লেভেল ৪ হতে আমার অর্জন by @shimanto322|| 10% for @shy-fox

আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা? আশা করি সকলেই ভাল আছেন।লেভেল ১,২,৩এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লেভেল ৪এর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দেয়ার জন্য অনুমতি পেয়ে আজ আমি লেভেল ৪এর ফাইনাল লিখিত পরীক্ষা দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন।

IMG_20220331_212823.jpg

পরীক্ষা শুরুর আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রফেসর আরিফ ভাইকে এবং সম্মানিত মডারেটর নওরিন আপুকে। তাদের কাছ থেকে স্টিমিট এর এক্সচেঞ্জ রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছি।

break.png

লেভেল-৪ এর ক্লাসে আমাদের যে বিষয়গুলো নিয়ে অলোচনা করা হয়েছে তা হলো

১. p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.
২. Internal Market এ SBD থেকে Steem এ Convert করা।
৩. poloniex এ Account খোলা।
৪. External Market এ Steem এবং TRX Exchange করা।
break.png

p2p কি?

p2p বলতে বুঝায় Person to person Transfer. আমরা যখন (Steem, Sbd, Trx) Buy Sell করার উদ্দেশ্যে কোন Exchange Site ব্যবহার না করে Person to Person Transfer করি তখন সেটাকে বলে p2p.

break.png

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

p2p SBD Transfer করার জন্য প্রথমে আমি স্টিমিট ওয়ালেটে লগ-ইন করে নিব।
lavel 4.1.PNG

তারপরSteem Dolar এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

lavel 4.2.PNG

তারপর To এর ঘরে যাকে SBD পাঠাবো তার ইউজার নেম বসাবো। Amount এর ঘরে কত SBD পাঠাবো তার পরিমান এবং সবশেষে মেমো ফিল্ড এ কি উদ্দেশ্যে পাঠাচ্ছি তা লিখে দিব। তারপর নেক্সট এ ক্লিক করবো।

level4.3.PNG

তারপর Ok তে ক্লিক করবো।

4.PNG

Confirm হওয়ার জন্য History চেক করে নিব।

5.PNG

break.png

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

p2p Trx Transfer করার জন্য প্রথমে আমার স্টিমিট ওয়ালেটে লগ-ইন করে নিব।

lavel 4.1.PNG

তারপর Trx এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

6.PNG

তারপর To এর ঘরে যাকে Trx পাঠাবো তার স্টিমিট ইউজার নেম বসাবো।। তারপর Amount এর ঘরে Trx এর পরিমান আর মেমো ফিল্ড এ কি উদ্দেশ্যে পাঠাচ্ছি তা লিখে নেক্সট এ ক্লিক করবো।

৭.PNG

তারপর Ok তে ক্লিক করবো।

8.PNG
তারপরTron Private Key বসিয়ে Transfer a click করবো।

9.PNG

এভাবে Trx Transfer করা হয়ে যাবে। Confirm হওয়ার জন্য Tron Account Transaction History তে ক্লিক করে History চেক করে নিব।

10.PNG

break.png

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে স্টিমিট ওয়ালেটে লগ-ইন করে নিব।

lavel 4.1.PNG
তারপর Steem এর পাশে যে ড্রপ-ডাউন মেনু আছে সেখানে ক্লিক করে Transfer এ ক্লিক করবো।

11.PNG
তারপর To এর ঘরে যাকে আমি Steem পাঠাবো তার ইউজার নেম বসাবো। Amount এর ঘরে কত Steem পাঠাবো তার পরিমান এবং সবশেষে মেমো ফিল্ড এ কি উদ্দেশ্যে পাঠাচ্ছি তা লিখে দিব। তারপর নেক্সট এ ক্লিক করবো।

12.PNG

তারপর Ok তে ক্লিক করবো।

13.PNG
তারপর Steem Transfer হয়ে যাবে। Confirm হওয়ার জন্য History চেক করে নিব।

14.PNG

break.png

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে ওয়ালেটে লগইন করে নিব।

lavel 4.1.PNG

তারপর 3 Dot এ ক্লিক করে Currency Market এ ক্লিক করবো।

15.PNG

তারপর Buy Steem গিয়ে এর নিচে Price এর ঘরে আমরা পছন্দমতো price সিলেক্ট করবো। Total এর ঘরে কত SBD পরিমান স্টিম কিনবো তা দিব।তারপর Buy steem এ ক্লিক করবো।

16.PNG

তারপর সব দেখে নিয়ে Ok তে ক্লিক করবো।

17.PNG

break.png

Poloniex Exchange site এ একটি Account Create করুন।

প্রথমে আমরা Poloniex ওয়েব সাইটে যাব তারপর সাইন আপ এ ক্লিক করবো।

18.PNG

তারপর একটি ভেলিড Gmail দিয়ে, শক্তিশালী একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড এ দিতে হবে , কেপচা ফিলাপ করে, প্রাইভেসি পলিসি তে টিক মার্ক দিয়ে সাইন আপ এ ক্লিক করতে হবে।

