বয়স যখন ৩৪
সেই ১৯৯১ সালের ১৪ ডিসেম্বর থেকে শুরু করে আজকে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর। কতগুলো দিন মাঝে অতিবাহিত হয়ে গিয়েছে ভাবা যায় ! মায়ের পেট, মায়ের কোল, গুটিগুটি পায়ে হাঁটা শেখা, নিজেই হেঁটে বেড়ানো, বাল্যকাল, শৈশব, কৈশোর, স্কুল-কলেজ জীবন, পেশা জীবনে পদার্পণ, বিবাহ বন্ধনে আবদ্ধ, সাংসারিক জীবন তারপর আবার নিজেই সন্তানের বাবা হওয়া।
সবকিছু যেন এই সময়ের মাঝেই হয়েছে। হয়তো সামনে আরো অনেকটা সময় বাকি আছে। প্রতিনিয়ত অভিজ্ঞতা ও দায়িত্ব যেন বেড়েই যাচ্ছে। জীবনের এই গতিপথ বড্ড ঘূর্ণায়মান। সেই যে জন্ম থেকে শুরু করে প্রতিটা বছর যখন ১৪ ডিসেম্বর এসেছে আর তখন বয়স নামক সংখ্যা ক্রমাগত যেন বৃদ্ধি পেয়েছে।
৩৪ বছর কত লম্বা সময় তাই না ! কি পেলাম এ জীবনে, সেই হিসেব কখনো করিনি বরং যা হারিয়ে ফেলেছি কিংবা প্রতিনিয়ত যা হারিয়ে যাচ্ছে সেসব আমাকে বড্ড ভাবায়। নিজের পরিবার, আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী এমনকি অনেক কাছের লোকজনকে হারিয়েছি কিংবা অনেক মধুর সম্পর্কে বড্ড দূরত্ব তৈরি হয়ে গিয়েছে।
দূরত্ব ও হারিয়ে ফেলার মাঝে, জীবনে প্রাপ্তির ফলাফল বড্ড পানসে। এখন এসে পিছনে ফিরে তাকালে মনে হয় সব প্রাপ্তির বিনিময়ে যদি, হারিয়ে যাওয়া সবকিছু আবারও ফেরত পাওয়া যেত কিংবা যে সম্পর্ক গুলোতে দূরত্ব তৈরি হয়েছে সেগুলো যদি নতুন করে আবারো প্রাণবন্ত করা যেত, তাহলে হয়তো মন্দ হতো না। তবে বাস্তবতা বড্ড নিষ্ঠুর।
সব চাওয়া যে পূর্ণ হয় না, তা বাস্তবতা বেশ ভালোভাবে প্রমাণ করে দিচ্ছে । তাই হয়তো মাঝেমাঝে অহেতুক আফসোসের পাল্লাটা বড্ড ভারী হয়ে যায়। এ জীবন যেমন বহমান তেমনটা আবার হঠাৎই থমকে যাবে। এই সত্য মাথায় নিয়েই প্রতিনিয়ত এগিয়ে চলছি। জীবনের এই ৩৪ তম বসন্তে এসে, সবাইকে শুধু একটা কথাই বলতে চাই, মানুষ হয়ে যেহেতু জন্মেছি তাই প্রকৃত অর্থেই মানুষ হওয়ার চেষ্টা করছি।
ভালোবাসা নিরন্তর সকলের জন্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজ এই দিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই ভাইয়া,শুভ জন্মদিন।আপনার জীবনের প্রত্যেকটা সময় যেন সুখে শান্তিতেই কাটে, বাকি জীবনটা দায়িত্ব কাধে নিয়ে সুন্দর করে চালিয়ে যেতে পারেন সেই দোয়া রইল। প্রতিটা জন্মদিন আমাদের নিকট থেকে একটি বছর কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের শেষ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবেই আমাদের জীবন পার হয়ে যাবে।
ধন্যবাদ আপু অনুভূতি বুঝতে পারার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আজকের এই বিশেষ দিনটিতে আপনার জন্য সুদূর দেশ থেকে বন্ধুত্বপূর্ণ উষ্ণ অভিনন্দন জানাই। খুব ভালো থাকুন। সুস্থ থাকুন। আর পরিবারের সবাইকে নিয়ে হই হই করে কাটুক৷ বিশেষ জন্মদিনে ভাবি নিশ্চই দারুণ সব খাবার বানিয়েছেন৷ আজ লোভ দেব না। 😂
