আপু এটা ঠিক বলেছেন আমরা নীতি বাক্য মানিনা।সকাল সকাল খালি পেটে দুধ চা আমার জন্য খুব ক্ষতিকর। কিন্তু এটা না খেতে পারলে যেনো আমার দিনটাই শুরু হয়না।নাস্তার পরে চা পান করবো তেমনটা আসলে হয়ে উঠে না।তাই কষ্ট নিজেই পাই। এই অভ্যাস আজো বদলাতে পারলাম না।আপনার পোস্টটি পড়ে নিজেকে ই যেনো দেখতে পেলাম।😂 যদিও আইসক্রিম আমারও খুব প্রিয়।