নবপ্রাণ || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

এই ইট পাথরের দেয়াল ছেড়ে, যদি আমি এইরকম ঘন কালো মেঘের নিচে দাঁড়িয়ে থাকতে পারতাম , হয়তো খানিকটা সময় । তাহলে মনেহয় মন্দ হতো না । বোধহয় অনেকটাই শান্তি পেতাম । ভারী বর্ষণের গন্ধ শুকতে বেশ ইচ্ছে করে, কাঁচা বৃষ্টির আলতো পানি গায়ে মাখতে ইচ্ছে করে । বহুদিন হলো এমন শীতল পরশ নেওয়া হয়ে উঠছে না । হবেই বা কি করে, জীবন তো আমার চার দেয়ালে বন্দি ।

20220506_121652-01.jpeg

যদি সিন্দাবাদ হতাম, হয়তো জীবনের চিত্র গুলো কে একটু পরাজিত করে ফেলতাম । হয়তো এই দুঃসাহসিক রোমাঞ্চকর অনুভূতি গুলোর স্বাদ গ্রহণ করতাম । হয়তো তাঁবু গেড়ে এখানেই জীবনের বাকি অর্ধেকটা সময় কাটিয়ে দিতাম ।

হুমায়ুনের হিমুকে আমি কখনো স্বচক্ষে দেখে নি । হয়তো কৈশোর বয়সে বহুবার কল্পনায় এসেছিল । সেই হলুদ পাঞ্জাবি , নগ্ন পা আর ঝাঁকড়া চুলের উম্মাদ হেঁটে যাওয়া । অনেকটাই গন্তব্যহীন, হয়তো কখনো জোসনা রাতে নতুবা বর্ষণমুখর বেলায় ।

20220506_121644-01.jpeg

ইশ এমন সময় তো আর বারবার আসে না । মনে হচ্ছে এই যান্ত্রিক জীবনের যন্ত্রণাকে এখনই ঝেড়ে ফেলে দেই । হয়তো আমার কাছে হিমু হওয়ার সুযোগটা এই বুঝি হাতছানি দিয়ে ডাকছে । ইচ্ছে করছে থেমে যাই,নেমে পড়ি উন্মাদ হয়ে । কাঁচা বৃষ্টির গন্ধ শুকার জন্য আমি তৃষ্ণার্ত , আমি শীতল হতে চাই এই বর্ষায় ।

20220506_121702-01.jpeg

বুকের ভেতরে ডানা ঝাপটানো পাখিটাকে মনে হচ্ছে ধরে ফেলি । কারণ এখন তো সময় চাতকের বেঁচে থাকার । কাঁচা বৃষ্টির পানি পড়বে , চাতকের বাঁচার আগ্রহ বেড়েই যাবে । নতুন কুঁড়ি গুলোর সতেজ হওয়ার নতুন উচ্ছ্বাস হচ্ছে প্রতিনিয়ত । এ যেন ভিন্ন উষ্ণতা, যা কখনো দেখা যায় না বা ধরে ছোঁয়া যায় না । সেটা শুধুমাত্র অনুভব করতে হয় ।

20220506_120925-01.jpeg

বাতাসের বেগ ক্রমাগত বেড়ে গিয়েছে, হয়তো খোলা চিঠি গুলো উড়ে যাবে দূর থেকে বহুদূরে । কেউ হয়তো খোলাচিঠি ধরার অপেক্ষায় আছে, হয়তো সেখানে কিছু অনুভূতি লেখা থাকবে ।হয়তো লেখা থাকবে,চলো আরেক বার ভিজি এই ভারী বর্ষণে । দুটো প্রাণ কে একত্রে মিলিয়ে ফেলি ।

20220506_120902-01.jpeg

যে বর্ষায় কেউ আপন মনে আনন্দে গুনগুন করে গান গাচ্ছে, সেই ভারি বর্ষণে হয়তো কারো চোখের জল গড়িয়ে পড়ছে । কেউ হয়তো আসার কথা ছিল, হয়তো ধোঁকা দিয়েছে । তাই হয়তো মনে পড়ছে ভারী বর্ষণে সেই পরিচিত মুখগুলো ।
কত পরিচিত মুখগুলো আলিঙ্গনে ব্যস্ত আবার কত পরিচিত মুখগুলো ক্রমশ বর্ষার জলে সর্বস্বান্ত ।

20220506_120915-01.jpeg

লাভ-ক্ষতির হিসাব চুকিয়ে, কেউ কেউ তো আমার মতো অনেকটা উম্মাদ হয়ে গিয়েছে । কেউ শান্তি চায় হয়তো ভিজতে চায় নিজের মতো করে ।ভিজে যাক , মুছে যাক , যতো ক্লান্তি যত দুঃখ । আবারো উজ্জীবিত হয়ে উঠুক নতুন করে নতুন দিগন্তে । এমনটাই তো আশা, আমার মত অনেক নতুন পথিকের ।

