অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি পাখার অরিগামি "

in আমার বাংলা ব্লগ14 days ago
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে আমার মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি পাখার অরিগামিঃ


আমার বাংলা ব্লগ_20240419_022244_0000.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

20240419_014811.jpg

20240419_014719.jpg

20240419_014525.jpg

20240419_014318.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,গ্রীস্মের প্রখর রোদে পথে -ঘাটে নানান রকম পেশার মানুষ প্রতিনিয়ত শরীরের ঘাম ঝরিয়ে পরিশ্রম করে যাচ্ছে।তাদের কথা ভাবলে আসলে কষ্টই হয়।আমিতো সেই ঈদের পরের দিন বাবার বাসা থেকে ঈদের আমেজ কাটিয়ে বাসায় এসেছি।আর বাইরে বেরই হইনি।এই গরমে তো বাইরে বের হওয়ার কথা চিন্তাই করতে পারি না।ছেলের স্কুল বন্ধ তাই আমার রক্ষে।তবে কাল বাদে পরশু দিন থেকে স্কুল খোলা।কি যে হবে তাই ভাবছি।এই গরমে আপনারা কিভাবে আছেন?কি করছেন?আমার মতো কি ঘরেই আছেন?সবার মতামত ই আসলে জানতে চাই।এই গরমে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি না করাই ভালো। যাই হোক এই গরমের কথা চিন্তা করে আর পথের খেটে খাওয়া মানুষগুলোর কথা ভেবে আমার আজকের এই পাখার অরিগামিটি করেছি।তাদের জন্য কিছু করা হয়তো আমার সম্ভব নয় পারিপার্শ্বিকতার কথা ভেবে।কিন্তু মন থেকে তাদেরকে আমার স্যালুট পৌঁছে দিলাম।আর তাদের জন্য আমার আজকের এই পাখার অরিগামিটি উৎসর্গ করলাম।পাখার এই অরিগামিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল চলুন আগে দেখে নেই --

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. গ্লু
৩. পুঁথি
৪. কেঁচি

20240419_004300.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240419_004734.jpg

20240419_004904.jpg

20240419_005245.jpg

প্রথমে আমি কালো কাগজ চিকন চিকন করে কেটে নিলাম।এরপর হলুদ কাগজের দুই পাশে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-২


20240419_005506.jpg

20240419_005520.jpg

20240419_005540.jpg

এবার হলুদ রঙের তিন টুকরো কাগজকে ভাজ করতে করতে একদম ছোট ভাজ করে নিলাম।

ধাপ-৩


20240419_010514.jpg

এরপর কাগজের মাঝ বরাবর ভাজ করে নিয়ে প্রতিটিকে গ্লু দিয়ে আটকে নিলাম।

ধাপ-৪


20240419_010901.jpg

20240419_010946.jpg

20240419_011455.jpg

20240419_012022.jpg

20240419_012424.jpg

এবার ভাজ করা তিনটি কাগজের টুকরোকে গ্লু দিয়ে আটকে নিলাম। এরপর হলুদ আর কালো কাগজ কেটে পেচিয়ে দুটো স্টিক বানিয়ে বিলাম।

ধাপ-৫


20240419_013513.jpg

এবার স্টিক দুটো দুপাশে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৬


20240419_013639.jpg

20240419_013743.jpg

20240419_013849.jpg

20240419_014110.jpg

20240419_014322.jpg

এরপর লাল রঙের কাগজ কেটে ফুল তৈরি করে নিলাম।দুটো ফুল একটির উপর অন্যটিকে গ্লু দিয়ে লাগিয়ে নিয়ে মাঝে গ্লু দিয়ে পুঁথিটিকে লাগিয়ে নিলাম।আর এরই মাঝে আমার পাখার অরিগামিটি তৈরি করা শেষ হলো।

উপস্থাপনা


20240419_014811.jpg

20240419_014719.jpg

20240419_014559.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা, বাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে টেবিলের অরিগামিটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 14 days ago 

