" আলহামদুলিল্লাহ ছেলে নতুন স্কুলে চান্স পেয়েছে "

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

আলহামদুলিল্লাহ ছেলে নতুন স্কুলে চান্স পেয়েছেঃ


22431.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে না পারলে ভালো লাগে না।ভালো লাগা অনুভূতি গুলো পরিবারের সবার মাঝে ভাগ করে নিতে আমার সব সময়ই ভালো লাগে।ছেলের নতুন স্কুলে সেদিন রিটেন এক্সাম হয়েছিল আপনাদের মাঝে আমি তা শেয়ার করে নিয়েছিলাম।গতদিন এসএমএস এসেছে ছেলে ভর্তি পরীক্ষায় পাশ করেছে।আমরা যাতে ১৮ তারিখ ভর্তি করাতে স্কুলে যাই।

22451.jpg

22474.jpg

প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে আমরা যেনো সকাল ৯ টার সময় স্কুলে উপস্থিত থাকি।এই স্কুলে ভর্তি একদিন ই হয়।পরে গেলে কাজ হবে না।যাই হোক এরপর স্কুল থেকে আমাকে কল করে ও তারা একই কথা জানিয়েছে।আগামীকাল ১৮ তারিখ।তাই ছেলে আর বাবা কাল যাবে স্কুলে ভর্তি হতে।স্কুলটি আমার ভীষণ পছন্দ হয়েছে।ছেলে চমৎকার এই স্কুলে চান্স পাওয়াতে আমি ভীষণ খুশী।আমার ইচ্ছে ছিল ক্যান্টনমেন্ট স্কুলে পড়ানো।আল্লাহ আমার ইচ্ছে পূরণ করেছেন।এজন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া।আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য।

22446.jpg

নিয়মকানুন খুব ভালো এই স্কুলের।পড়ালেখা ও খুব ভালো হয়।তবে বাসা থেকে স্কুলটি বেশ দূর।স্কুল বাসে করেই ছেলে স্কুলে যাবে।ভালো কিছু পেতে হলে তো কষ্ট পেতেই হয়।মন দিয়ে লেখাপড়া করতে যেনো পারে এই দোয়া করি সব সময়।মানুষের মতো মানুষ হয়ে বড় হোক এই কামনা করি সব সময়।নিয়মকানুনের মধ্যে বড় হলে বাচ্চারা নিয়ম শৃঙ্খলা শেখে।আশা করছি এখানে পড়াশোনা করলে সবদিক থেকেই ভালো হবে।আমার খুব শখ ছিল এই স্কুলটিতে পড়ানো ছেলেকে।সেই আশা আমার পূর্ণ হয়েছে।তাই আজ আমি ভীষণ খুশী।মনের খুশীর কারন আজ আমি পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার সুন্দর অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবরিশাল,বাংলাদেশ

আ‌জ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

20764.png

20765.gif

22582.png