কবিতা "জীবন ও মৃত্যু"

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright-free Image source : Pixabay


কবিতা "জীবন ও মৃত্যু"



💘


♡ ♥💕❤

জীবন

জীবন হলো একটা সমুদ্দুরের মতো,
একের পর এক যেমন তার বুকে ঢেউ জাগে,
আমাদের জীবনেও তেমন ঢেউ আসে ।

সুখের তরঙ্গ ভঙ্গে উদ্বেলিত হয় জীবন,
সাগরের বুকে সুনীল আকাশের নীচে
হাওয়ারাও কাঁপন ধরায় সুখের ।

এরপরে ভেসে যাওয়া, সুখের স্রোতে গা এলিয়ে দিয়ে,
হিমেল হাওয়ার পরশে, মিঠে রোদ্দুর গায়ে মাখিয়ে,
মাথার উপরে সী-গালের চিৎকার ।
শুভ্র ডানায় তাদের রোদ্দুরের ঝিলিক;
এই তো জীবন, সুখের আনন্দের ।

কখন যে সাগরের বুকে স্ফীত হচ্ছে বেদনার জলরাশি,
ঈশান কোণে মেঘ জমছে একটু একটু করে,
আনন্দে মশগুল আমি খেয়াল তো করিনি ।

হঠাৎ, তীব্র ঝোড়ো হাওয়ার সে কি উচ্ছ্বাস,
আমাদের স্বপ্নকুটির নিমেষে হলো চুর সেই উচ্ছ্বাসে;
ঝঞ্জাবিক্ষুব্ধ সমুদ্র তখন ভীষণই অচেনা আমাদের কাছে ।
তবু এটাই তো জীবন ।

জীবন হলো একটা সমুদ্দুরের মতো,
কিছুই গ্রহণ করে না সে ।
ভালো কিছু তাকে দিলে, ভালো কিছুই ফেরত পাবে ।
খারাপ দিলে জীবনে খারাপটাই ফিরে আসে ।

বহুদিন আগে আমি একটি নারিকেল ফেলেছিলাম,
সুমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে আছড়ে ফেললো
দূরের এক বিরান দ্বীপে ।

সেই দ্বীপে আজ অসংখ্য নারিকেল গাছ,
মাথা উঁচু করে বেঁচে আছে, নতুনদের বেঁচে থাকার
স্বপ্নের রসদ হয়ে ।
এই তো জীবন ।

একদিন আমি কিছু জঞ্জাল ভাসিয়েছিলাম ঢেউয়ে,
সমুদ্র কিন্তু তা গ্রহণ করেনি মোটে ।
হঠাৎ, এক ঝড়ের রাতে পাহাড় প্রমান এক ঢেউ,
আছড়ে পড়লো আমার গৃহ প্রাঙ্গনে;
সঙ্গে তার বিশাল এক জঞ্জালের স্তুপ ।

আকণ্ঠ নিমজ্জিত আমি এখন, দমবন্ধ করা
বিশাল সেই নোংরা জঞ্জালের স্তুপের তলায় ।
এক মুঠো হাওয়ার জন্য,
ফুসফুস আমার ফেটে পড়তে চায় ।
এটাই জীবন ।

মৃত্যু

মৃত্যু হলো একটি নদীর মতো,
একটি মাত্র খেয়া তার ।
ওপারে গিয়েছে যে সে আর এপারে আসেনি ।

এপারের খবর ওপারে যায়নি,
ওপারের খবর কেউ এ পারে পায়নি ।
কথা যে দিয়েছিলো ওপারে যাওয়ার আগে,
নদীর ওপারে গিয়ে কথা সে আর রাখেনি ।

মৃত্যু নদীর খেয়ার মাঝি,
কড়ি বিনা পার কাউকেই সে করে না ।
পারের কড়ি হিসেবে সে যা দাবি করে,
মানুষের কাছে শুধু তা একটিমাত্রই থাকে ।

আর তা হলো মানুষের জীবন ।
জীবনই হলো খেয়ার পারের একমাত্র কড়ি ।
নদীর ওপারে গিয়ে কেউ তাই আর
এপারে ফিরতে পারেনি ।

মৃত্যুতেই তাই সব ফুরিয়ে যায় কি ?
অবশ্যই না ।
মৃত্যু নদীর ওপারে অনন্ত শাশ্বত প্রাণ জাগে ।

♡ ♥💕❤


Sort:  
 2 years ago 

হঠাৎ, তীব্র ঝোড়ো হাওয়ার সে কি উচ্ছ্বাস,
আমাদের স্বপ্নকুটির নিমেষে হলো চুর সেই উচ্ছ্বাসে;
ঝঞ্জাবিক্ষুব্ধ সমুদ্র তখন ভীষণই অচেনা আমাদের কাছে ।
তবু এটাই তো জীবন ।

দাদা আপনার কবিতাগুলো যতই পড়ি ততই ভালো লাগছে। আজকে আপনার কবিতাটি খুবই সুন্দর ছিল। আসলে জীবন কখনো একই ভাবে চলতে থাকে না। জীবন হঠাৎ পাল্টে যায় জীবনের গতিপথকে সঠিক ভাবে ধরে রাখাই মূল লক্ষ্য। আসলে আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে দাদা। শুভ কামনা রইল, সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়া জন্য ধন্যবাদ।

Thank You for sharing Your insights...

