আজ এই বিশেষ দিনে অনেক অনেক অভিনন্দন জানাই। যা কিছু হারিয়ে গেছে তা হয়তো আমাদের জন্য ভালো নয়,বা ভালো ছিল না।এমনটা ভেবে আফসোসের জায়গাটাকে বন্ধ করে কিন্তু দিতে পারি।যা কিছু আছে আমাদের পাশে তাই আমাদের জন্য মঙ্গল এমন ভাবনা আমাদের মনে প্রশান্তি দেয়।শুভ হোক বাকি পথচলা।
অনুপ্রাণিত হলাম, শ্রদ্ধা ও ভালবাসা রইল আপনার জন্য।