হঠাৎ, তীব্র ঝোড়ো হাওয়ার সে কি উচ্ছ্বাস,
আমাদের স্বপ্নকুটির নিমেষে হলো চুর সেই উচ্ছ্বাসে;
ঝঞ্জাবিক্ষুব্ধ সমুদ্র তখন ভীষণই অচেনা আমাদের কাছে ।
তবু এটাই তো জীবন ।
জীবনের ভাঙা-গড়ার খেলায় হঠাৎ কোনো ঝড় এসে এই জীবনকে ভাসিয়ে নিয়ে যায়। হয়তো সেই ঝড়ের কবলে ছিন্নভিন্ন হয়ে যায় স্বপ্নগুলো। তবু আমরা স্বপ্ন দেখি বেঁচে থাকার। তবুও আমরা নতুন স্বপ্ন বুনি এই জীবনে। এটাই তো জীবন। অসাধারণ লিখেছেন দাদা। আপনার কবিতা পড়ে সব সময় আমার অনেক ভালো লাগে। তেমনি আজকেও আপনার লেখা কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।❤️❤️