চৌত্রিশ বছর খুব একটা বেশি দিন নয় জীবনের৷ জন্ম চৌত্রিশ বছর আগে হলেও আপনি ১৮ টা অজ্ঞাত বসন্ত কাটিয়েছেন। তাই খুবই কম সময় হল জ্ঞাত বসন্তে রয়েছেন।
শুভ জন্মদিন শুভভাই। নামের মতই সব কিছু শুভ হোক আপনার। 💐💐💐
সূদুর বাংলাদেশ থেকে আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজ এই বিশেষ দিনে অনেক অনেক অভিনন্দন জানাই। যা কিছু হারিয়ে গেছে তা হয়তো আমাদের জন্য ভালো নয়,বা ভালো ছিল না।এমনটা ভেবে আফসোসের জায়গাটাকে বন্ধ করে কিন্তু দিতে পারি।যা কিছু আছে আমাদের পাশে তাই আমাদের জন্য মঙ্গল এমন ভাবনা আমাদের মনে প্রশান্তি দেয়।শুভ হোক বাকি পথচলা।
অনুপ্রাণিত হলাম, শ্রদ্ধা ও ভালবাসা রইল আপনার জন্য।
একটু দেরি করে হলেও শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই ভাই।। আপনি আমার থেকে অনেকটাই ছোট। তাই আপনি ছোট ভাই এর মতই আমার। খুব সুন্দর এবং সুস্থভাবে আগামী দিনগুলো পার করুন। উপরওয়ালা আপনার ইচ্ছে গুলোকে পূরণ করুক এবং আগামীর দিন সুন্দর করে তুলুন। পরিবার-পরিজন সকলকে ভাল রাখুন।
ভালোবাসা রইল দাদা।
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা রইল ভাই। প্রকৃতির নিয়মে জন্মেছি আবার প্রকৃতির নিয়মের মৃত্যুবরণ করতে হবে সবাইকে। তবে যেহেতু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তাই উচিত মানুষ হয়ে মৃত্যু বরণ করা। আপনার সকল স্বপ্নগুলো সৃষ্টিকর্তা পূরণ করুক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপাতত মানুষ হওয়ার চেষ্টা করছি, এটাই আসল লক্ষ্য। কৃতজ্ঞতা ও ভালোবাসা।
ভাই আপনাকে আদর্শ মানুষ হিসেবেই আমরা ভালোবাসি।
কৃতজ্ঞতা।
প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। আসলে জীবনে পাওয়া না পাওয়ার হিসাব মেলানো খুব কঠিন। তাই সেই হিসাব না করাটাই ভালো। তবে এই ছোট্ট জীবনে সবার সাথে মিলেমিশে থাকার চেয়ে আনন্দ আর কিছুতেই নেই। কিন্তু চাইলেও অনেক সময় সবার সাথে মিলেমিশে থাকাটা হয়ে উঠে না। যাইহোক আপনার আগামী দিনগুলো আরও সুন্দর এবং রঙিন হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য।
জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভাই।বছর ঘুরে এই দিনটি বার বার আপনার জীবনে আসুক। পরিবারকে নিয়ে অনেক আনন্দে কাটুক এবং জীবনের দিনগুলো সফলতার ভরে থাক এই কামনাই করি। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যদিও একটু দেরি হয়ে গেছে তবে ফেসবুকে পোস্ট দেখেই কিন্তু শুভেচ্ছা জানিয়েছিলাম। জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন অনেক বেশি আনন্দে কাটে এবং ভালো কাটে এই দোয়াই করছি ভাইয়া।
নিজেকে সব না পাওয়ার মাঝে হারিয়ে ফেলার মধ্যেও কিন্তু একটা অসাধারণ পাওয়া আছে ভাই। এই অনূভুতি টা যারা সব পেয়েছে তারা বুঝবে না। জীবনে আক্ষেপ যত বেশি বাঁচার আগ্রহ তত বেশি। জন্মদিনের অনেক অনেক শুভকামনা ভাই। শুভ জন্মদিন আপনাকে।।