তামান্না সুইটসে কিছু সময়

in আমার বাংলা ব্লগ23 days ago

গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম মিষ্টি কিনতে, যেহেতু বাবু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, তাই সেদিকটা বিবেচনা করেই মূলত সেখানে যাওয়া।

1000024403.jpg

1000024397.jpg

1000024406.jpg

1000024404.jpg

1000024405.jpg

1000024402.jpg

1000024401.jpg

1000024408.jpg

1000024407.jpg

1000024409.jpg

1000024410.jpg

1000024400.jpg

1000024399.jpg

1000024412.jpg

1000024398.jpg

ভিডিও লিংক

এ শহরের কমবেশি যতগুলো মিষ্টির দোকান আছে সবগুলোতেই আমার যাওয়া হয়েছে। বলতে গেলে, সবার সঙ্গেই সখ্যতা আমার বেশ ভালই। কেননা মাঝে মাঝেই বাবুর জন্য বিভিন্ন রকমের মিষ্টি কিনতে হয়। যদিও আমার মিষ্টির প্রতি খুব একটা আগ্রহ নেই, তবে তারপরেও বাসায় নিয়ে এসে রাখতে হয়।

এ তালিকায় অবশ্য লাড্ডু বেশি রাখা হয়। কেননা মিষ্টি জাতীয় খাবারের ভিতরে বাবুর পছন্দই হচ্ছে লাড্ডু। আমি টুকটাক মাঝে মাঝে একটু সন্দেশ খাওয়ার চেষ্টা করি, তবে তাও সেটা পরিমাণে স্বল্প।

গতকাল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তামান্না সুইটসে, এর আগেও এসেছিলাম এখানটায়, তবে সেবার তাদের দোকানটা এতো জাঁকজমক ছিল না। তবে সময়ের পরিক্রমায়, আধুনিকতা ছাপ লেগেছে দোকানটাতে। শীতাতপ নিয়ন্ত্রিত এবং অনেকটাই সুসজ্জিত। তাছাড়াও পিছনে বসার ব্যবস্থা করেছে, কেননা সবাই তো আর সব সময় বেশি বেশি মিষ্টি কেনে না, কেউ আবার দোকানে বসেই অল্পস্বল্প খেয়ে নেয়, তাদের জন্যই দোকান কর্তৃপক্ষ পিছনে বসার ব্যবস্থা রেখেছে।

যেহেতু সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম আর পরিবেশটাও কিছুটা ভ্যাপসা ছিল, তাই চেষ্টা করেছিলাম, গিয়েই ঠান্ডা দই খাওয়ার জন্য। মনে হচ্ছিল যেন শরীরটা মুহূর্তেই চাঙ্গা হয়ে গিয়েছিল। তাছাড়াও আমার সঙ্গে আমার পরিবারের লোকজন ছিল, তাদের জন্যও সেখানে উপস্থিত কিছু মিষ্টান্ন জাতীয় খাবার অর্ডার করা হয়েছিল, তারাও বেশ মজা করেই খেয়েছিল।

মিষ্টি তো মিষ্টিই, তবে এখানকার মিষ্টির স্বাদ একটু আলাদা। এটা আসলে মুখে বলে প্রকাশ করার কঠিন, তবে যারা মিষ্টি প্রেমী আছে তারা হয়তো খেলেই কিছুটা হলেও স্বাদের তারতম্যটা বুঝতে পারবে।

এখানকার প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই শেষ হয়ে যায়, হয়তো এটা সম্ভব হয়েছে তাদের ব্যবসায়িক জনপ্রিয়তার কারণে। আমরা যে সময় গিয়েছিলাম, তখন খুব অল্পস্বল্প পরিমাণ মিষ্টি ছিল এবং আমার চোখের সামনেই দেখছিলাম অনেকে কিনে নিয়ে যাচ্ছিল। দোকানদার তো আমাকে বলেই ফেলল, আপনি আরো আগে আসলে পারতেন তাহলে আরো কিছু মিষ্টি দেখতে পারতেন।

যাইহোক থাক সেসব কথা, সব মিলিয়ে যদি বলতেই হয়, তাহলে বলবো বেশ ভালই লেগেছে সেখানকার মিষ্টি খেতে এবং বাসাতে যে লাড্ডু গুলো নিয়ে এসেছি, সেগুলোও খেতে দারুণ। তামান্না সুইটসে আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশাকরি আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

