আমার স্বরচিত ভালোবাসার কবিতা -💞 "ভালোবাসার আলো "

in আমার বাংলা ব্লগ18 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ


19941.jpg

কভার ফটো@shimulakter


বন্ধুরা,আজ শেয়ার করে নেবো একটি ভালোবাসার কবিতা।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে কবিতা লিখতে।যদিও কবিতা লেখা সহজ বিষয় নয়।মনের মধ্যে থাকা অনুভূতি নিয়ে কবিতা লিখতে হয়।কখনও সেই অনুভূতি হয় ভালোবাসার।আবার কখনো হয় তা বিরহের।বিরহ কিংবা ভালোবাসা যেকোনো অনুভূতি নিয়ে কবিতা লিখতে আমার খুব ভালো লাগে।আজকের কবিতাটি লিখেছি আমি ভালোবাসার অনুভূতি নিয়ে।আজকের কবিতার কভার ফটো আমার নিজের।এই প্রথম নিজের ফটোগ্রাফি ইউজ করেছি কবিতার মধ্যে।আশাকরি আজকের কবিতা আর কভার ফটো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে ভালো লাগবে।

আজকের কবিতার নাম দিয়েছি "ভালোবাসার আলো"।ভালোবাসার নিজস্ব আলো আছে।ভালোবাসার মাধ্যমে মনের সব দরজা জানালা খুলে যায়।তখন চারপাশটা আলোকিত হয়ে উঠে।আলোকিত হয়ে উঠে জীবনের প্রতিটি দিক।ভালোবাসার শক্তি অনেক।ভালোবাসার শক্তিতে একজন মানুষের সবকিছু আলোয় আলোয় ভরিয়ে তুলতে পারে।ভালোবাসার মানুষটিকে পেয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে।ভালোবাসার মানুষটি এলে সব অন্ধকার দূর হয়ে যায়।জীবন হয়ে উঠে রঙিন ও আনন্দময়।এমন কিছু অনুভূতি নিয়েই আমি আমার আজকের ভালোবাসার কবিতাটি লিখেছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন বন্ধুরা,ভালোবাসার অনুভূতিতে লেখা কবিতাটি আবৃত্তি করে আসি---

আজকের কবিতা- "ভালোবাসার আলো


লেখা - শিমুল আক্তার


ভালোবাসার আলো হয়ে
কাছে এলে তুমি
পূর্ণতা পেলো জীবন আমার
ধন্য হলাম আমি।

জীবন ছিল ছন্নছাড়া
সুখ ছিল না মনে
তুমি এসে ভালোবেসে
জীবন রাঙিয়ে দিলে।

একা ছিলাম বড্ড একা
কেউ ছিল না পাশে
তুমি এলে জীবনে আমার
আলোয় ভরিয়ে দিলে।

স্বপ্ন ছিল না দুচোখে আমার
স্বপ্ন হয়ে এলে
জেগে থেকেও স্বপ্ন দেখি
তোমায় কাছে পেয়ে।

আদরমাখা ভালোবাসার
তুমি দিয়েছ জীবন
তোমায় পেয়ে সব পেয়েছি
ধন্য আমার জীবন।

অন্ধকার দূর হয়েছে
তোমায় কাছে পেয়ে
ভালোবাসার আলো হয়ে
এলে তুমি কাছে।

150.png

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা পোস্ট
ক্যামেরাVivo S30 Pro Mini
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

55.gif

20122.png