাদের টাটকা সবজি নিয়ে চলে যায় বাজারে বিক্রি করার জন্য।

ফটোগ্রাফি৪:

IMG-20211202-WA0031.jpg

দেখা যাচ্ছে সবজি বিক্রেতার তাদের সবজি পসরা সাজিয়ে বসে আছে ক্রেতার আশায়। শীতের সকালের মিষ্টি রোদ এসে পড়েছে।

ফটোগ্রাফি৫:

IMG-20211202-WA0032.jpg

গ্রামের বাজারগুলো সাধারণত দেখা যায় বটগাছের নিচে অথবা বাঁশ বাগানের আশেপাশে বাজার বসে থাকে ।এখানে বাঁশ বাগানের পাশে বাজার বসেছে এবং ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনেছে।

ফটোগ্রাফি৬:

IMG-20211222-WA0022.jpg

এটা রাস্তার পাশে কিছু জংলি গাছের ছবি।ছবিটিতে আমার ভীষন ভালো লাগছিল। যেদিকে তাকানো যাচ্ছে সবুজ আর সবুজ ।

ফটোগ্রাফি৭:

IMG-20211222-WA0027.jpg

নদীর ঘাটে একটি নৌকা বাঁধা। এখন শীতের সময় নদীর পানি কমে যাওয়ার কারণে নৌকাটি হয়তো চালানো বন্ধ রয়েছে। তাই নদীর ঘাটে নৌকাটি বেঁধে রাখা হয়েছে।

ফটোগ্রাফি৮:

IMG-20211202-WA0021.jpg

নদীর ধারে একটি বড় গাছ দাঁড়িয়ে আছে ।গাছ টি অবশ্য আমার পরিচিত না ।দেখতে ভাল লাগছিল তাই একটা ছবি তুলে ফেললাম ।

আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য ।পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

ছবিতোলার জন্য ব্যবহৃত ক্যামেরাOne plus8
ফটোগ্রাফার।@sharmin86
লোকেশনhttps://w3w.co/canoes.loincloths.huge
Sort:  
 2 years ago 

গ্রামীণ জনপদের এমন প্রাকৃতিক দৃশ্য সত্যিই বিরল।আপনি খুব সুন্দর করে ফটো করেছেন।বিশেষ করে,গরুর গাড়ি,সরু পথ,বাজার,নৌকার এমন দৃশ্য ভালো লেগেছে।খুব চমতকার ফটো উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়।

ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমন্ত্রণ ও শুভকামনা রইলো শ্রদ্ধেয়।

গ্রামের দৃশ্য দেখলেই মন জুড়ে যায় গ্রামের এই অপার প্রাকৃতিক দৃশ্য হৃদয়ের কোনে যেন জায়গা করে নিয়ে বসে আছে। গ্রামের চিত্র দেখলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ফটোগ্রাফি অসাধারণ ভাবে ক্যামেরাবন্দি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। ফটোগ্রাফি বেশ সুন্দর দেখাচ্ছে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্রামীন পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে দারুন ভাবে তুলে ধরেছেন সত্যিই আপনার ফটোগ্রাফির তারিফ করতে হয় বিশেষ করে প্রথম তৃতীয় পঞ্চম এবং ষষ্ঠ নাম্বার ফটো আমার কাছে বেশি ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো সম্পর্কে দারুন উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্রামীণ পরিবেশ আমার অনেক ভালো লাগে সময় পেলেই এদিকে ওদিকে ঘুরতে বের হয়ে যায় গ্রামের সৌন্দর্য দেখার জন্য। আপনি আপনার পোষ্টের মাধ্যমে অসাধারনভাবে গ্রামের দৃশ্য গুলো ফুটিয়ে তুলেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্রামের অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অত্যন্ত চমৎকার গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফ শেয়ার করেছেন আপু। প্রতিটা ছবি অনেক ভালো হয়েছে। বিশেষ করে ৭ নম্বর ফটোগ্রাফ টি আমার কাছে বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য আপু। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে আপনি আজকে আমাদের মাঝে গ্রামীন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখার পরে গ্রামীন পরিবেশের স্পষ্ট ধারণা লাভ করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ফটোগ্রাফ হয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। গ্রামীণ ঐতিহ্যের কিছু বিষয়কে আপনি খুব সুন্দর করে আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। দেখে অনেক ভালো লাগছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে দক্ষতার সহকারে এই ছবিগুলো তুলেছেন। ছবির সাথে সাথে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 67719.65
ETH 3791.75
USDT 1.00
SBD 3.53