আপু আপনি সবসময় নিজের কাজের মাঝে ভিন্নতা আনার চেষ্টা করেন দেখে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা হাতপাখাটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 13 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 
 14 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাগজ দিয়ে হাতপাখার খুবই সুন্দর একটি অরিগামি পোস্ট। আপনার তৈরি করা হাতপাখাটি দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 13 days ago 

ধন্যবাদ ভাইয়া মতামত প্রকাশ করার জন্য।

 14 days ago 

গরম আসতে না আসতেই আপু আপনি পাখা তৈরি করে ফেললেন। রঙিন কাগজ দিয়ে এভাবে পাখা তৈরি করে কিন্তু বাতাস খাওয়া যায়। আমি একবার এভাবে পাখা তৈরি করেছিলাম বেশ ভালই হয়েছিল। আপনার তৈরি করা পাখাটি দেখতে ভীষণ ভালো লাগছে আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 13 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 14 days ago 

না আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পাখার অরিগ্যামি তৈরি করলেন। এখন কিন্তু রঙিন কাগজের পায় সুন্দর সুন্দর জিনিস সবাই তৈরি করে। আমার নিজের কাছেও এরকম সুন্দর জিনিসগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে সুন্দর কিছু তৈরি করলে সেটি অথবা ঘরে দেয়ালে টাঙিয়ে রাখলেও সৌন্দর্য বেড়ে যায়। কিন্তু আপনি খুব সুন্দর একটি পাখার অরিগ্যামি তৈরি করলেন। যাইহোক দেখে কিন্তু বেশ ভালো লাগলো।

 13 days ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 14 days ago 

রঙ্গিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি পাখার অরিগ্যামি সম্পন্ন করেছেন। এই ধরনের কাজগুলি করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না । প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনি আস্তে আস্তে বেশ সুন্দর কাজ করতেছেন। এটা ভীষণ ভালো লাগলো। কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 13 days ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 14 days ago 

বাহ দুদিন কালারের খুব সুন্দর একটি পাখা তৈরি করেছেন। আমার কাছে কিন্তু কালো আর কমলা কালার দিয়ে তৈরি করার কারণে দেখতে অনেক ভালো লেগেছে। তাছাড়া লাল রংয়ের মাঝখানে একটি ফুলও দিয়েছেন দেখে পাখাটি আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। ভাজ করে করে এই পাখা তৈরি করতে কিন্তু আপনার বেশ সময় দিয়ে তৈরি করতে হয়েছে। আমি নিজেও একবার এরকম ছোট একটি পাখা তৈরি করেছিলাম। যাই হোক এত সুন্দর পাখা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 13 days ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 14 days ago 

গরমে বেগাল দশা আপু। স্বস্তির বৃষ্টি দরকার। দুপুর বেলা এমন অবস্থা হয় যে বের হতেই মন চায় না। যাইহোক, আপনি চমৎকার একটি হাতপাখা বানিয়েছে। বর্তমানে এটার চাহিদা অনেক। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

ধন্যবাদ ভাইয়া।

 14 days ago 

আপনি ঠিক বলেছেন আপু এখন তো যে গরম পড়ছে বাইরে বের হওয়া কষ্টকর । এখন তো ঘরে আছি আরামে আছি দুদিন পরে স্কুল খুললে তখন যে কি হবে আমিও তাই ভাবছি । আর এই গরমের ভিতরে আপনি পারফেক্ট একটি জিনিস তৈরি করেছেন । রঙিন কাগজ দিয়ে বানানো পাখাটি খুবই চমৎকার হয়েছে । এ ধরনের পাখাগুলো ছোট বেলায় অনেক বানিয়েছি । ভালই লাগে এই পাখাগুলো দেখতে ।

 13 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 59036.72
ETH 2970.23
USDT 1.00
SBD 3.73