ভ্রমন পোস্ট - 🥰 " শীতের ছুটিতে বাড়ির পথে "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
শীতের ছুটিতে বাড়ির পথেঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ভ্রমন পোস্ট।প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন অনুভূতি নিয়ে পোস্ট শেয়ার করতে।বেশকিছু দিন হয় ছেলের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলো।বাড়িতে যাব যাব করে যাওয়াই হচ্ছিল না।কারন ছেলের ফাইনাল এক্সামের খাতা দেখাবে স্কুল থেকে নোটিশ দিয়েছিল।তাই খাতা না দেখে যেতে পারিনি।গতকাল ছেলের এক্সামের খাতা দেখে শেষ করলাম।আলহামদুলিল্লাহ ভালো ই করেছে।ক্লাস ফাইভ থেকে এবার ক্লাস সিক্সে উঠে গেলো।যদিও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।আমি কিন্তু আর ফলাফল দেখার জন্য অপেক্ষা করে থাকিনি।ছুটির সময়টাকে কাজে লাগাতে আমি আজ ভোরে বাসা থেকে বের হয়ে সায়েদাবাদ থেকে বাসে উঠে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয়ে এসেছি।আমার সাথে ছিল আমার আম্মু ও ছেলে।
বাসে টিকিট কেটে বসলাম ১০ টার সময়।বাস ছেড়ে গেলো ১০.৩০ টায়।বাস ছেড়ে দিল।খুব একটা ঠান্ডা পরেনি এখনো।তবে পদ্মা সেতুর পার হয়ে যাওয়ার পর ঠান্ডা বাতাস গায়ে লাগলো।ঢাকার বাইরে কিছুটা ঠান্ডা অনুভব হলো।আমরা সকালে চা আর পরোটা,ডিম খেয়ে বের হয়েছিলাম।কারন বাইরের খাবার আমি কখনো খেতে চাই না।তাই পথে খাওয়ার জন্য ছেলে ও আম্মুর জন্য কিছু শুকনো খাবার আমি কিনে নিয়েছিলাম।
আমাদের বাস ঝালকাঠিতে পৌঁছায় বেলা ২.৩০ টার সময়।আমরা একটি অটো রিকশা নিয়ে বাসায় পৌঁছে যাই।আমাদের বাড়িতে কেউ নেই তা হয়তো আপনারা অনেকেই জানেন।তবে এক আপা বাড়িঘর দেখাশোনা করে রাখেন।সেই আপা আমরা বাড়িতে এলে আমাদের জন্য রান্না করেন।তিনি আমাদের জন্য আজ রান্না করে রেখেছিলেন।আমরা বাসায় এসে ফ্রেস হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম।এরপর ই বসলাম পোস্ট লিখে আপনাদের মাঝে অনুভূতি গুলো শেয়ার করতে।
আমার ছোট জা খুলনা থেকে আসবে এখানে।ওর মেয়ের ফাইনাল এক্সামের খাতা ১৩ তারিখে দেখানো হলেই ওরা চলে আসবে।তখন অনেক বেশী ভালো লাগবে সবাই মিলে সুন্দর সময় কাটবে আমাদের।বাড়িতে এলে সবাই মিলে খুব সুন্দর সময় কাটে।এই সময়টার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি।বাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ হলে সবাই একসাথে শ্বশুরবাড়িতে কাটাবো।আমিতো আজ চলে এলাম।এখন অপেক্ষা ছোট জায়ের জন্য। আশাকরি সুন্দর সময়গুলো আপনাদের মাঝে শেয়ার করে নেবো।আজকের সুন্দর অনুভূতি গুলো আশা করছি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | ভ্রমন পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
আজ আর নয়।এখানেই আজ ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।



