এই বল গুলোকে আমাদের এখানে পিংপং বলে। খাট্টা খেলা দেখি নি,তবে আমরা সেম খেলাটাই মার্বেল দিয়ে খেলেছি। আসলেই বন্ধুদের সাথে বাস্তব জীবনে এমন সাধারণ গেম খেলে যে মজা,তার ১% ও বর্তমানের ইলেকট্রনিক্স ও ভার্চুয়াল গেম গুলোতে নেই।ধন্যবাদ দাদা অতীতের সুন্দর একটি খেলা শেয়ার করার জন্য।