ফটোগ্রাফি পোস্ট - "সামুদ্রিক শামুক ও ঝিনুকের চমৎকার কিছু ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ16 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

সামুদ্রিক শামুক ও ঝিনুকের চমৎকার কিছু ফটোগ্রাফিঃ


17320.jpg

17321.jpg

বন্ধুরা,আজ শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট।আমার পোস্ট যারা পড়েন তারা সবাই জানেন আমি গতকাল সকালে কক্সবাজার বেড়াতে এসেছি।আর এখনে এসে সময়টা ভীষণ সুন্দর কাটাচ্ছি। সমুদ্র সৈকতে সময় কাটানো অনেক বেশী আনন্দের।সারাদিন সমুদ্র সৈকতেই কেটেছে আমাদের।আমার চাচা শ্বশুরের পরিবারের ননদদের কে নিয়ে দারুন সময় কাটিয়েছি।গতকাল সন্ধ্যায় সবাই মিলে বার্মিজ মার্কেটে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম।

17322.jpg

17323.jpg

গতকাল সন্ধ্যায় সুগন্ধা বিচ থেকে হেঁটে লাবনী বিচে গিয়েছিলাম।সেই বিচের বার্মিজ মার্কেটের সব গুলো দোকান ঘুরেছিলাম।মুক্তার রিং ও কালের টপ কিনেছিলাম।আর বেশ কিছু বার্মিজ আচার কিনেছিলাম।সময়টা ভীষণ ভালো কেটেছিল।আমি সব সময়ের মতো ফটোগ্রাফি করেছিলাম।তাই আজ শেয়ার করে নিলাম।

17324.jpg

এসব দোকানে সামুদ্রিক শামুক,ঝিনুকের বেশকিছু আইটেম ছিল।অনেকে শখ করে এসব নিয়ে থাকেন।আবার ঘর সাজানোর জন্য ও অনেক কিছু পাওয়া যায়।

17326.jpg

17327.jpg

আমি আর আমার ননদরা বেশকিছু ব্রেসলেট নিয়েছিলাম।এরপর কেনাকাটা শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসি।আজকের ফটোগ্রাফি গুলো আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজ আর নয়।আজকের ফটোগ্রাফি গুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তবেই আমার সার্থকতা।ভালো থাকবেন সবাই।আবার দেখা হবে অন্য কোন পোস্টে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনকক্সবাজার ,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।