জেনারেল রাইটিং পোস্ট - " বিশ্বাস ও ভালোবাসা "

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।বছরের আজ শেষ দিনে শেষ পোস্ট করতে চলে এলাম।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

বিশ্বাস ও ভালোবাসাঃ


21985.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি জেনারেল রাইটিং পোস্ট।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আজকের জেনারেল রাইটিং লেখার বিষয়টি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন পোস্টের টাইটেল পড়ে।মানব জীবন ক্ষনস্থায়ী।এই ছোট ও ক্ষনস্থায়ী জীবনে মানুষ প্রেম ও ভালোবাসা দিয়ে জীবনকে রাঙিয়ে রাখতে চায়।ভালোবাসা পেলে মানুষের জীবন পরিপূর্ণতা পায়।আর এই ভালোবাসা মজবুত হয় বিশ্বাস নিয়ে।বিশ্বাস আর ভালোবাসা একে অন্যের পরিপূরক।

ভালোবাসা যেমন বিশ্বাস ছাড়া টেকে না।ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা ও টিকে থাকেনা।তাই একটিকে ছাড়া অন্যটি অচল।যেকোনো রিলেশনে বিশ্বাস ভীষণ জরুরী।বিশ্বাস ছাড়া কোন সম্পর্কই টিকিয়ে রাখা যায়না।নারী-পুরুষের ভালোবাসা,সন্তান-মা-বাবার ভালোবাসা,বাবা-সন্তানের ভালোবাসা প্রতিটি ভালোবাসায় একজনের প্রতি অন্যজনের বিশ্বাস থাকে।আর এই বিশ্বাস আছে বলেই ভালোবাসা এতো সুন্দর ও পবিত্র।

একজন মানুষের প্রতি অন্য একজন মানুষের ভালোবাসা আছে অথচ বিশ্বাস নেই তবে কিন্তু সেই ভালোবাসা ক্ষনস্থায়ী হয়ে যাবে।আবার একজন মানুষের জন্য অন্য একজন মানুষের বিশ্বাস আছে,আর বিশ্বাস থেকে ওই মানুষটির প্রতি ভালোবাসা জন্মাতে ও পারে।আর এই কারনে বিশ্বাস ছাড়া ভালোবাসা মূল্যহীন।

আমাদের সমাজে এখন বিশ্বাস ধীরে ধীরে উঠে যাচ্ছে।মুখে মুখে ভালোবাসার কথা বললেও বিশ্বাস হারিয়ে যেতে বসেছে।বিশ্বাস না থাকার জন্য ভালোবাসা ও হারিয়ে যেতে বসেছে।ভালোবাসা টিকে থাকে শুধুমাত্র বিশ্বাসের উপরেই।তাই আমাদের উচিত বিশ্বাসের প্রতি সম্মান করা।একজন মানুষ যেনো অন্য একজন মানুষকে বিশ্বাস করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।বিশ্বাস ঠিক মতো অর্জন করতে পারলেই ভালোবাসা পাওয়া সম্ভব।তাই আমাদের বিশ্বাসের জায়গাটা কে মূল্য দিতে হবে।তবেই ভালোবাসা পাওয়া সম্ভব হবে।

আজ এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

20764.png

20765.gif

21446.png