20220506_120444-01.jpeg

হে নবপ্রাণ জীবনটাকে দেখতে শেখো, বুঝতে শেখো , উপভোগ করতে শেখো । জীবন আসলেই অনেক সুন্দর, যদি সেটা তুমি উপভোগ করতে পারো । এই বর্ষায় প্রকৃতির লীলাখেলা, এই দমকা হাওয়া, এই পাওয়া না পাওয়ার মান অভিমান ভুলে , হারিয়ে যাও নিজের মতো করে ।

জীবনটা তোমার , তুমি তোমার মতো করে বাঁচো ।।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

খোলা আকাশ,বিস্তীর্ণ ভূমি মধ্যখানে দাড়িয়ে আমি একা।আশেপাশে নেই কোনো যান্ত্রিক কোলাহল।ব্যাপারগুলো যখন কল্পনায় ভাবি সেইরকম লাগে নিজেকে।মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি।

যাইহোক জীবন এক অ্যাডভেঞ্চার।ব্যাস্ত এই পথযাত্রা পাড়ি দেওয়ার মাধ্যমেই খুঁজে নিতে হবে জীবনের সুখ।আসলেই জীবন অনেক সুন্দর।

ভালোবাসা নিবেন ভাই।🖤🖤🖤🖤

 2 years ago 

হিমু হওয়ার স্বাদ মাঝেমাঝেই মেটাতে ইচ্ছা করে ভাই । ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দারুন ছিল। এমন মেঘলা দিনে মনে কাব্যিকভাব আসাটাই স্বাভাবিক। মনে হচ্ছে আপনার মধ্যে থাকা কবিসত্তার জাগরণ হচ্ছে। শুভকামনা রইল।

 2 years ago 

এমন পরিবেশে আসলে নিজেকে স্থির রাখা খুব কঠিন ভাই । তাই হয়তো এলোমেল চিন্তা লিখে ফেললাম।

 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাই। জীবন আসলেই অনেক সুন্দর। যদি তা ঠিক ভাবে উপভোগ করা যায়। আর জীবনকে উপভোগ করতে প্রচুর ঘুরতে হবে। চার দেওয়ালের মাঝে থেকে জীবনকে উপভোগ করা সম্ভব নয়। এমন মেঘলা দিনে আমার বাইকে ঘুরতে খুব ভালো লাগে। আজকের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে গ্রামে গিয়ে কিছুদিন থেকে আসি। এমন পরিবেশ খুব ভালো লাগে আমার। আপনার জন্য শুভকামনা রইলো ভাই। 💓💓

 2 years ago 

বাহ্ আপনার বাইক চালানোর ব্যাপারটি জেনে ভালই লাগলো , তবে বাইক চালানোর সময় সতর্ক থাকা কিন্তু অবশ্যই জরুরী ।

 2 years ago 

খুবই চমৎকার লিখেছেন ভাই, লেখাগুলো যতই পড়ি আরো পড়তে ভালো লাগে। পড়ে শেষে বোঝা যাচ্ছে আপনার দিন দিন কাব্যিক জ্ঞানটা প্রসারিত হচ্ছে। বেশ ভালো লাগছে প্রতিনিয়ত ভাই এভাবে আমাদের মাঝে নতুন নতুন বিষয়ের উপর আপনার কাব্যিক জ্ঞানের চর্চা চালিয়ে যাবেন এই শুভকামনা রইল।

 2 years ago 

এমন পরিবেশ আসলে অনেক ভাবেই নিজেকে ভাবিয়ে তোলে , হয়তো জায়গাভেদে একটু ভাবনা চিন্তা গুলো আলাদা

 2 years ago 

আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে চার দেয়ালের মাঝে কোন আনন্দ হাসি নেই। চার দেওয়ালে মাঝে বসবাস করতে করতে একটা বোরিং জীবন শুরু হয়। আর এই জীবনটা যদি আনন্দ উপভোগ করতে চায় তাহলে ভ্রমণ করতে হবে, বিশেষ করে গ্রামের সবুজ প্রকৃতি অপরূপ সৌন্দর্যময় এই প্রকৃতি গুলোর মধ্যে ভ্রমণ করলে মন অনেক ভাল হয়ে যায়। আজকে আপনার ভ্রমণের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনি খুবই সুন্দর সময় পার করেছেন, ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই , প্রকৃতির ভেতরে মিশতে এমন পরিবেশে বেশ ভালোই লাগে ।

 2 years ago 

শুধু ফটোগ্রাফি শেয়ার করাটাই মুখ্য বিষয় নয়। তার সাথে তাল মিলিয়ে প্রতিটি কথার ছন্দ মুখর করে তোলা অনেক বড় একটি বিষয়। আর সেই ভাবটা আমি আপনার প্রতিটি কথায় প্রতিটি লাইনের প্রত্যেকটি অক্ষরে খুঁজে পাই। আপনার লেখা প্রতিটি শব্দ যেন অনেক বিশাল ব্যাখ্যা বহন করে আছে। ফটোগ্রাফি গুলো আসলেই চমৎকার এমন মুহূর্ত গুলো খুবই উপভোগ্য।

