রবিবারের আড্ডা - ৯৯ | এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা - ১২ পর্ব
ব্যানার ক্রেডিটঃ @hafizullah
আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মাসের বাছাই করা ফিচার্ড পোস্ট থেকে কিছু পোস্ট মনোনীত করে, সেই পোস্ট গুলো নিয়েই আলোচনা করা হয়। মূলত মনোনীত পোস্টগুলো যারা লিখেছেন, ঠিক সেই অথরদের কথা গুলোই তুলে ধরা হয় এই শো'র মাধ্যমে। এখানে অথররা সাবলীলভাবে চেষ্টা করে তাদের নিজের পোস্ট নিয়ে মতামত দেওয়ার জন্য।
তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চারজন অতিথি থাকে প্রথমত দুইবারে চারজন থেকে পাঁচজন অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।
প্রথম অতিথিঃ @shapladatta
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আসলে আমি ছোটবেলা থেকেই আমাদের বাড়ির আশেপাশে প্রচুর দরিদ্রতা দেখে বড় হয়েছি। সেদিন রাতে যখন কি বিষয় নিয়ে পোস্ট লিখব সেটা ভাবছিলাম, তখন মুহূর্তেই একটা ঘটনা মনে পড়ে গিয়েছিল। আমার খুব ভালোভাবে মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের রান্নাঘরের পিছন দিয়ে এক মহিলা এসেছিল তার বাচ্চার খাবার নেওয়ার জন্য, একটা গ্লাসে করে ভাত ও ডাল নিয়ে গিয়েছিল। একটাবার চিন্তা করে দেখেছেন, কি পরিমাণ দারিদ্র্য অবস্থার ভিতর থাকলে, তার ছোট বাচ্চার জন্য এভাবে খাবার নিতে আসে। এই বিষয় থেকেই আসলে পোস্ট লেখা। তাছাড়া আমাদের এখানে সাম্প্রতিক সম্প্রীতি বেশ ভালো, আমরা সকলেই মিলেমিশে থাকি, একজন আরেকজনের বিপদে সহযোগিতা করি। চেষ্টা করছি, মানবিক হওয়ার জন্য।
দ্বিতীয় অতিথিঃ @emon42
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ ফুটবলের সঙ্গে সম্পর্ক আমার বহু আগে থেকেই । বিশেষ করে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই রিয়াল মাদ্রিদের ফ্যান। আমি খুব কাছ থেকে অনুভব করেছি, কিভাবে রিয়াল মাদ্রিদ প্রতিনিয়ত ঘুরে দাঁড়ায়। এটা এক ধরনের শিক্ষা। আমার তো এমনও হয়েছে, পরীক্ষার আগের রাতেও আমি সারারাত খেলা দেখেছি। ফুটবলের সঙ্গে আমার আবেগ এতটাই তীব্র যে, যা আসলে মুখে বলে প্রকাশ করা কঠিন। আমি রিয়াল মাদ্রিদের একজন অন্ধ ভক্ত। তাদের এমন কোন জার্সি নেই যে, আমি কিনি নি। তাছাড়া প্রতিটা ম্যাচ দেখার চেষ্টা করি। যেহেতু আমার ব্যক্তি জীবনে বন্ধু অনেক কম, তাই চেষ্টা করি ফুটবল নিয়েই থাকার জন্য। রিয়াল মাদ্রিদ আমার কাছে অনুপ্রেরণা। তাছাড়া ফুটবল প্রেমীদের ভাষায় একটা কথা আছে, রিয়াল মাদ্রিদের এলাকা হচ্ছে ফুটবলের আয়না ঘর। তাছাড়া প্রতিনিয়ত আমি টুইটারে একজন ইতালিয়ান স্পোর্টস সাংবাদিককে ফলো করি যার মাধ্যমে প্রতিনিয়ত ফুটবলের আপডেট জানতে পারি। এছাড়া জীবনানন্দ দাশ আমার পছন্দের লেখক, তার বই পড়তে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি।
তৃতীয় অতিথিঃ @mohamad786
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ এই ঘটনাটা আমার ছোটবেলার, একবার আমার ছোট ভাই বোনদের নিয়ে আমাদের এলাকার নদীর তীরে আখ খেতে গিয়েছিলাম। আমার খুব ভালোভাবে মনে আছে, আমরা মূলত জমির মালিককে না জানিয়ে আখ খেয়েছিলাম। আমাদের ঘটনাটা, জমির মালিক বেশ ভালোভাবে দেখেছিল। আমরা ভীষণ ভয়ে ছিলাম, কেননা সে যদি আমাদের বাড়িতে বলে দেয় এজন্য। তাছাড়া যেহেতু আমাদের বাড়ির লোকজন বেশ সম্মানিত ব্যক্তি, এজন্য একটু ভয়টা বেশি কাজ করছিল। তবে ভাগ্য ভালো, জমির মালিক আমাদের বাড়িতে কাউকে বলেনি। এই ঘটনা কে কেন্দ্র করেই, মূলত স্মৃতিচারণ হিসেবে পোস্টটা লিখেছিলাম।
চতুর্থ অতিথিঃ @srshelly0399
