ভ্রমন পোস্ট - "বোনের বাসায় গিয়ে বোনকে সারপ্রাইজ দিলাম "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
বোনের বাসায় গিয়ে বোনকে সারপ্রাইজ দিলামঃ
বন্ধুরা,এখন চলছে স্কুল হলিডে।তাই সময়গুলো সুন্দর ভাবে কাটাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি।এইতো সেদিন কক্সবাজার থেকে এসে বোনকে সারপ্রাইজ দিতে বোনের বাসায় গিয়েছিলাম।আমি সেদিন যাবো বোনের কাছে বলিনি।সারপ্রাইজ দিতে আমি ভীষণ পছন্দ করি।তাই ভাবলাম ওকে না জানিয়েই চলে যাব।আমার বোনের বাসা বসুন্ধরা আবাসিক এলাকায় আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন।আমি ওর বাসায় যাওয়ার পর কলিং বেল বাজাতেই ও গেট খুলে অবাক হয়ে গেলো আমাদেরকে দেখে।ওর বাসায় আমার আম্মুও ছিল।বোন,বোনের হাসবেন্ড আর বাচ্চারা সবাই খুব সারপ্রাইজ হয়েছিল।যা দেখে আমার ও খুব ভালো লেগেছিল।
আমরা কিছু সময় গল্প করলাম।আমার বোন নানা রকমের নাস্তা দিল আমাদের কে।আমরা নাস্তা করে চা পান করলাম সবাই।এরপর শুরু হলো কক্সবাজারের কাটানো দিন গুলোর গল্প।আমি বোনের জন্য কক্সবাজার থেকে যা যা এনেছিলাম তা ওকে দিলাম।উপহার পেয়ে ভীষণ খুশী হলো বোন।আর শুঁটকি মাছ পেলে তো সবাই খুশী হয়।কারন যারা শুঁটকি মাছ পছন্দ করেন তারা দেখবেন এই শুঁটকি মাছ গিফট পেলে খুব খুশী হয়ে থাকেন।তাই বোন ভীষণ খুশী হয়েছিল।
এরপর দুই বোনের গল্পের ফাঁকে ফাঁকে আমার বোন নানা রকমের আইটেম এক এক করে রান্না করে যাচ্ছিল।আমার বোন সেদিন দুপুরে আমাদের জন্য কি কি রান্না করেছিল সেই রেসিপির ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করে রেখেছিলাম।আশাকরি আপনাদের মাঝে শেয়ার করে নিলে বুঝতে পারবেন রেসিপি গুলো কতোটা মজার হয়েছিল খেতে।
আমার বোন সেদিন দুপুরে পোলাও,সাদা ভাত,চিকেন ফ্রাই,মেনি মাছ ভুনা,কোরাল মাছ ভুনা,শোল মাছ দিয়ে লাউ রান্না, সালাদ,হাঁসের মাংস ভুনা এসব কিছুর আয়েজন করেছিল।আরো কিছু আইটেম করা হয়েছিল কিন্তু সেসব রেসিপির ফটোগ্রাফি শেয়ার করা সম্ভব নয়।সেদিন সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা।মজার মজার রেসিপি খাওয়া আর গল্পে গল্পে সময় গুলো দারুন উপভোগ করেছিলাম আমরা।
বছরের এই ডিসেম্বর মাসটির জন্য আমরা অপেক্ষায় থাকি দুই বোন একসাথে সুন্দর সময় কাটাতে।কারন বাচ্চাদের লেখাপড়ার জন্য একই শহরে থাকা হলেও দুজনের সাথে খুব কমই দেখা হয়।মোবাইল ফোনের কারনে যদিও প্রতিদিন অনেক সময় নিয়ে দুই বোন কথা বলি।মনের ভাবের আদান-প্রদান করা হয়।কিন্তু চোখের দেখা খুব একটা হয় না।
দুইদিন ওর বাসায় ছিলাম আমরা।আমাদের সাথে ছিল আমাদের আম্মু।সময় গুলো খুব আনন্দময় কেটেছিল।আমার বাসায় ও ওরা আসবে সেই সুন্দর মূহুর্ত গুলো ও আমি চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার।আশাকরি আজকের সুন্দর অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | ভ্রমন পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বসুন্ধরা ,বাংলাদেশ |
আজ আর নয়।এখানেই আজ ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।













