অভিজ্ঞতার আলোকে | অনলাইন জুয়া

in আমার বাংলা ব্লগ18 days ago (edited)

1000023461.png

পরিবর্তনের জোয়ারে আমরা সবাই ভাসছি, এ কথা মানতেই হয়। তবে মাত্রাতিরিক্ত ভাসমান থাকার ফলে অনেকেই আবার ভারসাম্যহীনতায় ভুগে নিস্তেজ হয়ে ডুবেও যাচ্ছি । এ কথাও অস্বীকার করার মতো নয়।

আমরা, জানি-বুঝি তারপরেও ভুল করি কিংবা ভুল পথে পা বাড়াই। ভুল করা দোষের কিছু না, তবে একই ভুল বারবার করা কে অজ্ঞতা বলা যেতে পারে। গোলকধাঁধার পৃথিবীতে যেখানে শর্টকাট বলে কিছু নেই, তারপরেও নিজের কাছে নিজেকে অজুহাত দিয়ে শর্টকাট খোঁজার পাঁয়তারা আমরা করেই যাই।

এখন আর কেউ হাট-বাজারে কিংবা মেলাতে জুয়া খেলতে যায় না । বলতে গেলে, আপনার যদি জুয়ার প্রতি দুর্বলতা থাকে, তাহলে আপনি অতি যত্ন সহকারে নিজের মুঠোফোনেই জুয়া খেলতে পারবেন । ঐ যে বললাম সময়ের পরিক্রমায় সবকিছুতেই পরিবর্তন এসেছে, তাই হয়তো প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র জুয়াড়িদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন পন্থা তৈরি করেই যাচ্ছে। আর তা প্রকাশ্যে প্রমোট করছে, তথাকথিত আমাদের জাতীয় আইডল কিংবা সেলিব্রিটি। বিশ্বাস হচ্ছে না তো, স্পোর্টস চ্যানেলগুলো দেখলেই বিষয়টা একদম পানির মতো পরিস্কার হয়ে যাবে।

নবীন প্রবীণ কেউ বাদ পড়ছে না এই আসক্তি থেকে। প্রতিনিয়ত চটকদার বিজ্ঞাপন কিংবা পারিপার্শ্বিক অবস্থাতে একে অন্যের মাধ্যমে প্রলোভিত হয়েও, কে যে কখন এই মরণব্যাধি আসক্তির মাঝে নিজেকে সঁপে দিচ্ছে, তা যেন কেউ বুঝে উঠতেই পারছে না। তাছাড়া এখানে বুঝে ওঠার সুযোগও নেই। সবই হচ্ছে, প্রযুক্তির পরিবর্তনের ক্যারিশমায়।

কতজনকে যে আঙ্গুল ফুলে কলাগাছ হতে দেখেছি আবার কতজনকে যে হতাশায় ভুগতে দেখেছি তার কোন ইয়ত্তা নেই। এমনকি একটু গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় , সমসাময়িক সময়ে যে ক্রাইম গুলো ঘটছে, তার পিছনেও এই মরণব্যাধি আসক্তির কোন না কোনভাবে সম্পৃক্ততা আছেই।

এইতো কয়েকদিন আগেই শুনলাম উঠতি বয়সী এক তরুণ অতিরিক্ত ধারদেনা করে তা পরবর্তীতে পরিশোধ করতে না পেরে সুইসাইড করেছে। তাছাড়া অনেক ভবঘুরে যুবক ছিনতাই এর মতো জঘন্য ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এক কথায়, অনলাইন জুয়ার কারণে যে সামাজিক অবক্ষয় হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এ আসক্তি ছড়িয়ে গিয়েছে সর্বত্র। যার অধিকাংশ প্রভাব পড়েছে উঠতি বয়সী তরুণদের মাঝে ।