ব্যবসা যদি সঠিক এবং ভেজালমুক্ত হয় তাহলেতো দিনের মিষ্টি দিনেই শেষ হওয়া স্বাভাবিক।তামান্না সুইট ও দেখছি তার মধ্যে অন্যতম।ছোট বাচ্চারা মিষ্টির জন্যে একটি বেশি উৎসুক হয়,কিন্তু বেশি একটা খেতে পারেন।আপনার সন্তান ও তেমনি মিষ্টি খেতে দেখছি বেশ আগ্রহী,বিশেষ করে লাড্ডু।তবে এটা মানতেই হবে যে আপনি আপনার ফ্যামিলির সাথে দারুন কিছু মুহুর্ত কাটিয়েছেন।আর সেই অনুভূতির মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্যে ধন্যবাদ ভাইয়া।

 23 days ago 

এটা সত্য যে তাদের সার্ভিস বেশ ভালই, তাই হয়তো তাদের জনপ্রিয়তা একটু বেশি।

 23 days ago 

মিষ্টি জাতীয় খাবার আমি মোটামুটি বেশ ভালই পছন্দ করি যদিও বেশি একটা খেতে পারি না তারপরও ভালো লাগে। তামান্না সুইটস এ গিয়ে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন আর ভিডিওগ্রাফি টা দেখে বেশ ভালো লাগলো ভাই। এ দোকানের মিষ্টিগুলো অনেক লোভনীয়। আপনার বাবুর মত লাড্ডু খাবারটা কিন্তু আমারও ভীষণ পছন্দের। ‌ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 23 days ago 

একটা সময় আমারও বেশ ভালো লাগতো মিষ্টি জাতীয় খাবার খেতে, তবে সময়ের পরিক্রমায় এখন আর আমিও খেতে পারি না তেমনটা ভাই।

 23 days ago 

আপনার শহরের প্রতিটি মিষ্টির দোকানের সাথে আপনি বেশ পরিচিত। আসলে ছোট বাচ্চারা মিষ্টি খেতে বেশি পছন্দ করে।তামান্না সুইটস এর মিষ্টি গুলো দেখে মনে হচ্ছে অনেক ভালো মানের মিষ্টি। আপনি তামান্না সুইটস থেকে বেশ কিছু লাডডু কিনেছেন। আসলে লাড্ডু আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে। আপনার বাচ্চা ও বেশ ভালোই লাড্ডু খেতে পছন্দ করে।

 23 days ago 

এটা সত্য যে, এখানকার মিষ্টি গুলো একটু ভালই খেতে। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 23 days ago (edited)

আরে বাহ! আপনাদের লাড্ডুর যেমন লাড্ডু পছন্দ, আমারও কিন্তু লাড্ডু বেশ পছন্দের। এমনকি ভার্সিটির ক্যাম্পাসে আমার ক্লোজ ফ্রেন্ডরাও আমাকে লাড্ডু নামেই ডাকতো। এত মিল দেখে তো অবাক না হয়ে পারলাম না! আর যদিও আমিও খুব বেশি মিস্টি লাভার না, তবুও এত লোভনীয় সব মিষ্টির ছবি দেখে লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে।

 23 days ago 

আপনাকে বিশ্ববিদ্যালয় জীবনে সবাই লাড্ডু নামে ডাকতো, এটা জেনে বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইল।

 23 days ago 

শায়ান মিষ্টি খেতে পছন্দ করে জেনে ভালো লাগলো। আর শায়ান লাড্ডু খেতে পছন্দ করে বলেই হয়তো বৃষ্টি বৌদি বাবুকে লাড্ডু বলে ডাকে। ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তামান্না সুইটস এ মিষ্টি কিনতে গিয়েছেন দেখে ভালো লাগলো। বিভিন্ন রকমের মিষ্টির সংগ্রহশালা দেখেও ভালো লাগলো।

 23 days ago 

এটা অবশ্য মন্দ বলেননি আপু, কেননা লাড্ডু ডাকটা পুরনো বাসাতে থাকতেই সবাই ওকে ডেকেছিল।

 23 days ago 

মিষ্টি আমার পছন্দের খাবার। মিষ্টি জাতীয় খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। বেশ সুন্দর সময় কাটিয়েছেন। আপনার ছেলে মিষ্টি খেতে পছন্দ করে জেনে খুশি হলাম। ভিডিওটি দেখলাম খুব ভালো লাগলো। লাড্ডু খেতে ও ভীষণ মজা লাগে। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 23 days ago 

আপনার মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দের, এটা জেনে আমিও খুব খুশি হলাম ভাই।

 23 days ago 

আপনার মতো আমারও মিষ্টির প্রতি আগ্রহ অনেক কম। তবে মাঝেমধ্যে ২/১ টা মিষ্টি খেতে খারাপ লাগে না। যাইহোক পিছনে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। শায়ান তো দেখছি ভীষণ খুশি। হাতে আবার মিষ্টি রয়েছে শায়ানের। ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে পেলাম। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66880.67
ETH 3098.10
USDT 1.00
SBD 3.75