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমি এই পোস্টটা মূলত ইন্সট্রাগ্রামের রিলস দেখে অনুপ্রাণিত হয়ে করেছিলাম। ওখানে দেখেছিলাম অনেকেই কফি দিয়ে বিভিন্ন রকম চিত্র অঙ্কন করে। যেহেতু আমরা তিন বোন আর আমি সবার বড়, তাই বেশিরভাগ সময় আমার বাড়িতেই কাটে। যদিও রং তুলি দিয়ে বেশি একটা আঁকতে পারি না, কেননা আমার এলার্জির সমস্যা আছে। তাই সেদিন চা খাওয়ার সময়, ইচ্ছে করেই কাগজের উপর চা ফেলে দিয়ে এই অংকনটি করেছি। তাছাড়া ক্রিকেট খেলার দৃশ্যটি মাথায় এসেছিল এলাকার ছেলেদের ক্রিকেট খেলা দেখে। এই প্লাটফর্মে আমাদের পরিবারের অনেকেই কাজ করে, সেদিক থেকে আমি নিজেও এই প্লাটফর্মে কাজ করে বেশ আনন্দিত এবং সকলের কাছে কৃতজ্ঞ।
অতিথি ও শ্রোতাদের শুভেচ্ছা পুরস্কার তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার
মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
গতকাল রবিবারের আড্ডায় আমরা খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছিলাম। সকলের কাছে থেকে খুবই সুন্দর সুন্দর শুনেছিলাম। প্রতি সপ্তাহে এরকম সকলেই মিলে একবার সবার সাথে একত্রিত হয়ে মিটিং করতে বেশ ভালোই লাগে আমার কাছে। সকলেই মিলে বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম আমরা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নিজের পছন্দের ফুটবল ক্লাব সম্পর্কে নিজের অনূভুতি প্রকাশ করতে বেশ ভালো লাগে। সময় টা বেশ দারুণ কেটেছিল আমার। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার বাংলা ব্লগকে।
আপনার অনুভূতি জেনে, আমার নিজেরও বেশ ভালো লেগেছে ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।
ইমন ভাই প্রতিনিয়ত খেলাধুলা বিষয়ক প্রতিটি ম্যাচের রিভিউ দেয়ার চেষ্টা করে তার কথাগুলো বেশ ভালো লাগে। তাদের চারজনের সাথে আড্ডাটা বেশ ভালোই জমে ছিল তবে আমি পুরোটা সময় থাকতে পারিনি আপনার এই পোষ্টের মাধ্যমে পুরোটা বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করেছি।
গতকালকে সম্পূর্ণ প্রোগ্রামটি বেশ উপভোগ করেছি। অতিথিরা তাদের ফিচার্ড পোস্ট সম্পর্কে দারুণ আলোচনা করেছে। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রবিবারের আড্ডা - ৯৯ এর ফিচার্ড পোস্ট আড্ডা - ১২ পর্বের খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। এর মাধ্যমে ফিচার্ড পোস্টের সদস্যদের সম্মানিত করা হয়। অন্যরাও ভালো পোস্ট তৈরিতে উৎসাহিত হয়। এবারের ফিচার্ড পোস্টের ৪ জন অতিথিকেই আমার অভিনন্দন। রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
রবিবারে ফিচাড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সত্যি এই পোস্ট গুলোর মাধ আমরা অনেক কিছু জানতে পারি। আর এই পোস্টে যাদের পোস্ট মনোনীত হয়েছে সবাইকে অভিনন্দন। ধন্যবাদ আপনাকে পুরো পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রবিবারের আড্ডার আপডেট পড়ে ভাল লাগলো। যাদের পোস্ট মনোনিত হয়েছে, সবাইকেই অভিনন্দন।
রবিবারের আড্ডায় দারুণ এনজয় করেছি। চারজন গেস্ট দারুন সুন্দর করে কথা বলেছেন। তাদের পোস্টের পিছনের বিভিন্ন ঘটনা জানতে পেরে খুব ভালো লেগেছে। আর তার সঙ্গে শুভ ভাইয়ের সঞ্চালনা তো ছিলই। সব মিলিয়ে দারুণ একটি আড্ডার সাক্ষী থাকতে পেরে খুব ভালো লেগেছে।
এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা দারুন একটি আয়োজন। দারুন দারুন পোস্ট গুলো নির্বাচিত করা হয়েছে। নিজেদের পোস্ট সম্পর্কে অতিথিদের কথা শুনতে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে বিষয়গুলো সম্পর্কে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।