💕 " শীতের পোশাক কেনার জন্য নিউ মার্কেটে গেলাম "

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।

শীতের পোশাক কেনার জন্য নিউ মার্কেটে গেলামঃ


20241205_151504.jpg

বন্ধুরা,আজ এলাম ভ্রমন পোস্ট নিয়ে।শীতের আমেজ তেমন না পরলে ও শীতের দিন চলে এসেছে।তাই কিছু কেনাকাটা তো করতেই হয়।আর এজন্য নিউ মার্কেটে যেতে হয়েছিল।ছেলের এক্সাম ছিল তাই সময় হয়নি কেনাকাটা করার।এক্সাম শেষ হলে সেদিন শীতের কাপড় দেখতে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে এসেছিলাম।তাই আজ শেয়ার করতে চলে এলাম।নিউ মার্কেটে এতো পরিমান ভীড় ছিল তা যদি দেখাতে পারতাম তবে আপনারা বুঝতে পারতেন কি একটা অবস্থা। এতোটাই ভীড় ছিল যে সেই ভীড়ে আমি ছবি তোলার মতো কোন অবস্থা ই করতে পারিনি।কিন্তু আমার এতো ভীড় দেখে একটা কথাই মনে হয়েছে।শীত তো তেমন একটা ঢাকাতে পরেনি তবে মানুষ এতো উপচে ভরা ভীড় কেন করছে।

20241205_151520.jpg

20241205_151456.jpg

এতো পরিমান ভীড় ছিল যে,আমি মার্কেটে গিয়ে অন্য কোন শপে যাওয়ার সাহস ই করিনি।আমি সরাসরি শীতের কাপড় কেনার জন্য শীতের কাপড়ের দোকানে চলে গেলাম।সেই দোকান পর্যন্ত যেতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে।যাই হোক এই দোকানে গিয়ে আমি আমার জন্য,ছেলের জন্য শীতের কাপড় দেখতে লাগলাম।শীত যেহেতু কম তাই বেশী কিছু নেব না এমনটা ই ভেবে নিয়ে হাল্কা কিছু কাপড় দেখানোর জন্য দোকানদারকে বলেছিলাম।তিনি নান রকমের বাচ্চাদের জ্যাকেট,হুডি আমাকে দেখিয়েছিল।ছেলে শুধু হুডি আর জিন্সের প্যান্ট নিয়েছিল।আর ট্রাউজার নিয়েছিল।আমি ও সোয়েটার নিয়েছিলাম।

20241220_162816.jpg

20241205_151841.jpg

20241205_151533.jpg

নিউ মার্কেটের উপচে পরা ভীড় দেখে আমি কেনাকাটা করার ইচ্ছেটা পরোপুরি হারিয়ে ফেলেছিলাম।তারপরেও প্রয়োজন বলে কথা।তাই গরম কাপড় এক এক করে অনেক ধরনের ডিজাইন দেখে নিয়ে নিজের জন্য ও ছেলের জন্য নিয়ে নিলাম।কেনাকাটার পর ছেলেকে যে কিছু খাওয়াব তা এই ভীড়ের জন্য পারিনি।তাই এলাকার মধ্যের দোকান থেকে ই ওর পছন্দের কিছু খাবার ওকে নিয়ে দিলাম।

20241205_151806.jpg

নিউ মার্কেটে এতো ভীড়ের কারনে ইচ্ছে থাকলেও আর কোন দোকানে ঘুরে ঘুরে দেখা হলোনা।প্রয়োজনীয় কেনাকাটা করে ই বাসায় চলে এলাম।তবে আরো কিছু কেনাকাটা আমার করতে হবে।সেটা না হয় অন্য কোথাও গিয়ে কিনতে হবে।আশাকরি আমার শেয়ার করা অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

আজ আর নয়।এখানেই শেষ করছি।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীভ্রমন
ক্যামেরাsamsung A 20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশননিউ মার্কেট,ঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 yesterday 

নিউমার্কেটে শীতের পোশাক কেনার জন্য গিয়েছিলেন, এটা শুনে খুব ভালোই লাগলো। আসলে বেশি ভিড় হলে ঘুরে-ঘুরে বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করতে একেবারেই ভালো লাগেনা। যাইহোক শীতের কেনাকাটা ভালোভাবেই করা হয়েছে দেখে ভালো লাগলো। মুহূর্তটা অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 
 2 days ago 

আসলে প্রচন্ড শীতের মধ্যে শীতের গরম পোশাক সকলের প্রয়োজন। তাই নিউমার্কেটে অনেকেই শীতের পোশাক ক্রয়ের জন্য এসেছে, তাই এরকম ভিড়ের সম্মুখীন হয়েছেন। যাহোক শীতের পোশাক ক্রয়ের অনেক সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন।

 2 days ago 

শীতের সময় চলে এসেছে। আর এই সময়টায় আমাদের সকলের প্রয়োজন গরম গরম পোশাক। যে সমস্ত পোশাকগুলো শীত থেকে আমাদের রক্ষা করবে। ঠিক তেমনি একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। শীতের পোশাক কেনার সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন এই পোস্টের মাঝে। আপনার পোস্ট করার মধ্য দিয়ে অনেক কিছু দেখাও জানার সুযোগ হল।

 2 days ago 

বাঙালি শীতে নয় হুজুকে বিশ্বাসী। তাই কেউ একজন শীতের কাপড় কিনতে যাচ্ছে শুনলে সব হিড়িক খেয়ে কিনতে চলে যায়।
যাইহোক এতো ভিড়ে কেনাকাটা করা কঠিন। তবুও বেশ কিছু শীতের কাপড় কিনেছেন দেখে ভালো লাগলো।

 2 days ago 

আপু আপনি শীত এর পোশাক কেনাকাটা করার জন্য নিউমার্কেট গিয়েছিলেন। আর সেখান কার অভিজ্ঞতা আমাদের মধ্যে তুলে ধরেছেন। শীত পড়লে একটা হলেও নতুন গরম জামা কিনতে ইচ্ছে হয়। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 days ago 

CollageMaker_20241220224712515.jpg

 yesterday 

শীতের পোশাক কেনার জন্য আপনারা নিউমার্কেট গিয়েছিলেন জানতে পারলাম বেশ ভালো লাগলো আপু। আসলে নিউমার্কেট সব সময় বেশ ভিড় থাকে এটা আমিও বেশ কিছু বার লক্ষ্য করেছি। তবে আমার কাছে মনে হয় সেখানে রাতের বেলায় ভিড় বেশি থাকে। এত সুন্দর ভাবে পোস্ট লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 yesterday 

আমারও শীতের পোশাক কেনা বেশ প্রয়োজন। কিন্তু সময় আর অর্থের অভাবে কেনা হচ্ছে না। আগে জানলে আপনাকে বলতাম এই রিফোজির জন্য একটি শীতের পোশাক কিনতে। যাই হোক এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।