 2 years ago 

কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আপু , হয়তো আমার চিন্তাধারা লেখা সার্থক, আপনাদের মতো পাঠকদের জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই সুন্দর ছিল ভাই। আর ফটোগ্রাফি সাথে সাথে এর কাব্যিক কথা সেগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। আর আপনি খুব সুন্দর করে কাব্যিকভাবে এই কথাগুলো কিন্তু পড়তে আরও বেশি ভালো লাগছে। আসলে ঠিকই এরকম যান্ত্রিক শহর ছেড়ে যদি এভাবে একটি মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো

 2 years ago 

আমার প্রশান্তির ব্যাপার যে আপনাদের ভালো লেখেছে ,এতেই আমি কৃতজ্ঞ ভাই ।

 2 years ago 

কাঁচা বৃষ্টির গন্ধ শুকার জন্য আমি তৃষ্ণার্ত , আমি শীতল হতে চাই এই বর্ষায় ।

অসাধারন লিখেছেন ভাইয়া। সত্যি কথা বলতে আপনার লেখাগুলো পড়ে আমার কাছে মনে হচ্ছিল যেন অন্য প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। ভাইয়া আপনার লেখাগুলো যখন পড়ি তখন আমার এতটা ভালো লাগে যে বলে বুঝানোর মতো নয়। জীবন সাজুক নতুন রূপে ও নতুন উল্লাসে মেতে উঠুক এই প্রত্যাশাই করি ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ❤️❤️❤️

 2 years ago 

নবীন প্রজন্মের জন্য মাঝে মাঝে এমন উন্মুক্ত বার্তা পৌঁছাতে বেশ ইচ্ছে করে ভাই ।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে এই মেঘলা দিনে আপনার মনের গেঁথে থাকা অনুভূতিগুলো প্রকাশ করেছেন ।আসলেই আমরা চাই একটি রোমাঞ্চকর সময় কাটাতে,সেই আলিফ লায়লার সিনবাদের কথা মনে করে দিলেন ভাইয়া ।ছোট বেলায় এত দেখতাম । কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা তা পেরে উঠি না। তবে আপনি আপনার জীবনকে যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু একটু চার দেয়ালের বাইরে পা রাখতে পারেন!! একটু বৃষ্টি বিলাস হল! মনটাকে শীতল হয় রাঙ্গিয়ে দিলেন।! আপনার বুকের ভেতরে যে পাখি ডানা ঝাপটাতে তাকেও ধরতে পারবেন খুব সহজেই !শুধু একটু ইচ্ছা করেন। যাই হোক আপনি খুব সুন্দর ভাবে এই মেঘলা দিনের ফটোগ্রাফি করেছে আপনার ফটোগ্রাফি অনেক অনেক সুন্দর লাগছে ভাইয়া। বিশেষ করে সোনালী ধান ও আকাশ যেন মিলে একাকার হয়ে গেছে।

 2 years ago 

মাঝে মাঝেই ইচ্ছা করে নিয়মনীতি ভেঙ্গে নিজের মতো করে উদাস হয়ে পড়ি আর জীবনটাকে উপভোগ করি ।

 2 years ago 

ওয়াও ভাইয়া কি বলব সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। আপনি যদিঝ আপনার মনের ভাবগুলো লিখেছেন, কিন্তু আপনার পুরো পোস্ট জুড়েই আপনার মনের ভাবগুলো কবিতার রূপ নিয়েছে। প্রত্যেকটা লাইন ছিল অসাধারণ মিল। আমার কাছে মনে হয়েছে আমি কোন সত্তিকারের বাস্তব জীবনের একটি কবিতা পড়ছি। তবে আপনি চাইলে এটাকে কবিতায় রূপ দিতে পারতেন। আপনার অনুভূতি গুলো ছিল অসাধারণ। তবে আমি ছোট ভাই হিসেবে আমার মনের বাভ বলতে পারছিনা। আর আপনারা ফটোগ্রাফি গুলো উম্মাদ হওয়ার কথাই। আবার কাউকে পাগল করে দেওয়ার কথা। কেউ খুশিতে আনন্দে নেচে উঠবে , আবার কেউ অশ্রু জলে সাগরে ডুবে যাবে। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল নজর কাড়ার মতো। ভালোবাসা অবিরাম ভাইয়া।

 2 years ago 

অনুভূতি গুলো বেঁচে থাকুক স্মৃতির পাতায় এমনটাই প্রত্যশা করি প্রতিনিয়ত। হয়তো আবারো পুনরায় দেখবো আর সেই দিনের স্মৃতিচারণ করবো ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63645.37
ETH 3067.90
USDT 1.00
SBD 3.81