লাইফ স্টাইল - " প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া নানা ধরনের খাবার "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া নানা ধরনের খাবারঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।মনের অনুভূতি গুলো আপনাদের কাছে প্রকাশ করতে না পারলে একদম ই ভালো লাগে না।তাইতো আজ চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। বেশ কিছুদিন হয় শ্বশুরবাড়িতে আছি।পূজোর ছুটি পেয়ে এবার অনেকদিন বেড়ালাম।স্কুল খুলবে আগামীকাল।কিন্তু আমরা ঢাকায় যাব আগামী শুক্রবার।আমার শ্বশুরবাড়ির আশেপাশে বেশ কিছু হিন্দু পরিবার বাস করেন।আর তাদের সাথে আমাদের খুবই সখ্যতা।আমরা একে অপরের সাথে মিশে আছি সব সময়।ঈদ এলে তারা যেমন আমাদের নিমন্ত্রণে আমাদের বাসায় আসেন।ঠিক তেমনি আমরা ও তাদের নিমন্ত্রণে পূজোয় তাদের বাসায় বেড়াতে যাই।আর এছাড়া ও ঈদের দিন সকালে আমরা পায়েস-জর্দ্দা পোলাও রান্না করে সবার মাঝে দিয়ে থাকি।
গতকাল ছিল লক্ষী পূজা।তাই আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি পাশের বাড়ির কাকীমনিরা আমাদের জন্য নানা ধরনের খাবার নিয়ে এসেছেন।সকাল সকাল এতো মজার মজার আইটেমের খাবার দিয়ে প্লেট সাজানো দেখে মনটা সত্যি অনেক ভালো হয়ে গেলো।আমাদের সাথে তাদের আন্তরিকতা অনেক দিনের।
আমার শ্বাশুড়ি যেমনটা করেছেন আমি বড় বউ হিসেবে সেটা ধরে রাখার চেষ্টা করি সব সময়।আমাদের ঈদের সময়টাতে কাকীর ছেলে-মেয়েরা অপেক্ষা করে নাকি বসে থাকে আমাদের রান্না করা পায়েস আর জর্দ্দা পোলাও খাওয়ার জন্য।এটাতো আন্তরিকতা না থাকলে আসলে হয়না।আমরা ও চেষ্টা করি সবার সাথে মিলে মিশে থাকার।কাকী এসব খাবার দিয়েই কিন্তু শেষ করেননি।আজ সকালে বলে গেছেন আমরা দুই বউ যাতে তাদের বাসায় সন্ধ্যায় যাই।অনেক গল্প ও খাওয়া-দাওয়া হবে।আমি আমার জা কে বলেছি সন্ধ্যার পর দুজন মিলে যাব তাদের যাব।
এই দুই সম্প্রদায়ের এতো যে আন্তরিকতা তা যেনো অটুট থাকে সব সময় সেই দোয়া করবেন সবাই।এবার বাড়িতে খুব ভালো সময় কেটে গেলো।সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে শহরে চলে যাব আর দুই দিন পর।আজকের সুন্দর কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঝালকাঠী,বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।