একটা উদাহরণ দিচ্ছি, অর্থ ইনকাম করা যদি এতই সহজ হতো, তাহলে এই জুয়া কোম্পানি গুলো ক্রমাগত বিজ্ঞাপন দিয়ে গ্রাহক টানতো না। সহজ বাংলা কথায়, যারা এই কোম্পানি গুলোর গ্রাহক তাদের টাকাই শুধুমাত্র হাত বদল হয় আর মাঝখান থেকে কোম্পানি তার নিজের প্রফিটটা নিয়ে নেয়। বিষয়টা ঠিক এটাই।

আরো একটা তিক্ত সত্য কথা বলছি, আপনি জুয়া খেলে পথের ফকির হয়েছেন নাকি এসির শীতল হাওয়া খাচ্ছেন, এসব দেখার সময় জুয়া কোম্পানির নেই। জুয়া কোম্পানি শুধু গ্রাহক খোঁজে আর ডিপোজিট বোঝে।

এখন আপনি বলতেই পারেন, তাহলে এ থেকে প্রতিকার। সত্যিকার অর্থে, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর অর্থাৎ আপনার সুবুদ্ধির উদয় হওয়া দরকার । তারপরেও সামাজিক প্রেক্ষাপটে সচেতনতা বৃদ্ধি বড্ড জরুরি।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

আর তা প্রকাশ্যে প্রমোট করছে, তথাকথিত আমাদের জাতীয় আইডল কিংবা সেলিব্রিটি।

একেবারে যথার্থ বলেছেন ভাই,তাদের কারণেই জুয়া কোম্পানি গুলো তাদের রমরমা ব্যবসা চালাতে পারছে। আর জাতীয় আইডলদের কথা বলে আর কোনো লাভ নেই। কারণ এতো অর্থ সম্পদ থাকার পরেও চাহিদা কমে না তাদের। তাদেরকে পুঁজি করে জুয়া কোম্পানি গুলো কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, আর সাধারণ মানুষ জুয়ায় হেরে দিশেহারা হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কিছুই যায় আসে না। প্রতিনিয়ত এতো এতো মোবাইল অ্যাপস বের করছে জুয়া কোম্পানি গুলো, এতে করে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য, যদি আমরা সচেতন না হই। আমাদের সবাইকে মনে রাখতে হবে,পৃথিবীতে শর্টকাট বলতে কিছুই নেই। এগুলো হচ্ছে সব ভেলকি। যাইহোক এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 17 days ago 

আমার কাছেও তো এমনটাই মনে হয় ভাই, যদি সচেতনতা বৃদ্ধি না করা যায়, তাহলে হয়তো সামনে আরো অনেক ভয়াবহ কিছু অপেক্ষা করছে।

 18 days ago 

লোভনীয় সব বিজ্ঞাপন গুলো দিয়েই তারা লোকজনকে আকৃষ্ট করে যাতে করে লোভনীয় প্রলোভনে যুবসমাজ কিংবা অনেকেই ভুল পথে পা বাড়ায়। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আশা করছি সবাই সচেতন হবে।

 17 days ago 

সচেতনতা ছড়িয়ে পড়ুক সর্বত্র।

 18 days ago 

একদম ঠিক বলেছেন ভাই, আমাদের আইডলরাই জুয়াকে প্রমোট করছে। কিছুদিন আগেও দেখেছি সাকিব আল হাসান ওয়ান এক্স বেট নামে একটা এপসের বিজ্ঞাপন দিচ্ছে। এর জন্য অবশ্য পরে সে ট্রলের শিকারও হয়েছে। জুয়া আসলে বর্তমানে মারাত্মক ব্যাধি বলতে গেলে। এর থেকে পরিত্রাণের জন্য দরকার সু-চিন্তা ও সুস্থ্য মানসিকতা। বড় কথা হলো শর্টকাটে বড় লোক বা টাকা আয় করার চিন্তা বাদ দিতে হবে।

 17 days ago 

আমিও মাঝে মাঝে এদের বিজ্ঞাপন দেখলে বড্ড হতাশ হয়ে যাই ভাই।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63745.68
ETH 3137.71
USDT 1.00
SBD 3.86