স্বার্থের দুনিয়া||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট আপনাদের সবার মধ্যে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার লেখা এই বিষয়বস্তুটি সকলের ভালো লাগবে।

স্বার্থের দুনিয়া:

dark-1837186_1280.jpg

source


স্বার্থের এই দুনিয়ায় সবাই স্বার্থপর। আপন মানুষগুলো সময়ের সাথে সাথে স্বার্থপর হয়ে যায়। যেই মানুষগুলোকে আমরা অনেক আপন মনে করি সেই মানুষগুলোই কোন এক সময় আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। তাদের স্বার্থপরতা আমাদেরকে কষ্ট দেয়। আমাদের কাছের মানুষদের কাছ থেকে পাওয়া কষ্ট গুলোই আমাদেরকে বেশি আঘাত করে। আর সেই আঘাতগুলো তিলে তিলে অনেক বেশি কষ্ট দেয়।

বর্তমান সময়ে কাছের মানুষগুলোও সব কিছুতে বিনিময় খোঁজে। নিঃস্বার্থভাবে কোন কিছু দিতে চায় না। বর্তমান সময়ের সবাই শুধু স্বার্থের নেশায় ঘুরে বেড়ায়। আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা আমাদের চারপাশের মানুষগুলোর বিভিন্ন রূপ দেখতে পাই। সময়ের সাথে সাথে তাদের রূপ বদলে যায়। চেনা মানুষগুলো ভিন্ন রূপে নিজেকে প্রদর্শন করে। আর তখনই আমরা বুঝতে পারি এই পৃথিবীটা কতটা স্বার্থপর।

যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো এই স্বার্থপরতা আমাদের মাঝে ছিল না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবকিছু যেমন বদলে গেছে তেমনি আমাদের মাঝে স্বার্থপরতা জন্ম নিয়েছে। তেমনি আমাদের কাছের মানুষ গুলোর মাঝেও অনেক বেশি স্বার্থপরতা জন্ম নিয়েছে। তাই তো সময়ের সাথে সাথে সম্পর্ক গুলো খারাপ হতে শুরু করেছে। আর আমরা নিজেদের কাছের মানুষগুলোর থেকেও দূরে সরে যাচ্ছি।

দিনশেষে দেখা যায় স্বার্থের এই দুনিয়ায় সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ যেন কিছুই বুঝতে চায় না। নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো সময়ের সাথে সাথে অনেক বেশি বদলেছে যায়। আর তাদের এই স্বার্থপরতা আমাদেরকে আরো বেশি কষ্ট দেয়। স্বার্থের কাছে যেন রক্তের সম্পর্কও আজকাল হার মেনে যায়।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  
 16 hours ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে এই স্বার্থের দুনিয়ায় বর্তমান সবাই স্বার্থের পেছনে ছুটতেছে। বলতে গেলে রক্তের সম্পর্ক গুলো স্বার্থ ছাড়া কিছু বোঝেনা।যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।