19.PNG

তারপর যে ভ্যালিড ই-মেইলটি দিয়ে একাউন্ট ক্রিয়েট করেছি সেই মিলে একটি ভেরিফিকেশন মেইল যাবে ভেরিফিকেশন এ ক্লিক করে অ্যাকাউন্টটি আমরা ভেরিফাই করে নেব।

20.PNG

break.png

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

প্রথমে polonix একাউন্টে লগইন করে নিব।

21.PNG
প্রথমে ওয়ালেট এ ক্লিক করব তারপর ডিপোজিট এ ক্লিক করব। এরপর সার্চে গিয়ে steem লিখে সার্চ করব।

22.PNG

23.PNG

24.PNG
তারপর Memo কপি করে এনে আমাদের স্টিমিট ওয়ালেটের স্টিম ট্রান্সফার সিলেক্ট করে তাতে To এর ঘরে poloniexআর মেমোর ঘরে মেমো পেস্ট করে দিব তারপর এমাউন্ট এর ঘরে স্টিম এর পরিমান দিয়ে নেক্সট এ ক্লিক করবো।

27.PNG

তারপর সব ঠিক আছে কিনা দেখে নিয়ে ওকেতে ক্লিক করুন।
26.PNG
তারপর হিস্টরি গিয়ে দেখ নিব স্টিম ডিপোজিট হয়েছে কিনা ডিপোজিট হয়ে থাকলে আমাদের ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে।

28.PNG

break.png

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

প্রথমে polonix একাউন্টে লগইন করে নিব।

21.PNG
প্রথমে ওয়ালেট এ ক্লিক করব তারপর ডিপোজিট এ ক্লিক করব। এরপর সার্চে গিয়ে Trx লিখে সার্চ করব।

22.PNG

23.PNG

29.PNG

Deposit On Tron (TRC20) তে ক্লিক করে Address কপি করে এনে আমাদের স্টিমিট ওয়ালেটের Trx এর পাশে ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে ট্রান্সফার এ ক্লিক করে Switch to Tron Account এ ক্লিক করে কপি করা এড্রেস পেস্ট করে দিয়ে এমাউন্টের ঘরে Trx এর পরিমান লিখে নেক্সট এ ক্লিক করে দিব।

30.PNG

31.PNG

32.PNG

তারপর সব ঠিক আছে কিনা দেখে নিয়ে করতে ক্লিক করে দিব তারপর ট্রন এর প্রাইভেট কি দিয়ে ট্রান্সফারের ক্লিক করব। তারপর হিস্টরি গিয়ে দেখে নেবো Trx ডিপোজিট হয়েছে কিনা ডিপোজিট হয়ে থাকলে আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গেছে।

33.PNG

34.PNG

35.PNG

break.png

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে পলোনিক্স এর Trade এ ক্লিক করে তারপর Spot এ ক্লিক করবো। তারপর বামপাশের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সার্চ বারে স্টিম লিখে সার্চ দিয়ে Steem/Usdt pair সেলেক্ট করে নিব।

36.PNG

37.PNG

38.PNG
তারপর Sell Steem অপশন এ ক্লিক করে পছন্দমতো প্রাইস সিলেক্ট করে এমাউন্টের ঘরে স্টিম এর পরিমান দিয়ে Sell Steem এ ক্লিক করে দিব।

39.PNG

একই পদ্ধতিতে Trx sell করে আমরা Usdt বানাতে পারব।

36.PNG

37.PNG

40.PNG

image.png


এ পর্যায়ে আমি আমার ট্রানজেকশন হিস্টরির স্ক্রীনশট সংযুক্ত করেছি।

image.png

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি দেখার জন্য। কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ সবাইকে।

shimanto322.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ৪ এর লিখিত পরীক্ষা দিয়েছেন। প্রতিটি প্রশ্নের উত্তর আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

প্রথম আপনাকে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি খুব সুন্দর করে প্রশ্নের উওর দিয়েছেন।আশা করি খুব তাড়াতাড়ি কাঙ্খিত পর্যায়ে চলে যাবেন।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।

 3 years ago 

প্রতিটি স্ক্রিনশট আমাদের মাঝে শেয়ার করে আপনি যতটুকু জ্ঞান লাভ করেছেন তার পরিপ্রেক্ষিতে অনেক সুন্দরভাবে লেভেল 4 এর বিষয়গুলো তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই এগিয়ে যান।

 3 years ago 

@shimanto322

আশা করছি আপনি সবটা মোটামোটি বুঝতে পেরেছেন।ভবিষ্যৎ এ কমিউনিটির সকল নিয়মের মাঝে থেকে অবশ্যই নিজেকে একটিভ করার চেষ্টা করুন।আপনার এবসেন্ট ট্যাগ আমি তুলছিনা।যখন দেখবো আপনি একটিভ হচ্ছেন তখন ই এই ট্যাগ ই বাদ দিবো।

 3 years ago 

লেভেল 4 এর প্রতিটি বিষয়ে বেশ ভালোভাবে আয়ত্ত করেছেন দেখছি আপনি। এবং খুব সুন্দর ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সুন্দর ছিল আপনার উপস্থাপনা। আপনার অনাগত ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।