ভ্রমন পোস্ট - " হিমছড়িতে একদিন "

in আমার বাংলা ব্লগ2 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

হিমছড়িতে একদিনঃ


17774.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ভ্রমন পোস্ট।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।কক্সবাজার বেড়াতে গিয়ে বেশকিছু জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম।এর মধ্যে হিমছড়িতে গিয়ে ভীষণ ভালো লেগেছিল।আমরা সবাই মিলে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম।আমরা সবাই সকালে উঠে নাস্তা করে গাড়িতে উঠে হিমছড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম।

17782.jpg

হিমছড়ি পৌঁছে আমরা পাহাড়ের উপর উঠে যাই।আমার চাচা শ্বশুর ও চাচী শ্বাশুড়ি ও শেষ পর্যন্ত পাহাড়ের উপর উঠে গিয়েছিল।এরপর আমরা সবাই বেশকিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।হিমছড়ির পাহাড়ে উঠে সম্পুর্ন সমুদ্র এক সাথে দেখতে পাওয়া ভীষণ আনন্দের।

17784.jpg

হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি ই মুগ্ধ হয়ে যাই। পাহাড় কেটে কেটে সুন্দর পথ করে দেয়া,আর মনোমুগ্ধকর ঝর্ণা দেখে সবাই ভীষণ খুশী।

17754.jpg

17770.jpg

17772.jpg

আমরা হিমছড়ি পাহাড় থেকে নেমে সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম।কারন কক্সবাজার বেড়াতে গিয়ে শীত একদমই অনুভূত হয়নি।তাই ঠান্ডা কিছু খেতে খুব ইচ্ছে করছিল।আর এই কারনে আমরা আইসক্রিম ও ডাব সবাই মিলে খেয়েছিলাম।

17789.jpg

17793.jpg

আমরা সবাই মিলে ঘোরাঘুরি শেষ করে দুপুরেই হোটেলে চলে এসেছিলাম।বেশকিছু ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম।তাই কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।

17797.jpg

17801.jpg

17805.jpg

পোস্ট বিবরন


শ্রেণীভ্রমন পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনকক্সবাজার,বাংলাদেশ

আজ আর নয়।এখানেই আজ ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

55.gif

17001.png