 2 years ago 

জীবন ও মৃত্যু দুটি আলাদা ভাবে খুব সুন্দর মনেরভাব প্রকাশ করেছেন দাদা।সত্যিই জীবনটা সমুদ্র ও মৃত্যু হল নদী।সেগুলো আমাদের চিন্তা দ্বারা ভাবতে হবে।আপনি ব্যস্তসময়ের মধ্যে ও কত সুন্দর করে ভাবেন বিষয়গুলি।কবিতাটি খুব সুন্দর হয়েছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ দাদা।

 2 years ago 

নদীর ওপারের জীবনটাই জন্যই আমাদের এই বেঁচে থাকা আমাদের শত শত অপেক্ষা।

 2 years ago 

জীবন ও মৃত্যু নিয়ে আপনি অসাধারণ একটি কবিতা রচনা করেছেন দাদা। আসলে জীবন হচ্ছে সমুদ্রের মতো যেখানে উত্তাল ঢেউ এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। প্রতিনিয়তঃ আমাদের ঢেউয়ের মোকাবেলা করতে হয় শক্ত হাতে। যে মোকাবেলা করে শক্ত ঢেউ থাকে নিয়ে যেতে পারে না কিন্তু যারা মোকাবেলা করতে পারে না সমুদ্রের ঢেউ থাকে তাদের ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে মৃত্যু নিয়ে দারুন একটি কবিতা রচনা করেছেন মৃত্যু আসলেই নদীর মতো যা একবার প্রয়োজনে আর ফিরে আসে না।
এ পার ও পাড়ের খবর আমার কখনোই জানতে পারি না। মৃত্যু হচ্ছে আমাদের আসল ঠিকানা।

Thank You for sharing...

 2 years ago 

দাদা আপনি যথার্থই বলেছেন জীবন একটি সমুদ্রের মতো যেখানে সুখ এবং দুঃখ দুটোই থাকে। মানুষকে পান করার সময় মৃত্যু মানুষের কাছে যে জিনিসটি দাবি করে তা হচ্ছে জীবন। খুব ই ভালো লেগেছে দাদা আপনার কবিতার প্রতিটি অর্থ। ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

হঠাৎ, তীব্র ঝোড়ো হাওয়ার সে কি উচ্ছ্বাস,
আমাদের স্বপ্নকুটির নিমেষে হলো চুর সেই উচ্ছ্বাসে;
ঝঞ্জাবিক্ষুব্ধ সমুদ্র তখন ভীষণই অচেনা আমাদের কাছে ।
তবু এটাই তো জীবন ।

জীবনের ভাঙা-গড়ার খেলায় হঠাৎ কোনো ঝড় এসে এই জীবনকে ভাসিয়ে নিয়ে যায়। হয়তো সেই ঝড়ের কবলে ছিন্নভিন্ন হয়ে যায় স্বপ্নগুলো। তবু আমরা স্বপ্ন দেখি বেঁচে থাকার। তবুও আমরা নতুন স্বপ্ন বুনি এই জীবনে। এটাই তো জীবন। অসাধারণ লিখেছেন দাদা। আপনার কবিতা পড়ে সব সময় আমার অনেক ভালো লাগে। তেমনি আজকেও আপনার লেখা কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।❤️❤️

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

 2 years ago 

জীবন নিয়ে বিস্তার ভাবনায় যে , উদাহরণ দিয়েছেন তাতে আমার চক্ষু স্থির । কারণ এমনটাই তো হচ্ছে জীবন সমুদ্রে । আর মৃত্যুর কথা যদি বলতেই হয়,তাহলে ব্যাপারটা অনেকটাই জটিলতা সম্পন্ন ও প্রশান্তির। তবে সহমত পোষণ করছি আপনার যুক্তি গুলোর সঙ্গে ।জীবন-মৃত্যুর ক্ষেত্রে এমনটাই তো হচ্ছে প্রতিনিয়ত। জেগে উঠছে নতুন প্রাণ আবারো নতুন বিশ্বাসে অবিরত ।

অসাধারন লিখেছেন কবিতা দুটি ।

 2 years ago 

আজকের কবিতা মানে অনুকাব্য দুটির মাঝে একটু ভিন্ন রকমের অনুভূতি খুঁজে পেলাম, আবেগটা অনেকটাই নির্জীব হয়ে গেলো পংতিগুলো পড়ে।

মাঝে মাঝে জীবনের মায়া- মৃত্যুর চিন্তা ফ্যাকাশে করে দেয় হৃদয়
মাঝে মাঝে কর্ম চেতনায়- সব কিছু পাল্টে ফেলতে চায় হৃদয়
এ সমাজে হায়- সবাই কি তা বুঝতে চায়
এ ভুবনে হায়- সবাই নাহি ভালো হয়।

 2 years ago 

আজকের লেখা টা পড়ে কিছুক্ষণ চুপ করে ছিলাম দাদা। জীবন নিয়ে এর চাইতে ভালো লেখা আর কি হতে পারে! সত্যিই দাদা জীবন বড্ড সহজ সরল, এখানে ভাল বীজ বপন করলে ভালো ফল পাবো, আর খারাপ হলে খারাপ ফলন। এটা চিরন্তন সত্যি । কিন্তু এই কথা টাই আমরা কজন উপলব্ধি করি! নিজের খেয়ালখুশিতে চলে হেলায় হেলায় জীবনের অর্থটা কেই নষ্ট করে ফেলি। আর মৃত্যু ব্যাপারটা নিয়ে বলতে গেলে বলবো, মাঝে মাঝে যখন কোন দেহের সৎকার করতে শশ্মানে যাই, মনে হয় আমাদের প্রকৃত গন্তব্য এখানেই। কদিনের জন্য পৃথিবীতে এসে কত কিছুর মাঝে জড়িয়ে পরি। প্রণাম নেবেন দাদা 🙏🙏

Thank You for sharing Your insights...